প্যালিনড্রোম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Prince Khandekar (আলোচনা | অবদান)
বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্যালিনড্রোম পত্রিকার চর্চাকে অব্যাহত রাখতে পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম বাংলা প্যালিনড্রোম পত্রিকা 'নবভুবন' প্রকাশ হলো মুর্শিদাবাদের সালারে। এখানে সেই পত্রিকার বিষয়ে কিছু তথ্য যুক্ত করা হলো।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩০ নং লাইন:
বাংলা সাহিত্যে প্রথম প্যালিনড্রোম বই লেখেন ফরিদ উদ্দিন। তার লেখা 'কথা থাক' বইটি ২০১৯ সালে প্রকাশিত হয়। এছাড়াও তিনি প্যালিন্ড্রোম গল্প নিয়ে 'নব যৌবন' এবং প্যালিন্ড্রোম কবিতা নিয়ে 'নব প্লাবন' নামে দুটি প্যালিন্ড্রোম বইয়ের সম্পাদনা করেন। তিনি বাংলা সাহিত্যে প্যালিনড্রোমের অগ্রগতির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
ফরিদ উদ্দিন একজন নিরাপত্তা প্রহরী। তার জন্ম ১৯৮১ সালের ৪ঠা মার্চ।
কিশােরগঞ্জ সদরের নীলগঞ্জ পাঁচধা গ্রামে।
 
ভারতে তথা পশ্চিমবঙ্গের প্রথম প্যালিনড্রোম পত্রিকা 'নবভুবন' ২০২১ সালে প্রকাশিত হয় মুর্শিদাবাদের 'সালার' শহরে। পত্রিকাটি সম্পাদনা করেছেন সালারের বাসিন্দা সম্পাদক প্রিন্স খন্দেকার। 'নবভুবন' পত্রিকার প্রকাশকাল ১২.০২.২০২১ তারিখ, বিকেল ০৪:৪০ মিনিট, এখানে তারিখ ও সময় প্যালিনড্রোম সংখ্যা। পশ্চিমবঙ্গে প্যালিনড্রোম চর্চার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'নবভুবন' পত্রিকার প্রকাশ। এছাড়াও পশ্চিমবঙ্গে প্যালিনড্রোম প্রচারের জন্য প্রিন্স খন্দেকার একই দিনে পত্রিকা প্রকাশের পাশাপাশি, 'পশ্চিমবঙ্গ প্যালিনড্রোম পরিষদ(প-প্যা-প)' নামে একটা সংগঠন তৈরি করেন, যে সংগঠনের কাজ প্যালিনড্রোমের প্রচার ও প্রসার ঘটানো।
 
'নবভুবন' পত্রিকার পৃষ্ঠা সংখ্যা- ৪৪, বিনিময় মূল্য- ৩৩, পত্রিকায় পশ্চিমবঙ্গের প্যালিনড্রোমিস্টদের ১২১টি বাক্য এবং বাংলাদেশের প্যালিনড্রোমিস্টদের লেখা ১২১টি বাক্য, অর্থাৎ মোট ২৪২ টি প্যালিনড্রোম বাক্য আছে। লক্ষ করলে দেখা যাবে, এখানে ব্যবহৃত সংখ্যাগুলো প্যালিনড্রোম। 'নবভুবন' পত্রিকার নামকরণ করেন বাংলাদেশের প্যালিনড্রোমিস্ট ফরিদ উদ্দিন।
 
 
 
==গণিতে প্যালিনড্রোম ==