ইবনে আশ-শাতির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে + 8টি বিষয়শ্রেণী
InternetArchiveBot (আলোচনা | অবদান)
Adding 1 book for যাচাইযোগ্যতা (20210226)) #IABot (v2.0.8) (GreenC bot
১৭ নং লাইন:
জ্যোতির্বিজ্ঞানের উপর লেখা ইবন আশ শাতিরের লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে ''‘আল কিতাব নিহায়াত আল সুল ফি তাসহিহ আল উসুল’'' (প্রচলিত নিয়মের সংশোধনের জন্য শেষ অভিজান)। এই বইয়ে তিনি [[টলেমি|টলেমির]] মডেলের চাঁদ, সূর্যের ও গ্রহের গতিপথের একটি বিরাট অংশ সংশোধন করেন। এখানে তিনি অতিরিক্ত এপিসাইকেল (Epicycle) সরিয়ে সেখানে [[তুসি যুগল|তুসি যুগলের]] ব্যবহার করেন। তার এই মডেলটি ১৬ শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানী [[নিকোলাউস কোপার্নিকাস|নিকোলাস কোপার্নিকাসের]] মডেলের সাথে অনেকাংশেই মিলে যায়। তার এই কাজটি তার একটি বই ''‘জুয আল জাদীদ’'' (নতুন গ্রন্থ) –এ প্রকাশ করা হয়। <ref name=":1" />
 
পূর্ববর্তী জ্যোতির্বিজ্ঞানীদের সাথে ইবন আশ শাতিরের কিছুটা পার্থক্য ছিল। যেমন, পূর্ববর্তী জ্যোতির্বিজ্ঞানীরা তাদের হিসাব মিলাতে চেষ্টা করছিলেন [[দর্শন|দর্শনের]] ভিত্তিতে এবং [[এরিস্টটল|অ্যারিস্টটলিয় জ্যোতির্বিজ্ঞানের]] ভিত্তিতে। অন্যদিকে ইবন আশ শাতির হিসাব মিলাচ্ছিলেন বাস্তব জগৎ থেকে প্রাপ্ত তথ্য হতে। উদাহরণস্বরূপ, ইবন আশ শাতিরের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ফলেই তিনি টলেমির মডেল হতে একটি এপিসাইকেল সরিয়ে দেন। এর ফলে পূর্বে দেওয়া যে কোনো মডেলের তুলনায় ইবন আশ শাতিরের মডেল উন্নত প্রকৃতির ছিল। <ref name=":2">{{বই উদ্ধৃতি|শিরোনাম=A History of Arabic Astronomy: Planetary Theories During the Golden Age of Islam|শেষাংশ=Saliba|প্রথমাংশ=George|বছর=1994|প্রকাশক=New York University Press|পাতাসমূহ=233-234|আইএসবিএন=978-0-8147-8023-7}}</ref> এবং এটিই প্রথম মডেল ছিল যা পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা করা সম্ভব ছিল। <ref>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Contributions of Islamic scholars to the scientific enterprise|বছর=1984|ইউআরএল=https://archive.org/details/islamalfa00alfa|শেষাংশ=Faruqi|প্রথমাংশ=Y. M.|সাময়িকী=International Education Journal|সংগ্রহের-তারিখ=February 11, 2021}}</ref> তার এই কাজ জ্যোতির্বিজ্ঞানের শাখায় একটি বিপ্লব ঘটিয়েছিল যাকে ‘[[রেনেসাঁ]] যুগ পূর্ববর্তী বৈজ্ঞানিক বিপ্লব’ বলা যেতে পারে। <ref name=":2" />
 
== কোপার্নিকাসের উপর সম্ভাব্য প্রভাব ==