সুধীর চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Istikalshah (আলোচনা | অবদান)
কিছু সংযোজন করা হল
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Istikalshah (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪০ নং লাইন:
* এশিয়াটিক সোসাইটির '''বিমানবিহারী পুরস্কার'''
 
==* রচিত'''মৌলিক গ্রন্থ ==''' :
১. সাহেবধনী সম্প্রদায় তাদের গান, পুস্তক বিপণি, জানুয়ারি ১৯৮৫, উৎসর্গ: দীর্ঘদিনের সাহিত্যসঙ্গী ও অভিভাবক অজিত দাশ-কে।
{|
২. গানের লীলার সেই কিনারে, অরুণা প্রকাশনী, এপ্রিল ১৯৮৫, দ্বিতীয় প্রকাশ: প্রতিভাস, জানুয়ারি ২০১৩, উৎসর্গ: নিবেদিতা-কে/‘মরুপথতাপ দুজনে নিয়েছি সহে’।
|
৩. কৃষ্ণনগরের মৃৎশিল্প ও মৃৎশিল্পী সমাজ, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার পক্ষে কে পি বাগচী এন্ড কোম্পানী, ১৯৮৫, উৎসর্গ: প্রয়াত জেহাদন নবি মোল্লা-র স্মৃতিতে।
* '''গভীর নির্জন পথে'''
৪. বলাহাড়ি সম্প্রদায় আর তাদের গান, পুস্তক বিপণি, ডিসেম্বর ১৯৮৬, উৎসর্গ: শ্রীমান মনোরঞ্জন রায়, শ্রীমান রণজিৎ প্রামানিক/স্নেহভাজনেষু।
* '''সাহেবধনী সম্প্রদায় ও তাদের গান'''
৫. গভীর নির্জন পথে, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, জুলাই, ১৯৮৯, দ্বিতীয় মুদ্রণ: জুলাই ২০০২, তৃতীয় মুদ্রণ: এপ্রিল ২০০৮, পঞ্চম মুদ্রণ: জুন ২০১১, উৎসর্গ: বাবা ও মার পুণ্যস্মৃতির উদ্দেশে।
* '''বলাহারি সম্প্রদায় ও তাদের গানে'''
৬. দ্বিজেন্দ্রলাল রায় স্মরণ বিস্মরণ, পুস্তক বিপণি, জানুয়ারি ১৯৮৯, দ্বিতীয় মুদ্রণ: এম. সি. সরকার এন্ড সনস্‌, মার্চ ২০০৮, উৎসর্গ: অধ্যাপক ভবতোষ দত্ত/শ্রদ্ধাস্পদেষু।
* '''পশ্চিমবঙ্গের মেলামহোৎসব'''
৭. বাংলা গানের সন্ধানে, অরুণা প্রকাশনী, ১৯৯০, দ্বিতীয় প্রকাশ: প্রতিভাস, জানুয়ারি ২০১৩, উৎসর্গ: অধ্যাপক ড. গোবিন্দগোপাল মুখোপাধ্যায়/শ্রদ্ধাস্পদেষু।
* '''পঞ্চগ্রামের কড়চা'''
৮. সদর-মফস্বল, প্রজ্ঞা প্রকাশন, নভেম্বর ১৯৯০, দ্বিতীয় প্রকাশ: প্যাপিরাস, জানুয়ারি ২০০১, উৎসর্গ: শ্রীধীরেন দেবনাথ/স্নেহভাজনেষু।
* '''আখ্যানের খোঁজ'''
৯. অগ্রদ্বীপের গোপীনাথ, আজকের সাহিত্য, ২৮ মার্চ ১৯৯২, দ্বিতীয় প্রকাশ ও মুদ্রণ: পরম্পরা, জানুয়ারি ২০১২, উৎসর্গ: শ্রীমান রমাপ্রসাদ দত্তকে/স্নেহোপহার।
