ভিয়েতনাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
৮৩ নং লাইন:
|footnote1 = According to the official name and 1992 Constitution.
}}
'''ভিয়েতনাম''' ([[ভিয়েতনামীয় ভাষা{{lang-vi|ভিয়েতনামীয় ভাষায়]]: Việt Nam}} ''ভ়িয়েত্‌ নাম্‌'') সরকারী নাম '''ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র''', [[ইন্দোচীন উপদ্বীপ|ইন্দো চীন উপদ্বীপের]] পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে [[গণচীন]], পশ্চিমে [[লাওস]] ও [[কম্বোডিয়া]], দক্ষিণ ও পূর্বে [[দক্ষিণ চীন সাগর]] অবস্থিত। [[হানয়হ্যানয়]] ভিয়েতনামের রাজধানী। [[হো চি মিন সিটি]] হল বৃহত্তম শহর।
 
ভিয়েতনাম ভৌগোলিক ভাবে সরু ও দীর্ঘ। এর ভূমিরূপ বিচিত্র। উত্তর প্রান্তে ও মধ্যভাগের ভিয়েতনাম পাহাড়-পর্বতময়। উত্তরের উচ্চভূমিগুলি ধীরে ধীরে ঢালু হয়ে পূর্বদিকের প্রশস্ত, নদীবহুল উপকূলীয় সমভূমির সঙ্গে মিশে গেছে। সমভূমিগুলিতে নিবিড় কৃষিকাজ হয় এবং বহু শতাব্দী ধরে ভিয়েতনামীয়রা এগুলিতে অনেক বাঁধ তৈরি করে ও খাল কেটে সেচকাজ ও বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলেছে। মধ্য ভিয়েতনাম দেশের সবচেয়ে সরু অংশ; এখানে পর্বতগুলি সাগরপারের অনেক কাছে অবস্থিত, এমনকি কোন কোন জায়গায় এগুলি সাগরের একেবারে গা ঘেঁষে রয়েছে। দক্ষিণ ভিয়েতনাম মূলত মেকং নদীর অববাহিকা দ্বারা গঠিত প্রশস্ত এবং এই সমভূমি উর্বর। এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং মূলত [[ধান]] উৎপাদন করা হয় ।