ব্যবহারকারী:Aishik Rehman/@/profile: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১৩২ নং লাইন:
<h2 style="font-family:'Siyam Rupali', 'Lohit Bengali', Tahoma, Verdana, sans-serif; border-bottom:0;">কিছু কথা</h2>
আমি প্রবল অন্তর্মুখী। কারো অপমান খুব বেশি গায়ে মাখি না। ভিড়ের মধ্যে থাকা একদমই পছন্দ করি না। তাই বাইরেও খুব কম বের হই, ঘরকুনো মানুষ। আমি দিনের পর দিন ঘরে বসে কাটিয়ে দিতে পারি। একটুও বিরক্ত লাগে না।
তাই একদিকে ভালো হয়েছে যে আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। অতএব বাবামাবাবা-মা আমাকে অন্ধের মত বিশ্বাস করে। সহজে কারো উপর রাগ না করলেও যখন করি তখন দীর্ঘ সময় রাগ করি থাকি। যে যতই বুঝাক আমি কমপক্ষে এক মাস রাগ ধরে রাখব, ইচ্ছা হলে তারও বেশি সময়। যাকে আমার একবার অপছন্দ হয় তার শতগুণ শুনলেও আমার তাকে আর ভাল লাগে না, তাকে আমি খোঁচা মারবই মারব। তবে মনের মত মানুষ হলে অবিরাম বকবক করতে পারি রাজনীতি থেকে হস্তমৈথুন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে, মুখে কিছু আটকাবে না। আমার কথা শোনার ধৈর্য্য একেবারে মাহাকাশ লেভেলের। মানে আপনি চাইলে আমার সাথে আপনার সুখ-দুঃখ সহ যেকোনো অনুভূতি, অভিযোগ শেয়ার করতে পারবেন। আমি সর্বোচ্চ মনোযোগ দিতে শুনতে পারবো। কোনো ব্যাপারই না। জীবনে যাকে একবার দেখেছি তাকে আজীবন মনে থাকবে (কিন্তু খাবারের কথা মনে থাকে না। সকালে খেয়েছি কিনা দুপুরে বলতে পারিনা!! কোথাও বেড়াতে গেলে কি দিয়ে খেয়ে এসেছি আম্মু জিজ্ঞেস করলে বেক্কল হয়ে যাই)। তবে বেশিরভাগ সময়ই চুপচাপ থাকি, তখন কোন কথাই বলি না। কেউ কেউ ভাবে এটা জিনে ধরার লক্ষণ। তবে আমি জিনেও বিশ্বাসী নই। অবশ্য নিজ এলাকার বাইরে গেলে দোকানদারদের সাথে সখ্যতা জমে ভালো। বাড়িতে নিজের ইচ্ছামত একা একা কথা বলি। মনে মনে সারাদিন কিছু না কিছু ভাবতে থাকি। বৃষ্টি আসলে গান গাই গলায় তখন সুর আসে, বাকি সময় গথা ব্যাঙের মত ম্যাকু ম্যাকু কণ্ঠ্য থাকে। তবে মাঝে মাঝে নিজের কথার প্রেমে পড়ি, নিজের চেহারার প্রতিও। মনের দিক দিয়ে আমি অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ। শরীরে গঠনের কথা বললে এটাই বলব যে বেশি বাতাসে বাইরে বেরুই না, উড়ে যাবো বলে।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। বাড়ি অগোছালো থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। রূপচর্চা বা মেকআপ করা একদমই পছন্দ করি না। যারা মেকআপ বেশি করে তাদেরও পছন্দ করি না। আমি বই পড়তে পছন্দ করি। পড়াশোনার বাইরের বই অবশ্যই। একবার মনোযোগ দিয়ে পড়তে শুরু করলে খাওয়া-নাওয়ার কথা ভুলে যাই। আমার সময় কেটে যায় কোনো প্যাঁরা ছাড়াই। কোন অঙ্ক একবার শুরু করলে শেষ পর্যন্ত তার গোষ্ঠী উদ্ধার করেই ছাড়ি। গেম খেলা, ছবি তোলা অপছন্দ করি। বিশেষ করে টিকটক আর লাইকি তো আমার দুই চোখের বিষ। লুডু ছাড়া আর কোন খেলাধুলা করা হয়না কখনো। জীবনে একবারই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, তাতে পড়ে গিয়ে যে শিক্ষা হয়েছে সেই শিক্ষাতেই লেখাপড়া চলছে।
সব মিলিয়ে আমার যা আছে তাতে আমি খুব খুশি। অন্যদের সাথে তুলনা করে খুঁতখুঁত করা আমার স্বভাবে নেই। কোনোকিছু নিয়ে আফসোস করি না আর অন্য কেউ করলে তাকে সেই আফসোস থেকে অনেকটাই বার করে আনতে সফল হই। চট করে কাউকে judge করে ফেলিনা, তার জায়গায় আগে নিজেকে রেখে ভাবি। দুটো জিনিসের পিছনে টাকা খরচ করতে হাত আগায় না: খাবার ও পোশাক। আমি অনেক মিতব্যয়ী। খেয়াল রাখবেন, কিপটে নই অবশ্যই, মিতব্যয়ী। প্রয়োজন পড়লে অবশ্যই খরচ করি অর্থ। সে নিজের জন্যে হোক বা বন্ধুদের জন্যে।