* '''নির্বাচিত আখ্যান'''
১০. নির্জন এককের গান রবীন্দ্র সংগীত, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৯২, তৃতীয় মুদ্রণ: ২০১১, উৎসর্গ: শ্রীযুক্ত সাগরময় ঘোষ/শ্রদ্ধাভাজনেষু।
* '''লালন'''
১১. বাংলা গানের চার দিগন্ত, অনুষ্টুপ, ১৯৯২, দ্বিতীয় মুদ্রণ: আগস্ট ১৯৯৮, তৃতীয় মুদ্রণ: ফেব্রুয়ারি ২০০৭, প্রতিভাস সংস্করণ: জানুয়ারি ২০১৩, বইমেলা, উৎসর্গ: প্রথম যৌবনের বন্ধু তারাপ্রসন্ন ঘটক এবং পরিণত বয়সের বন্ধু তরুণ কান্তি সেন-কে/ভালোবেসে।
* '''ব্রাত্য লোকায়ত লালন'''
১২. ব্রাত্য লোকায়ত লালন, পুস্তক বিপণি, ১৯৯২, দ্বিতীয় মুদ্রণ: আগস্ট ১৯৯৮, তৃতীয় মুদ্রণ: ফেব্রুয়ারি ২০০৭, উৎসর্গ: ‘যখন নিঃশব্দ শব্দেরে খাবে/তখন ভাবের খেলা ভেঙে যাবে’।
* '''বর্ণে বর্ণে পুষ্পে পরনে'''
১৩. চালচিত্রের চিত্রলেখা, দে’জ পাবলিশিং, জানুয়ারি ১৯৯৩। উৎসর্গ: ‘বারোমাস’ সম্পাদক অশোক সেন, ‘এক্ষণ’ সম্পাদক নির্মাল্য আচার্য-কে।
* '''মানিনি রূপমতি কুবির গোসাই'''
১৪. বাংলা ফিল্মের গান ও সত্যজিৎ রায়, প্রতিক্ষণ পাবলিকেশন প্রাইভেট লিমিটেড, জানুয়ারি ১৯৯৪, নতুন সংস্করণ: গাঙচিল, জানুয়ারি ২০০৮, উৎসর্গ: সৌমিত্র চট্টোপাধ্যায়/বন্ধুবরেষু।
* '''নির্বাস'''
১৫. লালন এবং তাঁর সমকালীন লোকধর্ম, সূচনা কালচারাল সেন্টার, ১৯৯৪।
* '''গানে গানে গাওয়া'''
১৬. নির্বাস, থীমা, ১৯৯৫, নতুন সংস্করণ: গাঙচিল, মে ২০১৭, উৎসর্গ: শঙ্খ ঘোষ/অগ্রজপ্রতিমেষু।
* '''গানের লীলার সেই কিনারে'''
১৭. পঞ্চগ্রামের কড়চা, প্রতিক্ষণ প্রাইভেট লিমিটেড, ১৯৯৫, নতুন সংস্করণ: ঋতাক্ষর, জানুয়ারি ২০১৭।
* '''গান হতে গানে'''
১৮. পশ্চিমবঙ্গের মেলা ও মহোৎসব, পুস্তক বিপণি, ১৯৯৬, উৎসর্গ: আবুল বাশার ও সাহানাকে/দাদা।
* '''বাংলা গানের আলোকপর্ব'''
১৯. দেবব্রত বিশ্বাসের গান, রক্তকরবী, ১৯৯৭।
* '''দেখা না দেখায় মেশা'''
২০. লালন, প্যাপিরাস, আগস্ট ১৯৯৮, উৎসর্গ: শ্যামল-ঝর্ণা-চয়নকে/সস্নেহে।
* '''অনেক দিনের অনেক কথা'''
২১. মাটি-পৃথিবীর টানে, প্রতিক্ষণ পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড, জানুয়ারি ১৯৯৯, দ্বিতীয় প্রকাশ ও মুদ্রণ: পত্রলেখা, জানুয়ারি ২০০৯, উৎসর্গ: শ্রেয়া আর সন্দীপকে।
