দ্বারকানাথ মিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪ নং লাইন:
==জন্ম ও সংক্ষিপ্ত জীবনী==
 
দ্বারকানাথের জন্ম অবিভক্ত বাংলার অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার আগুন্সি গ্রামে। তাঁর পিতা ছিলেন হুগলি আদালতের মোক্তার হরচন্দ্র মিত্র। <ref name="সংসদ"> সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৩০৮, ৩০৯ {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref> স্কুলের পড়াশোনা [[হুগলি কলেজিয়েট স্কুলে।স্কুল|হুগলি কলেজিয়েট স্কুলে]]। তিনি গণিত ও ইংরাজী সাহিত্যে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। <ref name="Buckland">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://archive.org/details/bengalunderlieut02buckiala|শিরোনাম=Bengal under the Lieutenant-Governors (Vol II)|শেষাংশ=Buckland|প্রথমাংশ=C. E.|তারিখ=1901|প্রকাশক=S. K. Lahiri & Co.|পাতাসমূহ=1037–1039|সংগ্রহের-তারিখ=16 May 2016}}</ref> হুগলি স্কুল ও কলেজের কৃতী ছাত্র ছিলেন। ১৮৫৪ খ্রিস্টাব্দে তৎকালীন সর্বোচ্চ পারিতোষিক 'লাইব্রেরি মেডেল' প্রাপ্ত হন। পরীক্ষায় তাঁর উত্তরপত্র ১৮৫৫ খ্রিস্টাব্দে এডুকেশন রিপোর্টে ছাপা হয়েছিল। ওই সময় কলকাতার অন্যতম ম্যাজিসেট্রট কিশোরীচাঁদ মিত্রের অধীনে তিনি দ্বিভাষীর পদ গ্রহণ করেন। পরে তিনি কলকাতার[[ প্রেসিডেন্সি কলেজ | প্রেসিডেন্সি কলেজে ]] আইন পড়া শেষ করে ১৮৫৬ খ্রিস্টাব্দে সদর দেওয়ানী আদালতে যোগ দেন। মাত্র চৌত্রিশ বৎসর বয়সে প্রথম দেশীয় বিচারপতি [[শম্ভুনাথ পণ্ডিত | শম্ভুনাথ পণ্ডিতের]] মৃত্যুর পর ১৮৬৭ খ্রিস্টাব্দে [[কলকাতা উচ্চ আদালত| কলকাতা হাইকোর্টের]] বিচারপতি নিযুক্ত হন।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Judiciary and Public Life in India in the Nineteenth Century|শেষাংশ=Majumdar|প্রথমাংশ=Bimanbehari|শেষাংশ২=Mazumdar|প্রথমাংশ২=B. B.|তারিখ=1964|পাতা=180|jstor=41854028}}</ref> [[ভারতের গভর্নর-জেনারেল|ভারতের ভাইসরয়]] [[টমাস বেয়ারিং, প্রথম আর্ল অব নর্থব্রুক|লর্ড নর্থব্রুক]] দ্বারকা নাথ মিত্রকে তাঁর দেখা সবচেয়ে কৃতি ব্যক্তি হিসাবে বর্ণনা করেছিলেন এবং, তাঁর সম্পর্কে মন্তব্য করেছিলেন এই বলে যে, যে যদি তাকে গ্ল্যাডস্টোন এবং লো-এর সাথে এক ত্রয়ী-তে রাখা হয় ... তবে তার মধ্যে তিনি কোনভাবে কম প্রতিভাবান হবেন না। <ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=7MXExXXb9usC&q=%22Dwarka+Nath+Mitra%22+-wikipedia&pg=PA245|শিরোনাম=English Law in India|শেষাংশ=Banerjee|প্রথমাংশ=Anil Chandra|তারিখ=2003|প্রকাশক=Abhinav Publications|পাতা=245|আইএসবিএন=978-8170171836|সংগ্রহের-তারিখ=16 May 2016}}</ref>
 
==অবদান==