জুয়ান লাপোর্তা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
৩০ নং লাইন:
| profession = [[উকিল]]
}}
'''জুয়ান লাপোর্তা এস্ত্রুখ''' ({{lang-ca|Joan Laporta}}, {{IPA-ca|ʒuˈan ləˈpɔɾtə}}; জন্ম: ২৯ জুন ১৯৬২) হলেন একজন স্পেনীয় রাজনীতিবিদ এবং [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনার]] বর্তমান সভাপতি। লাপোর্তা [[বার্সেলোনা বিশ্ববিদ্যালয়]] হতে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। লাপোর্তা অ্যান্ড আরবোস নামক তার একটি নিজস্ব ফার্ম রয়েছে, যার ক্লায়েন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ফার্ম আছে। লাপোর্তা কোন্সতাঞ্জা এচেভারিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন, যার সাথে তার তিন পুত্র, পল, গুইয়েম এবং জুয়ান রয়েছে। তিনি ২০১০ সাল হতে ২০১২ সাল পর্যন্ত [[কাতালোনিয়া সংসদ|কাতালোনিয়া সংসদের]] সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
প্রথমবার ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি থাকাকালীন সময়ে তার দল ২০০৯ সালে ৬টি শিরোপা জয়ের মাধ্যমে বিজয়ী দল হিসেবে শিরোপা জয়ের একটি নতুন রেকর্ড গড়েছিল।