তাইওয়ান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
অনুবাদ
১০৬ নং লাইন:
}}
{{contains Chinese text}}
'''তাইওয়ান''' ({{lang-en|Taiwan}}; {{IPAc-en|audio=En-us-Taiwan.ogg|ˈ|t|aɪ|ˈ|w|ɑː|n}} {{respell|TY-WAHN|'}} {{zh|t={{linktext|臺|灣| বা |台|灣}}|p=Táiwān}}) সরকারীভাবে '''চীন প্রজাতন্ত্র''' ('''ROC'''; {{zh|t={{linktext|中|華|民|國}}|p=Zhōnghuá Mínguó}}), [[পূর্ব এশিয়া|পূর্ব এশিয়ার]] একটি [[দেশ]]।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=i8hHDwAAQBAJ&hl=en|শিরোনাম=Government and Politics in Taiwan|শেষাংশ=Fell|প্রথমাংশ=Dafydd|তারিখ=2018-01-22|প্রকাশক=Routledge|ভাষা=en|আইএসবিএন=978-1-317-28506-9}}</ref><ref>{{সাময়িকী উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/bloomberg-businessweek-investment-guide/oclc/495353746|শিরোনাম=Bloomberg businessweek.|তারিখ=2009|সাময়িকী=Bloomberg businessweek.|ভাষা=English|oclc=495353746}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.bloomberg.com/news/features/2020-01-07/china-s-next-crisis-brews-in-taiwan-s-upcoming-election|শিরোনাম=China’s Next Crisis Brews in Taiwan’s Upcoming Election|তারিখ=2020-01-07|কর্ম=Bloomberg.com|সংগ্রহের-তারিখ=2021-02-23|ভাষা=en}}</ref> যা [[তাইওয়ান প্রণালী]]র পূর্বে অবস্থিত। এর উত্তর-পশ্চিমে [[গণচীন|চীনা মূল ভূখন্ডএর]], উত্তর-পূর্বে [[জাপান]] এবং দক্ষিণে [[ফিলিপাইন]] অবস্থিত । এর আয়তন ৩৫,৮০৮ বর্গ কি.মি.। যার পশ্চিমের দুই-তৃতীয়াংশ পাহাড় এলাকা এবং পশ্চিমের এক-তৃতীয়াংশ সমতল। এই পশ্চিমে নগরায়নের কারণে বেশিরভাগ জনগোষ্ঠী কেন্দ্রীভূত। [[তাইপে]] তাইয়ানের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। অন্যান্য বড় শহরের মাঝে আছে [[নিউ তাইপে]], কাওহজং, তাইজং, তাইনান ও তাওয়ান। ২.৩৫৭ কোটি নাগরিক বহুল এই দেশটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা।

তাইওয়ান হচ্ছে ইউরোপ এশিয়া [[প্লেট ভূগঠনপ্রণালী]] দ্বারা গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বীপপুঞ্জসমূহ প্রজাতন্ত্রী চীনের অধীনে হয়। সাধারণত [[প্রজাতন্ত্রী চীন]]-শাসিত এলাকা বোঝাতেও "তাইওয়ান" ব্যবহৃত হয়। প্রজাতন্ত্রী চীন [[প্রশান্ত মহাসাগর|প্রশান্ত মহাসাগরের]] তাইওয়ান দ্বীপ, অর্কিড আইল্যান্ড, গ্রীন আইল্যান্ড শাসন করে থাকে। এছাড়া পিশকাদোরিশ ([[পর্তুগিজ ভাষা|পর্তুগিজ]]: Pescadores ''প্যিশ্‌কাদ়োর‌্যিশ্‌'' অর্থাৎ "মৎস্যজীবীগণ"), কিনমেন, ফুচিয়েন তীরবর্তী মাৎসু আইল্যান্ড প্রভৃতি দ্বীপও শাসন করে। তাইওয়ান ও ফেংহু দ্বীপপুঞ্জগুলো (তাইপে ও কাওসিউং পৌরসভা বাদে) [[প্রজাতন্ত্রী চীন|প্রজাতন্ত্রী চীনের]] তাইওয়ান প্রদেশ হিসেবে প্রশাসিত হয়।
 
তাইওয়ান দ্বীপের মূল ভূখণ্ড ফুরমোজা ([[পর্তুগিজ ভাষা|পর্তুগিজে]] [[Ilha Formosa|''ইলিয়া ফ়ুর্‌মোজ়া'']] অর্থাৎ''সুন্দরী দ্বীপ'') নামেও পরিচিত যা [[পূর্ব এশিয়া|পূর্ব এশিয়ার]] চীনা মূল-ভূখন্ড তীরবর্তী অঞ্চল এবং [[জাপান|জাপানের]] মূল-ভূখন্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জাপানের [[রিউকিউ দ্বীপপুঞ্জ|রিউকিউ দ্বীপপুঞ্জের]] ঠিক পশ্চিমেই তাইওয়ান দ্বীপের অবস্থান। এর পূর্বে [[প্রশান্ত মহাসাগর]], দক্ষিণে [[দক্ষিণ চীন সাগর]] ও লুজন খাড়ি, পশ্চিমে তাইওয়ান খাড়ি এবং পূর্বে [[পূর্ব চীন সাগর]] অবস্থিত। দ্বীপটি ৩৯৪ কিলোমিটার (২৪৫ মাইল) দীর্ঘ এবং ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) প্রশস্ত। এখানে কাড়া পর্বত ও ট্রপিকাল বন রয়েছে।