শহিদ (ইসলাম): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Redmin (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণীর নাম হালনাগাদ করলাম
Redmin (আলোচনা | অবদান)
→‎নারী শহিদা: "ar" ভাষা কোড ব্যবহার করে একটি "Transl" টেমপ্লেট ত্রুটি ঠিক করলাম
৬৬ নং লাইন:
সময়ের পরিক্রমায় অমুসলিম তথা আরবীয় খৃষ্টানরা শহিদ শব্দটি তাদের নিজেদের মৃত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করছে। এছাড়াও দক্ষিণ এশিয়ার [[হিন্দুধর্ম| হিন্দুধর্মের]](সনাতন ধর্ম) লোকেরা ''শহিদ'' শব্দটিকে [[সংস্কৃত ভাষা|সংস্কৃততে]] পরিবর্তন করে "হুতাত্মা" করেছে। (ইংরেজিতে "hutātmā" हुतात्मा হলো [[দেবনাগরী লিপি]] এবং हुत् (হিন্দি), ইংরেজিতে hut=sacrificing এবং হুত্ এর অর্থ হলো আত্মত্যাগ, आत्मा, ইংরেজিতে ātmā এর অর্থ আত্মা, পূর্ণ অর্থ হলো আত্মত্যাগ করে যে আত্মা বা যাকে শহিদ বলা হয়)। হিন্দু ধর্ম অনুযায়ী এই হুতাত্মাকে শহিদ বলে গণ্য করা হয়। এমনকি শিখ ধর্মাবলম্বীরাও শহিদ শব্দটি গ্রহণ করেছে। যেমন তাদের গুরত্বপূর্ণ নেতা শহিদ হয়েছিলেন। তাদের মধ্যে [[Bhai Mati Das|শহিদ মতি দাস]] এবং [[ভগৎ সিং|শহিদ ভগৎ সিং]] অন্যতম। তাদেরকে শহিদ বলে গণ্য করা হয়।
===নারী শহিদা===
একজন মহিলা ইসলামি রীতি অনুযায়ী শহিদ হলে তাকে ''শাহিদা'' বলা হয়।({{lang|আরবি|شَهِيدَة}} ''{{transl|আরবিar|DIN|শাহিদা}}'')। আবার কেউ যদি সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে তাকেও শহিদা বলা হয়ে থাকে। <ref>Lumbard, Joseph E.B. (2004) ''Islam, Fundamentalism, and the Betrayal of Tradition''. World Wisdom Publishing, {{ISBN|0941532607}} (30)</ref> । ইসলামের সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে নুসাইবা বিনতে কা'ব ছিলো অন্যতম। তবে সুমাইয়া বিনতে কাইয়াত হলো ইসলামের প্রথম শাহিদা। তিনি ইসলাম গ্রহণ করার কারণে শাহিদা করা হয়েছিলো। মক্কার মুসলিম বিদ্বেষী [[কুরাইশ বংশ| কুরাইশ বংশের]] ও কাফিরদের নেতা আবু জেহেল তার তলপেটে ছুরি ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করেছিলো। <ref>Cook, David (2007). ''Martyrdom in Islam''. Cambridge University Press. {{ISBN|0521615518}}.</ref> আধুনিক মুসলিম সাহিত্যে তার নাম ও জীবনী উল্লেখ্য নেই। তবে রাসুলুল্লাহ এর সময়কার অনেক সাহিত্যে তার নাম ও সংক্ষিপ্ত জীবনী পাওয়া যায়।<ref>Cook, David (2007). ''Martyrdom in Islam''. Cambridge University Press. {{ISBN|0521615518}}. p. 14.</ref>
 
<br />