এ. কন্যাকুমারী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Aishik Rehman (আলোচনা | অবদান)
হীরক রাজা কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত। অনাকাঙ্ক্ষিত ভুল সংশোধনী এড়াতে সতর্কসংকেত ব্যবহার করা হয়েছে।
৪ নং লাইন:
 
== পরিচয় ==
[[চিত্র:A_still_of_Avasarala_Kanyakumari_who_will_be_presented_with_the_Sangeet_Natak_Akademi_Award_for_Carnatic_Music_-_Instrumental_(Violin)_by_the_President_Dr._A.P.J_Abdul_Kalam_in_New_Delhi_on_October_26,_2004.jpg|থাম্ব|২৬ অক্টোবর, ২০০৪ সালে নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ড. এ. পি. জে আবদুল কালাম থেকে উপহার হিসেবে প্রাপ্ত কর্ণাটিক সংগীত-যন্ত্র (ভায়োলিন) এর সাথে সংগীত নাটক আকাদেমি পুরষ্কারপুরস্কার প্রাপ্ত অবসরালা কন্যাকুমারীর একটি স্থিরচিত্র]]
কন্যাকুমারী [[অন্ধ্রপ্রদেশ|অন্ধ্র প্রদেশের]] বিজয়নগরমের বাসিন্দা এবং পাঁচ দশকেরও বেশি সময় ধরে [[চেন্নাই|চেন্নাইতে]] বসবাস করছেন। তিনি একটি সংগীতশিল্পীদের পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা শ্রী অবসরালা রামরথনম এবং শ্রীমতি. জয়লক্ষ্মী তাকে সংগীত অনুসরণ করতে ব্যপকভাবে উৎসাহিত করেছিলেন। তিনি ৩ জন অসাধারণ কিংবদন্তি গুরু, আইভাতুরি ভিজেশ্বর রাও, এম. চন্দ্রশেখরন এবং এম.এল. বসন্তকুমারীর শিষ্য হবার সৌভাগ্য অর্জন করেছিলেন।
 
১৪ নং লাইন:
তিনি সংগীতে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং সর্বশক্তিমান, গুরু, পিতা-মাতা, শিক্ষার্থী, সভা, সমালোচক এবং রসিকদের অব্যাহত সহায়তার জন্য তিনি সর্বদা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্প্রতি তিনি থিরুমালার ৭ টি পাহাড়ের নামের সাথে মিল রেখে ৭ টি রাগ রচনা করেছেন।
 
== পুরষ্কারপুরস্কার এবং সম্মাননা ==
এ. কন্যাকুমারী ২০১৬ সালে [[মাদ্রাজ সংগীত একাডেমি |মাদ্রাজ সংগীত একাডেমির]] সংগীতা কলানীধি পুরষ্কারপুরস্কার লাভ করেন। তিনিই এই পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বেহালা বাদক।<ref>http://www.business-standard.com/article/pti-stories/sangita-kalanidhi-award-for-ace-violinist-kanyakumari-116072400441_1.html</ref> অন্যান্য পুরষ্কারেরপুরস্কারের মধ্যে রয়েছেঃ
 
* ''[[পদ্মশ্রী]]'' (চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরষ্কারপুরস্কার) ভারত সরকার কর্তৃক প্রদত্ত, ২০১৫
* চেন্নাইয়ের মাদ্রাজ মিউজিক একাডেমি থেকে সম্মানজনক সংগীত কলানিধি পুরষ্কারপুরস্কার (২০১৬ সালে)
* তামিলনাড়ু সরকার থেকে ''কলাইমণি''
* অন্ধ্র প্রদেশ সরকার থেকে''উগাদি পুরস্কার''
* এ.আই.আর কর্তৃক ''শীর্ষ স্থান''
* মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের''সম্মানসূচক নাগরিকত্ব''
* চেন্নাইয়ের সংগীত একাডেমী থেকে''টিটিকে পুরষ্কারপুরস্কার''
* শৃঙ্গেরি সারদা পীতম, আহোবিলা মুত্ত এবং অবধূতা পীতমের''আস্থানা বিদুষী''
* ''"'' তিরুপতির শ্রী ত্যাগরাজা ফেস্টিভাল কমিটি থেকে ''সপ্তগিরি সংগীত বিদ্যামণি''
* কনসার্টে কন্যাকুমারীর ২৫ বছরের স্মরণে[[এম এস শুভলক্ষ্মী|এম.এস শুভলক্ষ্মী]] তাকে''ধনুর্বীনা প্রবীণা'' উপাধি দিয়েছিলেন।
* ''সংগীতা কলা নিপুণা'', মাইলাপুর ফাইন আর্টস ক্লাব, ২০০২<ref name="mm2002">[http://www.carnatica.net/mmmela2k2/awardees03.htm Awardees at Madras music mela 2002]</ref>
* [[সংগীত নাটক অকাদেমি পুরস্কার|সংগীত নাটক আকাদেমি পুরষ্কারপুরস্কার]], ২০০৩
* কৃষ্ণ গণ সভা থেকে সংগীতা চুড়ামণি পুরষ্কারপুরস্কার, ২০১২
 
তিনি একজন বহুমুখী মহিলা বেহালা বাদক হিসাবে সঙ্গীতে বিভিন্ন কৃতিত্বের জন্য লিমকা বুক অফ রেকর্ডস ২০০৪ এর জন্য নির্বাচিত হয়েছিলেন।