কোচ রাজবংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anupamdutta73 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
ব্রাহ্মন > ব্রাহ্মণ (By FindAndReplace)
৫৪ নং লাইন:
বিশ্ব সিংহ গোত্রের প্রধানের সহযোগিতা চান<ref name="Nath1989">{{Harvcol|Nath|1989|pp=23–24}}</ref> এবং শক্তিশালী বারভূঞাদের পরাস্ত করার জন্য ১৫০৯ সনে অভিযান চলান।<ref>{{Harvcol|Nath|1989|pp=28–29}}</ref> তিনি ঔগুরি, বনগাঁও, ফুলগুরী, বিজনী ও পাণ্ডুতে বারভূঞাদের পরাস্ত করেন। ১৫১৫ সনে<ref>{{Harvcol|Nath|1989|pp=28}}</ref> তিনি পূর্বে বরনদী ও পশ্চিমে করতোয়া নদীকে<ref name="Nath1989" /> সীমানা নির্ধারন করে নিজেকে কমতা রাজ্যের রাজা রুপে প্রকাশ করেন। তিনি রাজধানী চিকনা থেকে কমতাপুরে (বর্তমানে কান্তাপুর) স্থানান্তর করেন।<ref>{{Harvcol|Nath|1989|pp=35}}</ref>
 
বিশ্ব সিংহ ক্ষমতায় আসার পর ব্রাহ্মনব্রাহ্মণ পণ্ডিতদের কোচ রাজবংশের দৈবীক শক্তির অধিকারী বলে প্রচার করে তাদের ক্ষত্রিয়ের মর্যদা দেন। এইভাবে তারা হিন্দুধর্মাবলম্বী হয়ে পরে।<ref>{{harv|Gogoi|2002|p=18}}</ref>
 
বিশ্ব সিংহের পর নরনারায়ণ হলে ও শুক্লধ্বজ (চিলারায়) সেনাপতি হলে কোচ রাজ্য উন্নতির শিখরে পৌছায়। নরনারায়ণ চিলারায়ের পুত্ৰ রঘুদেবকে রাজ্যের পূর্ব‌ অংশ কোচ হাজোর শাসক করেন। নরনারায়ণের মৃত্যুর পর রঘুদেব নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করে।তারপর কামতা রাজ্য স্থায়ীভাবে কোচ বিহার ও কোচ হাজোতে ভাগ হয়।