* '''রূপে বর্ণে ছন্দে'''
২২. বাউল ফকির কথা, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, মার্চ ২০০১, দ্বিতীয় মুদ্রণ: সেপ্টেম্বর ২০০২, তৃতীয় মুদ্রণ ও নব প্রকাশ: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, আগস্ট ২০০৯, চতুর্থ মুদ্রণ: জুলাই ২০১২, উৎসর্গ: শ্রীঅমিয়কুমার বাগচী/শ্রীমতী যশোধরা বাগচী/সৌমিত্রেষু।
* '''নির্জন সজনে লোকসমাজ ও লোকচিত্র'''
২৩. বাংলা গানের আলোকপর্ব, ইন্দিরা সংগীত-শিক্ষায়তন, কলকাতা, ২০০১, উৎসর্গ: যতীন্দ্রনাথ ও পারমিতা মুখোপাধ্যায়কে/প্রীতি-উপহার।
* '''বাংলা দেহতত্বের গান'''
২৪. গানে গানে গাওয়া, অবভাস, জানুয়ারি, ২০০৩, উৎসর্গ: গানের রসিক সুভাষ চৌধুরী ও সুদীপ্ত চট্টোপাধ্যায়কে/ বন্ধুতার টানে।
* '''লালন সেই কুবির গোসাই ও তাদের ১০০ গানা'''
২৫. বাংলার গৌণধর্ম সাহেবধনী ও বলাহাড়ি, পুস্তক বিপণি, পরিবর্ধিত, পরিমার্জিত ও সম্মিলিত সংস্করণ: মে ২০১৩, উৎসর্গ: স্নেহভাজন দীপঙ্কর কুমার, অভিজিৎ মুখোপাধ্যায়-কে/প্রত্যুপহার।
* '''Along deep lonely alleys(গভীর নির্জন পথের বাংলা অনুবাদ)'''
২৬. রূপে বর্ণে ছন্দে, সপ্তর্ষি প্রকাশন, জানুয়ারি ২০০৩, দ্বিতীয় প্রকাশ: কারিগর, সেপ্টেম্বর ২০১১, উৎসর্গ: প্রয়াত অনুপকুমার মাহিন্দার-কে।
* '''বাউল ফকির কথা'''
২৭. লেখা পড়া করে যে, দে’জ পাবলিশিং, জানুয়ারি ২০০৩, উৎসর্গ: আমার সহধ্যায়ী অমিতাভ দাশগুপ্ত, উজ্জ্বলকুমার মজুমদার, তারাপদ রায়, নিত্যপ্রিয় ঘোষ, সুনন্দ সান্যাল, সুমন্ত বন্দ্যোপাধ্যায়, শিশিরকুমার দাশ, শীতল চৌধুরীকে/স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা সময়ের স্মরণে।
* '''নির্জন এককের গান রবীন্দ্রসঙ্গীত'''
২৮. গৌণধর্মে বাঙালি ও লালনপন্থা, কলকাতা, যোগী-অধিকারী সমাজ বিজ্ঞানচর্চা কেন্দ্র, ২০০৩। (অধ্যাপক নীহার কুমার সরকার স্মারক বক্তৃতা)
* '''দ্বিজেন্দ্রলাল রায় - স্মরণ বিস্বরন'''
২৯. উৎসবে মেলায় ইতিহাসে, পুস্তক বিপণি, অক্টোবর ২০০৪, উৎসর্গ: ভ্রামণিক বিমান সোম ও বন্দনা সোম-কে।
* '''গীতাঞ্জলীঃ সুর ও বানী'''
৩০. ঘরানা বাহিরানা, পত্রলেখা, জানুয়ারি ২০০৬, উৎসর্গ: শ্রীদেবাশিস মুখোপাধ্যায়/শ্রীমতী মায়া মুখোপাধ্যায়-কে/সস্নেহে।
* '''রবিকররেখা '''
