কাসুতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sumasa কাসুটি কে কাসুতি শিরোনামে স্থানান্তর করেছেন: আসল নাম ভিতরে আছে।
অনুবাদ, সম্প্রসারণ
৩ নং লাইন:
'''কাসুতি''' ({{Lang-kn|ಕಸೂತಿ}} ) হল [[ভারত|ভারতের]] [[কর্ণাটক]] রাজ্যে ব্যবহৃত ঐতিহ্যপূর্ণ এক লৌকিক সূচিকর্মের ধরন। খুবই জটিল কাসুতির এই কাজ, কেননা, কখোনো কখোনো হাত দিয়ে ৫,০০০ পর্যন্ত সেলাই দেওয়া হয় এবং ঐতিহ্যপূর্ণভাবে ইলকাল শাড়ি, [[ব্লাউজ (শাড়ি)|ব্লাউজ]] এবং [[আচকান]] অথবা কুর্তা ইত্যাদি পোশাকের ওপর এই ক কাজ করা হয়। [[কর্ণাটক]] হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কর্পোরেশন (কেএইচডিসি) কাসুতি সূচিকর্মের জন্য একটা [[ভৌগোলিক নির্দেশক|ভৌগোলিক ইঙ্গিত]] (জিআই) সুরক্ষিত করে যেটা কাসুতিকে কেএইচডিসিতে [[মেধা সম্পদ|বৌদ্ধিক সম্পত্তির]] অধিকার দিয়ে থাকে।<ref name="hist"> History of Kasuti is mentioned by {{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.hindu.com/2006/10/27/stories/2006102714680200.htm|শিরোনাম=Unique symbols of Karnataka|শেষাংশ=Govind D. Belgaumkar and Anil Kumar Sastry|তারিখ=2006-10-27|কর্ম=Online Edition of The Hindu, dated 2006-10-27|সংগ্রহের-তারিখ=2007-04-22|প্রকাশক=2006, The Hindu|অবস্থান=Chennai, India}}</ref>
 
== ইতিহাস ==
 
কাসুতির ইতিহাস পুরোনো সেই [[চালুকয়চালুক্য]] আমল থেকে।<ref name="hist" /> 'কাসুতি' নামটা এসেছে 'কাই' (অর্থ - হাত) এবং 'সুতি' (অর্থ - তুলো) এই শব্দবন্ধ থেকে, তুলো ও হাতের ব্যবহার দিয়ে যে কর্মকুশলতার ইঙ্গিত করা হয়।<ref name="name"> কাসুতির উৎস {{cite web
|author=Shyam Subbalakshmi B M
|url=http://www.deccanherald.com/deccanherald/nov23/sh1.asp
১৭ নং লাইন:
}}</ref> সম্পর্কে বলা যায় যে, সতের শতকে [[মহীশূর রাজ্য|মহীশূর রাজ্যে]] নারী সভাসদগণ নাকি ৬৪ রকম শিল্পে পারদর্শী ছিলেন, কাসুতি ছিল সেগুলোর মধ্যে অন্যতম।<ref name="name" /> কাসুতি সূচিশিল্পের মধ্যে [[কর্ণাটক]] রাজ্যের রঙ্গোলি লোকসূচিশিল্পের বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায়; আয়নাযুক্ত সূচিশিল্পের কাজ ও সোনা এবং রূপোর সুতোযুক্ত সূচিশিল্পের কাজ প্রধানত বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। কর্ণাটকে [[শাড়ি]] সূচিশিল্পে কাসুতি সহ কাজ বিবাহের সাজসজ্জার অংশ হিসেবে ভাবা হয়, যাতে কালো সিল্কের একটা শাড়িতে কাসুতি সূচিশিল্প করলে তাকে বলা হয় প্রধান গুরুত্বের 'চন্দ্রকলি শাড়ি'।
 
== কাসুতি শিল্পকর্ম ==
[[File:Kasuti embroidery.jpg|thumb|কাসুতি সূচিশিল্পের মূল ভাব]]
কাসুতির কাজে কিছু জটিল সূচিশিল্প সংশ্লিষ্ট আছে; যেমন, [[গোপুরা]], [[রথ]], [[পালকি]], প্রদীপ এবং [[শঙ্খ]]। স্থানীয়ভাবে প্রাপ্ত জিনিসপত্র কাসুতির জন্যে ব্যবহৃত হয়। সূচিশিল্পে যে নকশায় কাজ করা হবে প্রথমে সেটা কাঠকয়লা অথবা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেওয়া হয় এবং তারপর সূচ ও সুতো বাছাই করা হয়। এই কাজটা খুবই শ্রমসাধ্য এবং কাপড়ের ওপর প্রত্যেকটা সুতোকে গুনতি করতে হয়। নকশাগুলো কোনো গিঁট ছাড়াই সেলাই করা হয় যাতে নিশ্চিত করা যায় যে, কাপড়টা উভয় দিক থেকে একই রকম দেখতে হবে।<ref name="kasut"> কাসুতি কাজের একটা বিশদ বিবরণ হল: {{cite web|author=K. L. Kamat|url=http://www.kamat.com/kalranga/art/kasuti.htm|title=Kasooti – Traditional Embroidery |work=Online Webpage of Kamat's Potpourri|publisher=© 1996-2007 Kamat's Potpourri|access-date=2007-04-22}}</ref> বিভিন্ন রকমের সেলাই দেওয়া হয় ইচ্ছামতো নকশা পাওয়ার জন্যে। এর মধ্যে কয়েকটা হল 'গবন্তি', 'মুরগি', 'নেগি' এবং 'মেথি'। <ref name="crafts">A brief description of Kasuti is provided by {{cite web|url=http://www.cimindia.net/Indian%20Crafts.pdf|format=PDF|title=Indian crafts|work=Online webpage of cimindia.net|publisher=2004, Conferences & Incentive Management (I) Pvt. Ltd.|access-date=2007-04-22|archive-url=https://web.archive.org/web/20070203094351/http://www.cimindia.net/Indian%20Crafts.pdf|archive-date=3 February 2007|url-status=dead}}</ref> 'গবন্তি' হল ডবল রানিং সেলাই, উল্লম্ব, সমান্তরাল এবং কোণাকুণি দাগের জন্যে এটা ব্যবহার করা হয়; 'মুরগি' হল আঁকাবাঁকা সেলাই, 'নেগি' হল রানিং সেলাই এবং 'মেথি' হল পরস্পর আড়াআড়ি একটা সেলাই দেখতে ঠিক মেথি বীজের মতো।
 
== তথ্যসূত্র ==