বের্নার্দো হুসেই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hirok Raja (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল। (TW)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৪১ নং লাইন:
হুসেই শারীরবিজ্ঞানের অনেকগুলো শাখায় কাজ করেছেন। তন্মধ্যে, স্নায়ুতন্ত্র, পরিপাকপ্রণালী, শ্বাসপ্রণালী ও রক্তসংবহনতন্ত্র অন্যতম। তবে, [[বহুমূত্র রোগ|বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস]] রোগে [[শর্করা|শর্করার]] [[বিপাক]] পিটুইটারি গ্রন্থির ভূমিকায় পরীক্ষামূলক তদন্তকার্যে অবদান রাখায় ১৯৪৭ সালে ফিজিওলজি বা চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।
 
== মূল্যায়ন ==
== মূল্যায়ণ ==
হুসেইয়ের অনেক ছাত্রও তার সাথে কাজ করেছেন। তারাও বিশ্বের সর্বত্র প্রভাব বিস্তার করে গেছেন। তন্মধ্যে [[Eduardo Braun-Menéndez|এদুয়ার্দো ব্রাউন-মেনেন্দেস]] ও [[ব্রাজিল|ব্রাজিলীয়]]
স্নায়ু-শারীরবিজ্ঞানের জনকরূপে পরিচিত [[Miguel Rolando Covian|মিগেল রোলান্দু কভিয়ান]] অন্যতম। তাদেরকে সাথে নিয়ে মানব শারীরবৃত্ত শীর্ষক অত্যন্ত প্রভাববিস্তারকারী গ্রন্থ প্রকাশ করেন যা [[লাতিন আমেরিকা|লাতিন আমেরিকায়]] [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] ও [[পর্তুগিজ ভাষা|পর্তুগিজ ভাষায়]] প্রকাশিত হয়েছিল। ১৯৫০ সালে এ গ্রন্থ প্রকাশের পর অনেকগুলো সংস্করণ বের হয় ও মহাদেশের সকল চিকিৎসা বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হয়। হুসেই ছয় শতাধিক বৈজ্ঞানিক নিবন্ধসহ বেশকিছুসংখ্যক বিশেষায়িত পুস্তক রচনা করে গেছেন। নোবেল পুরস্কার লাভের পাশাপাশি অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তন্মধ্যে, [[হার্ভার্ড বিশ্ববিদ্যালয়|হার্ভার্ড]], [[ক্যামব্রিজ]], [[অক্সফোর্ড]] ও [[প্যারিস]] বিশ্ববিদ্যালয়সহ ১৫টি অন্য বিশ্ববিদ্যালয় এবং ১৯৬০ সালে [[Society for Endocrinology|এন্ডোক্রিনলজি]] ডেল মেডেল সোসাইটি অন্যতম।