৩১. কবিতার বিচিত্রপথে, সপ্তর্ষি প্রকাশন, জুলাই ২০০৬, নতুন সংস্করণ: প্রতিভাস, জানুয়ারি ২০১৫, উৎসর্গ: কবিতাজীবী শ্রীমান প্রাণেশ সরকার/স্নেহভাজনেষু।
* '''বাংলা ফিল্মের গান ও সত্যজিৎ রায়'''
৩২. গান হতে গানে, পত্রলেখা, জানুয়ারি ২০০৮। উৎসর্গ: শ্রী কুন্তল মিত্র/স্নেহভাজনেষু।
* '''লেখাপড়া করে যে'''
৩৩. লোকায়তের অন্তরমহল, গাঙচিল, জানুয়ারি ২০০৮।
* '''সদর মফঃস্বল'''
৩৪. শামুক ঝিনুক, দীপ প্রকাশন, জানুয়ারি ২০০৯, উৎসর্গ: জামসেদপুরবাসী শ্রীদিলীপ ভট্টাচার্য, শ্রীমতী রত্না ভট্টাচার্য/স্নেহভাজনেষু।
|
৩৫. আখ্যানের খোঁজে, মিত্র ও ঘোষ পাবলিশার্স, এপ্রিল ২০০৯, উৎসর্গ: শ্রীপ্রদ্যুতকুমার গোস্বামী, শ্রীমতি গায়েত্রী গোস্বামী/করকমলে।
|}
৩৬. লোকসমাজ ও লোকচিত্র, শান্তিপুর, কলাকুশলী, আগস্ট ২০০৯, নতুন সংস্করণ: পত্রলেখা, ২০১২। (লোহিতমোহন সেন স্মারক বক্তৃতা, ২০০৯)
৩৭. রবীন্দ্রনাথ অনেকান্ত, পত্রলেখা, জানুয়ারি ২০১০, দ্বিতীয় মুদ্রণ: জানুয়ারি ২০১১, তৃতীয় মুদ্রণ: ডিসেম্বর ২০১২, নতুন সংস্করণ: ঋতবাক জানুয়ারি ২০১২, উৎসর্গ: আমার প্রাক্তনতম দুই ছাত্র শ্রীমান প্রণব দাশগুপ্ত ও শ্রীমান বরেণ সরকার-কে।
৩৮. নির্বাচিত প্রবন্ধ, পুনশ্চ, জানুয়ারি ২০১০, উৎসর্গ: সূত্রাগড়ের পার্থ চক্রবর্তী, চন্দননগরের সঞ্জয় ভট্টাচার্য, কোলাঘাটের মধুসূদন মুখোপাধ্যায়/স্নেহভাজনেষু।
৩৯. নির্জনসজনে, পত্রলেখা, জানুয়ারি ২০১১, উৎসর্গ: আমার সকল কাজের কাজি/ শ্রীমান শমিত আচার্যকে।
৪০. আলালদোস্ত সেবাকমলিনী লালন, কারিগর, জানুয়ারি ২০১১, উৎসর্গ: আনসারউদ্দিন, মোশারফ হোসেন/ স্নেহভাজনেষু।
৪১. মানিনী রূপমতী কুবির গোঁসাই, কারিগর, জানুয়ারি ২০১২, উৎসর্গ: শ্রীমান প্রবুদ্ধ বাগচী/স্নেহভাজনেষু।
৪২. কবিতার খোঁজে, পত্রলেখা, জানুয়ারি ২০১২। উৎসর্গ: কবিসম্মেলন পত্রিকার সম্পাদক/কবি শ্যামলকান্তি দাশ/এবং/ঐ পত্রিকার কবিতাপ্রেমী প্রকাশক/গুণেন শীল-কে।
৪৩. দেখা না দেখায় মেশা, লালমাটি, জানুয়ারি ২০১২, উৎসর্গ: সুরঞ্জন আর প্রণতিকে।
৪৪. সুধীর চক্রবর্তী রচনাবলি, প্রথম খণ্ড, লালমাটি, জানুয়ারি ২০১২, উৎসর্গ: শ্রীশ্যামল ভৌমিক স্নেহাস্পদেষু।
৪৫. নির্বাচিত আখ্যান, পরম্পরা, মে ২০১২, উৎসর্গ: শ্রীরামকৃষ্ণ চট্টোপাধ্যায় প্রীতিভাজনেষু।
