প্রাকৃতিক পরিবেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
অনুবাদ, সম্প্রসারণ
১ নং লাইন:
{{কাজ চলছে}}
'''পরিবেশ''' (Environment) : কোনো ব্যবস্থার ওপর কার্যকর বাহ্যিক প্রভাবকসমূহের সমষ্টিকে পরিবেশ বলে। যেমন: চারপাশের ভৌত অবস্থা, জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান ইত্যাদির সামষ্টিক রূপই হলো পরিবেশ। পরিবেশের প্রতিটি উপাদানের দ্বারাই একজন ব্যক্তি বা প্রাণী এমনকি উদ্ভিদ প্রভাবিত হয়ে থাকে। এই প্রভাবকসমূহের মধ্যে থাকে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বা কৃত্রিম পারিপার্শ্বিক উপাদানসমূহ।<ref name="BPEnv">''পরিবেশ'', মিজান আর খান, বাংলাপিডিয়া 2.0.0, সিডি সংস্করণ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা থেকে প্রকাশিত। প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৯; সংগ্রহের তারিখ: ৩১ ডিসেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>
[[File:Hopetoun falls.jpg|thumb|right|[[জমি ব্যবস্থাপনা]] থেকে [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] [[হেপটাউন ফলস]] ঝর্নার প্রাকৃতিক বৈশিষ্ট্যকে সংরক্ষণ করা হয়েছে; যার ফলে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ বেশি]]
[[File:Sahara satellite hires.jpg|thumb|right|[[সাহারা|সাহারা মরুভূমির]] উপগ্রহ চিত্র। এটা বিশ্বের সবচেয়ে বড়ো উষ্ণ মরুভূমি এবং [[মেরু মরুভূমি]]র পর তৃতীয় বৃহত্তম।]]
'''প্রাকৃতিক পরিবেশ''' হল [[জীবন|জীবিত]] এবং প্রাণহীন [[প্রকৃতি|প্রাকৃতিকভাবে]] পরিবেষ্টিত ঘটমান সমস্ত জিনিস, এক্ষেত্রে এর অর্থ [[কৃত্রিমতা|কৃত্রিম]] নয়। [[পৃথিবী|পৃথিবীতে]] অথবা পৃথিবীর কিছু অংশে এই শব্দের ব্যবহার সুপ্রযুক্ত। সমস্ত [[প্রজাতি]], [[জলবায়ু]], আবহাওয়া এবং প্রাকৃতিক সম্পদ এই পরিবেশের অন্তর্ভুক্ত যেটা মানুষের বাঁচা ও অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে।<ref>{{cite journal|last1=Johnson|first1=D. L.|first2=S. H.|last2=Ambrose|first3=T. J.|last3=Bassett|first4=M. L.|last4=Bowen|first5=D. E.|last5=Crummey|first6=J. S.|last6=Isaacson|first7=D. N.|last7=Johnson|first8=P.|last8=Lamb|first9=M.|last9=Saul|first10=A. E.|last10=Winter-Nelson|year=1997|title=Meanings of Environmental Terms|journal=Journal of Environmental Quality|volume=26|issue=3|pages=581–589|doi=10.2134/jeq1997.00472425002600030002x}}</ref>
 
''প্রাকৃতিক পরিবেশের'' ধারণাকে নিম্নলিখিত উপাদানে ভাগ করা যায়:
== পরিবেশের উপাদানসমূহ ==
* মানুষের বিশাল হস্তক্ষেপ ছাড়া যে সম্পূর্ণ [[পরিবেশগত এককসমূহ]] যেমন গাছপালা, [[অণুজীব]]সমূহ, [[মাটি]], [[শিলা (ভূবিদ্যা)|শিলাসমূহ]], [[পৃথিবীর বায়ুমণ্ডল|বায়ুমণ্ডল]] এবং [[প্রাকৃতিক ঘটমান বিষয়|প্রাকৃতিক ঘটনা]] যেগুলো তাদের সীমানা এবং তাদের প্রকৃতির মধ্যে ঘটে।
পরিবেশের উপাদানসমূহের মধ্যে রয়েছে- যেমন: গাছ-পালা , নদী-নালা , খাল-বিল , রাস্তা-ঘাট , ঘর-বাড়ি , জল , সূর্য , মাটি ,বায়ু , নৌকা ,পশু-পাখি , বিদ্যালয় , দালান-কোঠা ইত্যাদি তথা আমাদের চারপাশের সকল কিছুই পরিবেশের অংশ ।
* বৈশ্বিক [[প্রাকৃতিক সম্পদ]]সমূহ এবং [[পদার্থবৈজ্ঞানিক ঘটনা]] যেগুলো পরিষ্কারভাবে পরিসীমাকে কমায়, যেমন, বায়ু, জল, এবং জলবায়ু, এছাড়া [[শক্তি]], [[বিকিরণ]], [[বৈদ্যুতিক আধান]] ও [[চৌম্বকত্ব]], সভ্য মানুষের কার্যকলাপ থেকে উৎপত্তি হয়না।
 
 
== পরিবেশের শ্রেনীবিভাগ ==
== পরিবেশের উপাদানসমূহশ্রেণীবিভাগ ==
প্রাকৃতিক পরিবেশ :প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যা প্রকৃতি নিজে নিজে তৈরি করে। এগুলো হচ্ছেঃগাছ,পাহড়-পর্বত,ঝর্ণা,নদী ইত্যাদি। এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। এগলো প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়।