মাইটোসিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hamid Abrar Khan (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
Hamid Abrar Khan (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৩৫ নং লাইন:
 
{{wide image|Mitosis Stages.svg|1100px|মাইটোটিক পর্যায়সমূহের চিত্র}}
 
===ইন্টারফেজ===
<!-- that graph and the following paragraph must have full labels not just single letters -->
{{main|ইন্টারফেজ}}
মাইটোটিক পর্যায় তুলনামূলকভাবে কোষচক্রের একটি স্বল্প সময় ধরে সংঘটিত হয়। কোষচক্রের বেশিরভাগ সময় ধরে থাকে ইন্টারফেজ দশা, যেখানে কোষ বিভাজিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। ইন্টারফেজ আবার তিনটি দশায় বিভক্ত: [[G1 দশা|G<sub>1</sub> (প্রথম বিরতি)]], [[S দশা|S (সংশ্লেষণ)]], এবং [[G2 দশা|G<sub>2</sub> (দ্বিতীয় বিরতি]]। ইন্টারফেজের তিনটি দশার প্রত্যেকটি চলার সময় কোষ প্রোটিন এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণু তৈরির মাধ্যমে বেড়ে উঠে। তবে কেবল S দশায় ক্রোমোজোম অনুলিপিত হয়। এভাবেই, একটি কোষ বেড়ে উঠে (G<sub>1</sub>), ক্রোমোজোম অনুলিপন করার সাথে সাথে বাড়তে থাকে (S), আরো বৃদ্ধি পায় ও মাইটোসিসের জন্য প্রস্তুত হয় (G<sub>2</sub>), এবং অবশেষে কোষচক্রের পুনরাবৃত্তির আগে বিভাজিত হয়(M)। <ref name=Blow2005/> কোষচক্রের এ সকল দশা সাইক্লিন, সাইক্লিন-নির্ভর কাইনেজ এবং অন্যান্য কোষচক্র প্রোটিন দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়। এ দশাগুলো যথাযথভাবে একটির পর আরেকটি সম্পন্ন হয়। বেশ কিছু কোষচক্র চেকপয়েন্ট কোষকে এক দশা থেকে আরেক দশায় যাওয়ার জন্য সংকেত প্রদান করে।<ref>{{cite web |last1=Biology Online |title= Mitosis |url=https://www.biologyonline.com/dictionary/mitosis |website=Biology Online}}</ref> কোষ অস্থায়ী বা স্থায়ীভাবে কোষচক্র ত্যাগ করে [[G0 দশা|G<sub>0</sub> phase]]য় প্রবেশ করে বিভাজন বন্ধ করে দিতে পারে। এ ঘটনা তখনই ঘটে যখন কোষের আধিক্য সৃষ্টি হয় অথবা কোষটি জীবদেহের কোনো কার্য সম্পাদনের জন্য বিশেষায়িত হয়ে যায়, যেমন-মানবদেহের হৃদপেশির কোষ এবং নিউরন। কিছু G<sub>0</sub> কোষ পুনরায় কোষচক্রে প্রবেশ করতে পারে।
 
ডিএনএ দ্বিসূত্রক কাঠামো ভাঙ্গা অবস্থায় থাকলে তা ইন্টারফেজ দশায় দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মেরামত হয়ে যায়।<ref>{{cite journal | pmid = 28781144 | doi=10.1016/j.mrfmmm.2017.07.011 | volume=803-805 | title=Regulation of repair pathway choice at two-ended DNA double-strand breaks | year=2017 | journal=Mutat Res | pages=51–55 | vauthors = Shibata A }}</ref> প্রথম প্রক্রিয়াটি হল- [[নন-হোমোলোগাস এন্ড জয়েনিং]] (এনএইচইজে) ডিএনএ এর দুটি ভাঙ্গা প্রান্ত ইন্টারফেজের [[G1 phase|G1]], [[S phase|S]] এবং [[G2 phase|G2]] দশায় জোড়া লাগিয়ে দিতে পারে। দ্বিতীয় প্রক্রিয়াটি হল-হোমোলোগাস রিকম্বিন্যাশনাল রিপেয়ার (এইচআরআর), যা ডিএনএ দ্বিসূত্রক কাঠামো মেরামতের কাজ আরো ভালোভাবে সম্পন্ন করতে পারে। এইচআরআর ইন্টারফেজের S ও G2 দশায় সক্রিয় হয়, যখন হয় ডিএনএ অনুলিপন আংশিক সম্পন্ন থাকে, অথবা পুরোপুরি সম্পন্ন হয়। কেননা এইচআরআর এর কার্যকারিতার জন্য দুটি সংলগ্ন ক্রোমাটিড (হোমোলোগ) দরকার হয়।
 
ইন্টারফেজ কোষকে মাইটোটিক বিভাজনের জন্য প্রস্তুত করে। এই দশাই নির্ধারণ করে মাইটোটিক বিভাজন হবে না কি হবে না। ডিএনএ ক্ষতিগ্রস্থ থাকলে অথবা কোষ গুরুত্বপূর্ণ কোনো দশা অপূর্ণ রাখলে ইন্টারফেজ দশা কোষের বিভাজন বন্ধ করে দেয়। ইন্টারফেজ দশাই মাইটোসিস বিভাজনের সাফল্য নির্ধারণ করে। এর কল্যাণেই ক্ষতিগ্রস্থ কোষের পরিমাণকমে যায় ও ক্যান্সার সৃষ্টিকারী কোষের উৎপাদন বন্ধ হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দশার ইন্টারফেজ প্রোটিন কোনো ভুল করলে ক্যান্সার সৃষ্টিকারী কোষ উৎপন্ন হতে পারে।<ref>{{Cite journal|date=1990-10-01|title=Injection of anticentromere antibodies in interphase disrupts events required for chromosome movement at mitosis|journal=The Journal of Cell Biology|volume=111|issue=4|pages=1519–1533|issn=0021-9525|pmc=2116233|pmid=2211824|last1=Bernat|first1=R. L.|last2=Borisy|first2=G. G.|last3=Rothfield|first3=N. F.|last4=Earnshaw|first4=W. C.|doi=10.1083/jcb.111.4.1519}}</ref> উপরের দশাগুলোর কার্যপদ্ধতি আরো ভালো করে বোঝার জন্য এখনো অনেক গবেষণা চলছে।