৪৬. সুধীর চক্রবর্তী রচনাবলি, দ্বিতীয় খণ্ড, লালমাটি, জানুয়ারি ২০১৩, উৎসর্গ: শ্রীসুমন্ত বন্দ্যোপাধ্যায়/বন্ধুবরেষু।
৪৭. ছড়ানো এই জীবন, লালমাটি, জানুয়ারি ২০১৩, উৎসর্গ: নীলকমল আর মল্লিকা-কে।
৪৮. ভদ্রজনের দৃষ্টিতে লালন ফকির, সম্পাদনা : অমলকুমার মুখোপাধ্যায়, কাউন্সিল ফর পলিটিক্যাল স্ট্যাডিজ, ৩০ এপ্রিল ২০১৩। (সপ্তদশ চন্দনকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা।)
৪৯. সাহিত্যের লোকায়ত পাঠ, পত্রলেখা, আগস্ট ২০১৩, উৎসর্গ: বইপাগল/শ্রীঅরুণ দে-কে।
৫০. অনেক দিনের অনেক কথা, কারিগর, আগস্ট ২০১৩, ধ্রুবপদ, ডিসেম্বর ২০১৭, উৎসর্গ: শ্রীমান অভ্র ঘোষ-কে।
৫১. অবতলের রূপাবলি, অবতলের পদাবলি, ধ্রুবপদ, জুন ২০১৩। (লেখকের রচিত কবিতা, তরুণকান্তি সেন কর্তৃক অনূদিত, কৃষ্ণজিৎ সেনগুপ্ত-র ছবি ও সুব্রত চৌধুরীর স্কেচের যৌথ সংকলন)
৫২. লোকায়তের অন্য বাঁকে, সংবাদ, জানুয়ারি ২০১৪, উৎসর্গ: পারিবারিক বন্ধু ডা. বাসুদেব মণ্ডল-কে।
৫৩. সুধীর চক্রবর্তী রচনাবলি, তৃতীয় খণ্ড, লালমাটি, জানুয়ারি ২০১৪, উৎসর্গ: শ্রীরঙ্গন চক্রবর্তী/প্রীতিভাজনেষু।
৫৪. প্রেমে প্রাণে গানে, প্রতিভাস, জানুয়ারি ২০১৪, উৎসর্গ: স্নেহভাজন শ্রীমান জয় গোস্বামীকে প্রত্যুপহার।
৫৫. রবিকররেখা, সিগনেট প্রেস, জুন ২০১৪, উৎসর্গ: দিল্লিবাসী রবীন্দ্রব্রতী শ্রীসুধীর চন্দ/শ্রদ্ধাভাজনেষু।
৫৬. আকুল প্রাণের উৎসবে, মন্দাক্রান্তা, জুলাই ২০১৪, উৎসর্গ: পারিবারিক বন্ধু শ্রীদেবাশিস মণ্ডল/স্নেহভাজনেষু।
৫৭. নিভৃত মনের ছায়া, অলকানন্দা পাবলিশার্স, জানুয়ারি ২০১৫, উৎসর্গ: কৃষ্ণজিৎ আর ঈশিতা-কে।
৫৮. দ্বিরালাপ, পত্রলেখা, জানুয়ারি ২০১৫, উৎসর্গ: নাটকের মানুষ/কৌশিক আর রাত্রি চট্টোপাধ্যায়-কে।
৫৯. গানের ভিতর দিয়ে, মডার্ন কলাম, জানুয়ারি ২০১৫, উৎসর্গ: কল্যাণীয় বিদ্যুৎ হালদার/স্নেহভাজনেষু।
৬০. আমার রবীন্দ্রনাথ, পরম্পরা, জানুয়ারি ২০১৫, উৎসর্গ: বইপাগল আমার তিন তরুণ-বন্ধু/দেবাশিস গোস্বামী, মলয় সরকার, জানকী মুখোপাধ্যায়-কে।
৬১. সুধীর চক্রবর্তী রচনাবলি, চতুর্থ খণ্ড, লালমাটি, বইমেলা ২০১৫, উৎসর্গ: বাংলা গানের জহুরি শ্রীঅরুণকুমার বসু/সুহৃদবরেষু।
৬২. লালন সাঁই কুবির গোঁসাই আর তাঁদের গান, ইন্ডিক হাউস, জানুয়ারি ২০১৫, উৎসর্গ: ডিউক মৈত্র/শ্রুতি মৈত্র-কে।
