রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
বানান (By FindAndReplace)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩২ নং লাইন:
 
==ইতিহাস==
রাডা ১৯০৪ সালের ২৪শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=RADA Celebrates 100 Years Of Drama |ইউআরএল=https://www.londontheatre.co.uk/theatre-news/news/rada-celebrates-100-years-of-drama |ওয়েবসাইট=লন্ডন থিয়েটার গাইড |সংগ্রহের-তারিখ=১১ নভেম্বর ২০২০ |ভাষা=en}}</ref> অভিনেতা ও ব্যবস্থাপক স্যার [[হার্বার্ট বিরবোম ট্রি]] ওয়েস্ট এন্ডের হেমার্কেটে হিজ ম্যাজেস্টিস থিয়েটারে এটি প্রতিষ্ঠা করেন। ১৯০৫ সালে রাডা ৫২ গাউয়ার স্ট্রিটে স্থানান্তর করা হয় এবং বিদ্যালয়টি তত্ত্বাবধানের জন্য একটি ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করা হয়। এর সদস্যদের মধ্যে ছিলেন নাট্যকার [[জর্জ বার্নার্ড শ']], যিনি পরবর্তীকালে তার ''[[পিগম্যালিয়ন (নাটক)|পিগম্যালিয়ন]]'' নাটকের স্বত্ব রাডাকে প্রদান করেছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=RADA |ইউআরএল=https://hidden-london.com/nuggets/rada |ওয়েবসাইট=হিডেন লন্ডন |সংগ্রহের-তারিখ=১১ নভেম্বর ২০২০ |ভাষা=en-GB}}</ref> তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন। ১৯২০ সালে রাডা রাজকীয় চার্টারভুক্ত হয় এবং ১৯২১ সালে গাউয়ার স্ট্রিটের ভবনের পিছনে ম্যালেট স্ট্রিটে একটি নতুন মঞ্চ নির্মিত হয়। [[অষ্টম এডওয়ার্ড|এডওয়ার্ড, প্রিন্স অব ওয়েলস]] এটি উদ্বোধন করনে। ১৯২৩ সালে [[জন গিলগুড]] এক বছর রাডায় পড়াশোনা করেন, যিনি পরবর্তীকালে এই একাডেমির সভাপতি হন এবং তাকে প্রথম সম্মানসূচক ফেলো করা হয়। ১৯২৪ সালে রাডা প্রথমবারের মত সরকার থেকে £৫০০ পৃষ্টপোষকতা লাভ করে। ১৯২৭ সালে গাউয়ার স্ট্রিটের ভবনটি ভেঙ্গে ফেলা হয় এবং [[জর্জ বার্নার্ড শ']]র অর্থায়নে এখানে নতুন একটি ভবন নির্মিত হয়। ১৯৫০ সালে শ'র মৃত্যুর পর এই একাডেমির জন্য তার রয়্যালটির এক তৃতীয়াংশ রেখে যান। একাডেমি বিভিন্ন সময়ে সরকারি অনুদান পেতে থাকে, তন্মধ্যে রয়েছে আর্টস কাউন্সিল ন্যাশনাল লটারি বোর্ড থেকে £২২.৭ মিলিয়ন অনুদান, যা এর প্রাঙ্গনপ্রাঙ্গণ পুনঃসংস্কার এবং জারউড ভ্যানব্রা থিয়েটার পুনর্নির্মাণে ব্যবহৃত হয়।
 
২০১১ সালে রাডার সহযোগিতায় এবং ক্যাথাল রায়ান ট্রাস্টের সঙ্গে যৌথভাবে [[ট্রিনিটি কলেজ ডাবলিন]]ে [[দ্য লির একাডেমি]] প্রতিষ্ঠিত হয়। রাডার সঙ্গীত ও নাটকের প্রশিক্ষণের ধরন ও ব্যবহারিক মঞ্চের প্রশিক্ষণ অনুযায়ী, দ্য লির একাডেমি এই লন্ডন ভিত্তিক বিদ্যালয়টির আদলে তাদের পাঠ্যসূচি তৈরি করেছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=https://www.rada.ac.uk/about-us/who-we-work-with/ |শিরোনাম=Who we work with |শেষাংশ=ফেব্রিক |ওয়েবসাইট=রাডা |ভাষা=en-gb |সংগ্রহের-তারিখ=১১ নভেম্বর ২০২০}}</ref> এছাড়া রাডা ২০১৭ সালে প্রতিষ্ঠিত [[ফেডারেশন অব ড্রামা স্কুলস]]ের প্রতিষ্ঠাতা সদস্য।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Partner Schools - Federation of Drama Schools |ইউআরএল=https://www.federationofdramaschools.co.uk/about-us/partner-schools |ওয়েবসাইট=ফেডারেশন অব ড্রামা স্কুলস |সংগ্রহের-তারিখ=১১ নভেম্বর ২০২০}}</ref>