বৈষ্ণব পদাবলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
রেমা১২৩ (আলোচনা | অবদান)
→‎কবিগণ: সম্প্রসারণ
৬ নং লাইন:
 
==কবিগণ==
বৈষ্ণব পদাবলীর পদকর্তাদের বা কবিদেরকে দুটি  যুগে ভাগ করা হয়ে থাকে।প্রথমটি হল - চৈতন্য সমকালীন পদাবলিকার,[https://www.bengalipath.com/2021/03/Chaitanya-samokalin-padakarta.html] দ্বিতীয় হল- চৈতন্যোত্তর বৈষ্ণব পদাবলিকার।প্রথম পর্যায়ে যে সমস্ত কবিদের লক্ষ্য করা যায় তাঁরা হলেন - মুরারী গুপ্ত, নরহরি সরকার,শিবানন্দ সেন,গোবিন্দ ঘোষ,মাধব ঘোষ, বাসুদেব ঘোষ,রামানন্দ বসু,বংশীবদন চট্ট,যশোরাজ খান প্রমুখ।দ্বিতীয় পর্যায়ে পাই - বলরাম দাস,গোবিন্দ দাস,জ্ঞান দাস।এছাড়া বিদ্যাপতি ও চন্ডীদাস ছিলেন প্রাক্ চৈতন্য যুগের কবি।বৈষ্ণব পদাবলিতে চন্ডীদাস ছিলেন পূর্বরাগ, আক্ষেপানুরাগ, নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন।[https://www.bengalipath.com/2021/02/Chandidash-pubarag-akhepanurag.html]
 
বৈষ্ণব পদাবলির শিল্পীরা ছিলেন [[নরহরি সরকার]] , [[বাসু ঘোষ]], [[লোচন দাস]],[[জ্ঞানদাস]], [[গোবিন্দদাস]], [[বিদ্যাপতি]] প্রমুখ। 'লীলাকীর্তন' সংগঠনের প্রধান, [[নরত্তোম দাস ঠাকুর|নরোত্তম ঠাকুর]] ও ছিলেন শিল্পী। শ্রীচৈতন্য পরে একে ধর্মীয় আন্দোলনে রূপান্তরিত করেন। বৈষ্ণব পদাবলি ব্রজবলি ও [[বাংলা ভাষা]]য় রচিত।