৬৩. শিল্পের খোঁজে, উদ্ভাস, রচনাকাল ২০১৪, প্রকাশ: আগস্ট ২০১৬, উৎসর্গ: গড়ে ওঠার পর্বে আমার নাতি আর নাতনি দীপ্ত ও দিঠির জন্যে।
৬৪. বিচিত্র লোকায়ত, পুস্তক বিপণি, নভেম্বর ২০১৬, উৎসর্গ: নবীন পদাতিকদের।
৬৫. শত গানের গানমেলা, প্রতিভাস, জানুয়ারি ২০১৭, উৎসর্গ: শ্রীমান শৌণক লাহিড়ী-কে।
৬৬. সুধীর চক্রবর্তী রচনাবলি, পঞ্চম খণ্ড, লালমাটি, বইমেলা ২০১৭, উৎসর্গ: ল্যাডলি মুখোপাধ্যায়-কে।
৬৭. কৃষ্ণনাগরিকের কত কথা, মিত্র ও ঘোষ, বৈশাখ ১৪২৪, পরিবারের আত্মজন সুশান্ত বসু ও সুলেখা বসু-কে/তাদের দাম্পত্যের সুবর্ণজয়ন্তী স্মারক।
৬৮. শত শত গীতমুখরিত, বেঙ্গল পাবলিকেশনস্‌, মে ২০১৮, উৎসর্গ: শ্রীমান অভিরূপ মুখোপাধ্যায়/কল্যাণীয়েষু।
৬৯. ভুবনজোড়া আসনখানি, লালমাটি, বইমেলা ২০১৮, উৎসর্গ: শ্রীঅলোককুমার ভৌমিক/শ্রীমতি সুজাতা ভৌমিক/সস্নেহে।
৭০. দ্বিধাহীন অনুভূতির চারণ, সম্পাদনা ও সংযোজন: শিবশঙ্কর পাল, ধ্রুবপদ, অক্টোবর ২০১৮, উৎসর্গ: চন্দন আর পিয়ালীকে।
৭১. আলালদোস্ত আর তিন সহজিয়া আখ্যান, পরম্পরা, জানুয়ারি ২০১৯। উৎসর্গ: আমার আখ্যান অনুরাগী/অধ্যাপক মলয় রক্ষিত/স্নেহভাজনেষু।
৭২. সংস্কৃতির লোকায়ন, পুস্তক বিপণি, বইমেলা ২০১৯, উৎসর্গ: অনুজ লেখক স্বপ্নময় চক্রবর্তী/স্নেহভাজনেষু।
৭৩. একশো গানের মর্মকথা, পুনশ্চ, জানুয়ারি ২০১৯, উৎসর্গ: গানপাগল আমার প্রাক্তন ছাত্র বরিষ্ঠ গীতিকার সৈকত কুণ্ডু/স্নেহভাজনেষু।
৭৪. সুধীর চক্রবর্তী রচনাবলি, ষষ্ট খণ্ড, লালমাটি, বইমেলা ২০১৯, উৎসর্গ: দিল্লিবাসী সংস্কৃতিমনা হিমাদ্রি দত্ত-কে।
৭৫. নূতন দেখার দেখা, পারুল, ২০১৯, উৎসর্গ: আমাদের পারিবারিক বন্ধু/শ্রীশিবশঙ্কর পাল, শ্রীমতি নন্দিতা পালকে/স্নেহোপহার।
৭৬. এলেম নতুন দেশে, সিগনেট প্রেস, ডিসেম্বর ২০১৯, উৎসর্গ: স্নেহভাজন ছাত্র শ্রী সম্পদনারায়ণ ধর-কে/রবীন্দ্রচর্চা যার জীবনচর্যা।
৭৭. মেঘে মেঘে তারায় তারায়, মুদ্রা, বড়োদিন ২০১৯, উৎসর্গ: আমাদের পরিবারের আত্মজন অজয় ও পম্পা চক্রবর্তী-কে/স্নেহোপহার।
 
* ''' সম্পাদিত গ্রন্থ '''
১. অমৃত যন্ত্রণা : প্রেমের কবিতার সংকলন, প্রথম প্রকাশ : পূর্বমেঘ প্রকাশ ভবন, ডিসেম্বর ১৯৫৬, নতুন সংস্করণ : ফটিক জল প্রকাশনী, জানুয়ারি ২০০৩।
