বাঘা মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎শীর্ষ: সংশোধন
Fadewwiki (আলোচনা | অবদান)
→‎বিবরণ: তথ্যসূত্র যোগ/সংশোধন
৫১ নং লাইন:
 
বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে। মসজিদের ভেতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ যার ভেতরে রয়েছে আমগাছ, শাপলা ফুল, লতাপাতাসহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ।
এছাড়া মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নাসিরউদ্দীন নসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই একটি দিঘী খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এ দিঘিটি ৫২ বিঘা জমির ওপর রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতিবছর শীতের সময় এ দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে।<ref name="songram" /> বর্তমানে দিঘিটির চারটি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এ মসজিদ সংলগ্ন জহর খাকী পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর। এ ছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়। ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গপথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ির ভেতরে নেমে গেছে। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। এ মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে ৩ দিন পর্যন্ত 'বাঘার মেলা'র আয়োজন করা হয়। এ মেলাটি ৫০০ বছরের ঐতিহ্য। <ref name="kalerkontho">{{সংবাদওয়েব উদ্ধৃতি | ইউআরএল=httphttps://www.kalerkanthojugantor.com/print_editioncountry-news/?view=details&archiev=yes&arch_date=18185157/বাঘায়-09ঐতিহাসিক-2010&feature=yes&type=gold&data=News&pub_no=274&cat_id=3&menu_id=22&news_type_id=1&index=5#.U6A15dJHLh0 ঈদ-মেলায়-লাখো-মানুষের-ঢল| শিরোনাম=পাঁচবাঘায় ঐতিহাসিক বছরেঈদ বাঘারমেলায় মেলালাখো মানুষের ঢল| তারিখওয়েবসাইট=১৮ সেপ্টেম্বর ২০১০ Jugantor| এজেন্সিভাষা=দৈনিক কালের কন্ঠ en| সংগ্রহের-তারিখ=2021-02-23}}</ref><ref>{{ওয়েব ১৭ জুন ২০১৪ উদ্ধৃতি| লেখকইউআরএল=নুরুজ্জামানhttps://www.banglanews24.com/national/news/bd/310841.details|শিরোনাম=বাঘার ঈদমেলায় উদয়৫০০ শংকর বিশ্বাসবছরের ঐতিহ্য| অবস্থানওয়েবসাইট=ঢাকাbanglanews24.com|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2021-02-23}}</ref>
 
==চিত্রশালা==