নোম চম্‌স্কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jahir6781 (আলোচনা | অবদান)
বানান সংশোধন, বাক্য সংশোধন, বাক্য সংক্ষিপ্তকরণ।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২০ নং লাইন:
|influenced = [[Colin McGinn]], [[Edward Said]], [[Christopher Hitchens]], [[Steven Pinker]], [[John Searle]], [[Daniel Dennett]], [[Stephen Jay Gould]], [[Niels Kaj Jerne]], [[Crispin Wright]], [[Peter Ludlow]], [[Tanya Reinhart]], [[Morris Halle]], [[Gilbert Harman]], [[Jerry Fodor]], [[Daniel Everett]], [[Howard Lasnik]], [[Robert Fisk]], [[Neil Smith (linguist)|Neil Smith]], [[Ray Jackendoff]], [[Norbert Hornstein]], [[Jean Bricmont]], [[Marc Hauser]], [[Norman Finkelstein]], [[Robert Lees (linguist)|Robert Lees]], [[Hugo Chávez]], [[Mark Baker (linguist)|Mark Baker]], [[Julian C. Boyd|Julian Boyd]], [[Ray C. Dougherty]], [[Derek Bickerton]], [[Amy Goodman]], [[Michael Albert]], [[Donald Knuth]], [[John Backus]], [[Aaron Swartz]], [[Ann Nocenti]]<ref name=SequentialTart>Keller, Katherine (November 2, 2007). [http://www.sequentialtart.com/article.php?id=737 "Writer, Creator, Journalist, and Uppity Woman: Ann Nocenti"] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20150904005358/http://www.sequentialtart.com/article.php?id=737 |তারিখ=৪ সেপ্টেম্বর ২০১৫ }}. ''Sequential Tart''.</ref>
}}
'''নোম চম্‌স্কি''' (পূর্ণনাম '''আভ্রাম নোম চম্‌স্কি'''; {{lang-en|Avram Noam Chomsky}}); জন্ম [[৭ই ডিসেম্বর]], ১৯২৮) একজন মার্কিন তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সমালোচক। তিনি বর্তমানে [[ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি]] নামক মার্কিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্তআজীবন অধ্যাপক (Emeritus professor) এবং একই সাথে [[ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা]] নামক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিকবিশিষ্ট অধ্যাপক (Laureate professor) হিসেবে কাজ করছেন।
 
চম্‌স্কি [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[পেনসিলভেনিয়া]] অঙ্গরাজ্যের [[ফিলাডেলফিয়া]] শহরে এক মধ্যবিত্ত আশকেনাজি [[ইহুদী]] অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি [[ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া]] বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন।করেছেন। সেখান থেকে তিনি পরবর্তীতে ১৯৫৫ সালে ভাষাবিজ্ঞানে ডক্টরেট সনদ লাভ করেন। তার উপদেষ্টাতিনি ছিলেনসেখানে মার্কিন ভাষাবিজ্ঞানী [[জেলিগ হ্যারিস]]।হ্যারিসের অধীনে কাজ করেন। স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার সময় চম্‌স্কি ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত [[হার্ভার্ড ইউনিভার্সিটি]] নামক মার্কিন বিশ্ববিদ্যালয়ে কনিষ্ঠ গবেষণাকর্মীসহকারী গবেষক(Junior research fellow) হিসেবে কাজ করেন। ১৯৫৫ সালে তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি নামক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরাসি ও জার্মান ভাষার প্রশিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি সেখানকার ভাষাবিজ্ঞানের ইন্সটিটিউটইন্সটিটিউটের অধ্যাপক পদ লাভ করেন।
 
বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ভাষাবিজ্ঞান শাস্ত্রে চম্‌স্কির কাজ গভীর প্রভাব বিস্তার করে আসছে। তিনি ১৯৫৭ সালে তার ''[[সিন্ট্যাকটিক স্ট্রাকচার্স]]'' গ্রন্থে "[[রূপান্তরমূলক উৎপাদনশীল ব্যাকরণ]]" নামক তত্ত্বটির অবতারণা করেন, যা অনেকের মতে আধুনিক ভাষাবিজ্ঞানে এক "বিপ্লবের" সূচনা করে। চম্‌স্কি ভাষাবিজ্ঞানকে মানবমন-সংক্রান্ত বিষয় গবেষণার কেন্দ্রে স্থাপন করেন। চম্‌স্কির আবির্ভাবের আগেপূর্বে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভাষাবিজ্ঞানীরা বিভিন্ন ভাষার বহিঃস্থ কাঠামোর সাদৃশ্যমিল-বৈসাদৃশ্যঅমিল নিয়ে বেশি গবেষণা করতেন। তিনি ভাষা ও মানবমনের গবেষণাতে এই অভিজ্ঞতাবাদীঅভিজ্ঞতাধর্মী ধারার সমালোচনা করেন এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির সমর্থনে যুক্তি দেন। তার মতে প্রতিটি মানব শিশু জন্মের সময়েই যেকোনওযেকোন ভাষা অর্জন করার ক্ষমতারআয়ত্বকরণের মূল উৎপাদনশীলসৃজনশীল নিয়মগুলিবৈশিষ্টগুলি নিয়ে জন্মগ্রহণ করে। এই বিশ্বজনীনসা্র্বজনীন নিয়মগুলিবৈশিষ্টগুলি মানুষের অবচেতন মনে অবস্থান করে এবং ভাষাবিজ্ঞানীদেরকরে।ভাষাবিজ্ঞানীদের কাজ হল, স্বজ্ঞাসংজ্ঞা ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এই নিয়মগুলিরবৈশিষ্টগুলির প্রকৃতিআসল রূপ উদ্ঘাটন করা। কেবল ভাষাবিজ্ঞান নয়, চম্‌স্কি বোধন বিজ্ঞান এবং মন ও ভাষার দর্শন শাস্ত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এই তাত্ত্বিক অবদানগুলি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে "বোধনবৈজ্ঞানিক বিপ্লবের" সূচনা করে এবং এর ক্রমবিকাশে শক্তিশালী ভূমিকা রাখে।
ক্রমবিকাশে শক্তিশালী ভূমিকা রাখে।
 
চম্‌স্কি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হিসেবে মার্কিন আভ্যন্তরীণঅভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক নীতি ও বুদ্ধিজীবী সংস্কৃতির উপর তথাকথিত মার্কিন "অর্থনৈতিক অভিজাতদের" ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করেন,; যার সুবাদে তিনি বিশ্বব্যাপী অসংখ্য ভক্ত ও অনুরাগী অর্জন করেন। তিনি কিশোর বয়সেই স্থানীয় সংবাদপত্রে রাজনীতির উপর লিখতেন। কিন্তু রাজনীতি নিয়ে বেশি করে লেখালেখি শুরু করেন ১৯৬০-এর দশক থেকে। সেসময় দক্ষিণ-পূর্ব এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ছিল তার আলোচনারসমালোচনার বিষয়। এরপর মার্কিন পররাষ্ট্র নীতিরপররাষ্ট্রনীতির ব্যাপারে সাধারণ মার্কিন জনগণের ঐকমত্যঐকমত "উৎপাদন"তৈরির করার ব্যাপারেক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষায়তনিকশিক্ষা সম্প্রদায়গুলিরপ্রতিষ্ঠানগুলির ভূমিকার তীক্ষ্ণ সমালোচনা করে অনেকগুলি গ্রন্থবই রচনা করেন।লিখেন। চম্‌স্কি মার্কিন পররাষ্ট্রনীতির ধ্বংসাত্মক ফলাফলগুলি নিয়ে আলোচনানিয়মিত করেনখোলাখুলি এবংসমালোচনা বলেনকরেন। যেতিনি বলেন, "মার্কিন বুদ্ধিজীবীদের দায়িত্ব হল, মার্কিন সরকারের অনৈতিক নীতিগুলির যৌক্তিক সমালোচনা করা এবং এই নীতিগুলিকে পরাস্ত করার লক্ষ্যে ব্যবহারিকব্যবহারযোগ্য রাজনৈতিক কৌশল অনুসন্ধান করা। রাজনৈতিকভাবে চম্‌স্কি ব্যক্তিস্বাতন্ত্র্যভিত্তিক সমাজতন্ত্র ও নৈরাজ্যমূলক শ্রমিকসংঘবাদের অনুসারী।
 
== জীবনী ==