২. রবীন্দ্রনাথ : মনন ও শিল্প, প্রথম প্রকাশ: অচলায়তন প্রকাশনী, এপ্রিল ১৯৬১, দ্বিতীয় প্রকাশ: ধ্রুবপদ, পরিবেশক: কারিগর, ২০১১, উৎসর্গ: ১৯৬১ সালে রবীন্দ্রশতবর্ষে প্রকাশিত এই বইয়ের লেখকদের মধ্যে যাঁরা প্রয়াত সেই ক্ষুদিরাম দাশ, দেবীপদ ভট্টাচার্য, সুধাকর চট্টোপাধ্যায়, রাজ্যেশ্বর মিত্র, হরেন্দ্রচন্দ্র পাল, দীপঙ্কর চট্টোপাধ্যায় ও নিখিলকুমার নন্দী/এবং/প্রকাশক দুলালচন্দ্র সাধুখাঁ-র স্মৃতিতে।
৩. আধুনিক বাংলা গান, পরিবেশক: প্যাপিরাস, এপ্রিল ১৯৮৮, নতুন সংস্করণ: প্রতিভাস, আগস্ট ২০১৫, উৎসর্গ: স্নেহভাজন/তমাল বন্দ্যোপাধ্যায়-কে।
৪. বাংলা দেহ তত্ত্বের গান, প্রজ্ঞা প্রকাশন, ১৯৯০ জানুয়ারি, দ্বিতীয় পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ : পুস্তক বিপণি, জানুয়ারি ২০০০, উৎসর্গ: সৌম্য দাশগুপ্তকে/সস্নেহে।
৫. দিলীপকুমার রায় : স্মৃতি বিস্মৃতির শতবর্ষ, পরিবেশক: পুস্তক বিপণি, জুলাই ১৯৯৭।
৬ বাংলার বাউল-ফকির, পুস্তক বিপণি, ডিসেম্বর ১৯৯৯, দ্বিতীয় মুদ্রণ: জানুয়ারি ২০০৯।
৭. জনপদাবলি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ২০ মে ২০০১, নতুন সংস্করণ: জানুয়ারি ২০১৮, উৎসর্গ: শ্রীঅশোক রায়/শ্রীমতি নূপুরিকা রায়, স্নেহাস্পদেষু।
৮. যৌনতা ও সংস্কৃতি, পুস্তক বিপণি, ডিসেম্বর ২০০২, উৎসর্গ: শ্রীতপন মুখোপাধ্যায়/ভারতী মুখোপাধ্যায়-কে/সস্নেহে।
৯. বরণমালিকা : দিলীপকুমার রায়ের জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি, কলকাতা, সুরকাব্য ট্রাস্ট, ২০০৩।
১০. বুদ্ধিজীবীর নোটবই, পুস্তক বিপণি, জুন ২০০৫, দ্বিতীয় মুদ্রণ : নভেম্বর ২০১১, উৎসর্গ: দীনেন্দ্র চৌধুরী/ অবিস্মরণীয়েষু।
১১. নির্বাচিত ধ্রুবপদ, প্রথম খণ্ড, গাঙচিল, ফেব্রুয়ারি ২০০৭, উৎসর্গ: এক দশকের যাত্রাপথের অবিচ্ছেদ্য সঙ্গী/শিবনাথ ভদ্র/স্নেহাস্পদেষু।
১২. দ্বিজেন্দ্রগীতি সমগ্র, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, জানুয়ারি ২০০৮।
১৩. নির্বাচিত ধ্রুবপদ, দ্বিতীয় খণ্ড, গাঙচিল, জানুয়ারি ২০০৯, উৎসর্গ: ধ্রুবপদের অন্দরমহলের মানুষ, শিল্পী সোমনাথ ঘোষ/প্রীতিভাজনেষু।
১৪. গবেষণার অন্দর বাহির, পুস্তক বিপণি, ২০১০, উৎসর্গ: পরহিতব্রতী শ্রীমান সুশীল সাহা/প্রীতিভাজনেষু।
