তাঞ্জাবুর শিল্পকলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Thanjavur Art Plate" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
 
অনুবাদ, সম্প্রসারণ
৩ নং লাইন:
 
== ইতিহাস ==
তাঞ্জাভুর শিল্পকলা [[তাঞ্জাভুর মারাঠা রাজ্য|মারাঠা শাসন]] আমলে [[সারফোজি|রাজা সারফোজি-২]](১৭৭৭-১৮৩২) তাঞ্জাভুরে প্রচলন করেছিলেন। রাজার পরামর্শে কেবলমাত্র একটা উপহার হিসেবে তাঞ্জাভুরের শিল্পীরা এই শিল্পকলা তৈরি করেছিলেন।<ref name=Tanjore/><ref name=Plate/>
 
এই হস্তনির্মিত বস্তু কারুকার্যখচিত করেছিলেন [[বিশ্বকর্মা]] সম্প্রদায়, যাতে তাঞ্জাভুরের স্বর্ণশিল্পীদের কয়েকটা পরিবার ছিল। এটা ছিল বংশপরম্পরায় শিল্প, এবং এটাই ছিল তাঁদের বাঁচার রাস্তা। যেহেতু হস্তশিল্পীদের গৃহে তৈরি হোত, সেজন্যে একে কুটিরশিল্প হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই শিল্প সৃষ্টি এখানকার লোকশিল্পের অহংকার।{{Sfn|Rathakrishnan|2010|p=250}}
 
২০১১ সময়কালে তাঞ্জাভুরের সরকারি যাদুঘরে বিশ শতকে তৈরি একটা ফলক প্রদর্শিত হয়। নির্ধারিত ধাতু দিয়ে তৈরি ফলকটায় [[কারুশিল্প]] নির্মিত [[নটরাজ]] মূর্তি, [[পতঞ্জলি]] ঋষি এবং পদ্মের ওপর দণ্ডায়মান ভঙ্গিতে দেবী [[শিবকামিনী|শিবকামি]] মূর্তি, যা ফলকের মাঝখানে কঠিন আবরণে আবৃত করা আছে।<ref name=Plate>{{Cite news|url=http://www.newindianexpress.com/cities/chennai/Thanjavur-art-plate-on-display-at-museum/2013/06/04/article1618407.ece|title=Thanjavur art plate on display at museum|date=4 June 2013|newspaper=Express News Service}}</ref>
 
[[বিষয়শ্রেণী:তামিল সংস্কৃতি]]