১৫. মেয়েদের কথাকল্প, অক্ষর প্রকাশনী, মার্চ ২০১০, উৎসর্গ: শ্রীমতি শ্যামলী চক্রবর্তী/কল্যাণীয়েষু।
১৬. নির্বাচিত ধ্রুবপদ, তৃতীয় খণ্ড, গাঙচিল, মে ২০১০, উৎসর্গ: ধ্রুবপদের আপনজন অধ্যাপক সৌরীন ভট্টাচার্য, অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায়/প্রীতিভাজনেষু।
১৭. নানা রবীন্দ্রনাথের মালা, পত্রলেখা, মে ২০১০, উৎসর্গ: অগ্রজকল্প/শ্রীসত্যজিৎ চৌধুরী/শ্রদ্ধাস্পদেষু।
১৮. নির্বাচিত ধ্রুবপদ, চতুর্থ খণ্ড, গাঙচিল, ডিসেম্বর ২০১১। উৎসর্গ: ধ্রুবপদের অন্দরমহলের ঝক্কিঝামেলা যাঁকে সামলাতে হয়েছে সেই নিবেদিতা চক্রবর্তীকে।
১৯ বাংলা গান অদীন ভুবন, কারিগর, আগস্ট ২০১১, উৎসর্গ: কবিতা আর গানের ভেলায় টালমাটাল/শ্রীরামকৃষ্ণ দে/স্নেহভাজনেষু।
২০. রবীন্দ্রনাথ : বাকপতি বিশ্বমনা, রবীন্দ্রনাথ ঠাকুর মানবপ্রকর্ষ চর্চা কেন্দ্র, কলকাতা, (পরিবেশক : কারিগর) প্রথম খণ্ড, মে ২০১১।
২১. রবীন্দ্রনাথ : বাকপতি বিশ্বমনা, রবীন্দ্রনাথ ঠাকুর মানবপ্রকর্ষ চর্চা কেন্দ্র, কলকাতা, (পরিবেশক : কারিগর) দ্বিতীয় খণ্ড, আগস্ট ২০১১।
২২. নির্বাচিত ধ্রুবপদ, পঞ্চম খণ্ড, গাঙচিল, ফেব্রুয়ারি ২০১৩, উৎসর্গ: নির্বাচিত ধ্রুবপদ সংকলনে একনিষ্ঠ কর্মী/অধ্যাপক সুমন ভট্টাচার্য-কে।
২৩. নির্বাচিত ধ্রুবপদ, ষষ্ঠ খণ্ড, গাঙচিল, জানুয়ারি ২০১৪, উৎসর্গ: দরদী প্রকাশক/শ্রীমতি অণিমা বিশ্বাস-কে।
২৪. দিলীপকুমার রায় : এক উপেক্ষিত বাঙালি, আদম, ২৫ বৈশাখ ১৪২৩, উৎসর্গ: মুম্বাইবাসী স্নেহভাজন/পড়ুয়া দম্পতি/সুদীপ ও সুলগ্না পুরকায়স্থ-কে।
 
 
* ' ' 'সম্পাদিত পত্রিকা : ' ' '
সুধীর চক্রবর্তী-র সম্পাদনায় ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত প্রকাশিত হয়েছিল বার্ষিক পত্রিকা ‘ধ্রুবপদ’-এর বারোটি বিশেষ সংখ্যা। এখানে সংখ্যাগুলির বিষয়-নাম উল্লেখ করা হল:
১. দিলীপকুমার রায় ও অমিয়নাথ সান্যাল জন্মশতবর্ষ, ১৯৯৬।
২. বাংলার বাউল-ফকির, ১৯৯৭।
৩. বাংলা গান, ১৯৯৯।
৪. বুদ্ধিজীবীর নোটবই, ২০০০।
৫. যৌনতা ও সংস্কৃতি, ২০০১।
৬. দৃশ্যরূপ, ২০০২।
৭. অভিজ্ঞতা, ২০০৩।
৮. রবীন্দ্রনাথ, ২০০৪।
৯. নারীবিশ্ব, ২০০৫।
১০. পথের পাঁচালী, ২০০৬।
১১. অন্যরকম বাঙালি, ২০০৭।
১২. গবেষণার অন্তরমহল, ২০০৮।
 
== তথ্যসূত্র ==