উইকিপিডিয়া:খেলাঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট: স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করেছে
ট্যাগ: প্রতিস্থাপিত হাতদ্বারা প্রত্যাবর্তন
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: পুনর্বহালকৃত
১ নং লাইন:
{{খেলাঘর}}<!-- অনুগ্রহপূর্বক এই লাইনটি অপসারণ করবেন না -->
{{db-spam}}
== পরিচিতি ==
 
 
জামি'আ বশিদিয়া আরাবিয়া (মাদরাসা) গাজীপুর,বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের আর্দশ ও শিক্ষা কারিকুলাম অনুসারে পরিচালিত, গাজীপুর, জেলার একটি আদর্শ কওমী মাদরাসা।
 
== প্রতিষ্ঠা ==
{| class="wikitable"
|+সংক্ষীপ্ত পরিচিতি
!নাম
!জামিয়া রশিদীয়া আরবিয়া
! rowspan="4" |
|-
|অবস্থান
|বি,এম,টি,এফ মেইন গেইট
চতর বাজার,গাজীপুর
|-
|ছাত্র
|১০০০
|-
|শিক্ষক
|৪০
|}
প্রাথমিক পর্যায়ে ছােট একটি ছাপরা ঘরে মক্তব- হিফ্যখানার মাধ্যমে শুভযাত্রা হয়। ধীরে ধীরে এর পরিধি বাড়তে হিফযখানাসহ কিতাব বিভাগের কয়েকটি শ্রেণিতে রূপান্তরিত হয়। এক দল নিষ্ঠাবান, খােদাভীরু ও অভিজ্ঞ আলিমে দ্বীন অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে তা সামনে এগুতে থাকে ।
 
== সর্বোচ্চ কাসে উন্নীত ==
২০১২ সাল। ততাে দিনে জামি'আ রশিদিয়া অনেক দূর এগিয়ে কালের ঝড়-ঝাপটা আর সমূহ বিপদাপদ পেছনে ফেলে, সে এগিয়ে চলছে সম্মুখ পানে, মনজিল তার অনেক দূর পথ কন্টকাকীর্ণ চারদিকে শত্রুর বিষাক্ত ছােবল, তবু সে পিছপা হবার নয়। আশা তার আকাশময়, সাহস পাহাড়তুল্য । কিন্তু এখনও জামিআর
 
সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিস খােলা হয় নি। এ শূন্যতা যেন সে বার বার অনুভব করছিল, ঠিক সে বছরই জামি'আর আসাতিযায়ে কিরামের অক্লান্ত পরিশ্রমে দাওরায়ে হাদিসের সূচনা হয় ।
 
== প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য ==
 
 
প্রতিষ্ঠালগ্ন থেকেই যার লক্ষ্য ছিল, সাহাবায়ে কিরাম, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে দ্বীন ও সালাফে সালেহিনের আদর্শকে আঁকড়ে ধরে সকল প্রকার বাতিল ফিকার মােকাবিলা ও মূলােৎপাটন করে ইসলমের বিশুদ্ধ আকিদাবিশ্বাস জনসাধারণের সামনে তুলে ধরা। জীবনের সর্ব ক্ষেত্রে শা"আয়ের দ্বীন প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালানাে। মানুষকে আল্লাহর সাথে জুরে দেওয়ার উদ্দেশ্যে তাযকিয়ায়ে নফসের প্রশিক্ষণ দান। শিক্ষার্থীদেরকে ইসলামের জন্য আত্মনিবেদিত মুবাল্লিগ ও দ্বীনের একান্ত খাদেম রূপে গড়ে তােলার প্রশিক্ষণ দান। সর্বোপরি হালাল রিযিক দ্বারা জীবিকা নির্বাহ করার জন্য কর্মোপযােগী মানুষ তৈরী করা ইত্যাদিসহ আরাে
 
অনেক লক্ষ্য নিয়ে জামি'আ রশিদিয়া এগিয়ে চলছিল নবােদ্যমে। তখন থেকেই সফলতা তার পদচুম্বন করছিল। কওমী মাদরাসা শিক্ষাবাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে বরাবরই সে ভাল স্থান লাভকরে চলছে। এভাবে বছরের পর বছর ধরে শতসহস্র বিপদাপদ আর মরুসাইমুম মােকাবেলা করে জামি'আ রশিদিয়া আজ তার পূর্ণযেীবন ও অনিন্দ্য সৌন্দর্য প্রদর্শন করছে।
 
== জামিআর বৈশিষ্ট্য ==
 
 
এটি একটি সম্পূর্ণ বেসরকারি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। আল্লাহর প্রতি ভরসা এবং
 
মুসলিম জনগণের সাহায্য ও সহযােগিতা, এর যাবতীয় খরচ নির্বাহের একমাত্র অবলম্বন। এতদসত্ত্বেও জামি'আর গােরাবাফান্ড থেকে গরীব মেধাবী ছাত্রদেরকে সারা বছর ফ্রি, হাফ ফ্রি খানার ব্যবস্থা করা হয়। প্রয়ােজনে অন্যান্য আর্থিক সাহায্য-সহযােগিতাও করা হয়ে থাকে। ধনী-গরীব নির্বিশেষে সকলেই জামি'আর পক্ষ থেকে পড়াশুনার সুবিধার্থে কিতাবপত্র এক শিক্ষাবর্ষের জন্য দেয়া হয়। পাশাপাশি ছাত্রাবাসে সকল ছাত্রের জন্য ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের আমল- আখলাক ও পড়াশুনার প্রতি বিশেষভাবে তদারকির জন্য বিচক্ষণ ও সুযােগ্য আসাতিযায়ে কিরাম সার্বক্ষণিক নেগরানিতে নিয়ােজিত থাকেন।
 
== জামি'আর শিক্ষা বিভাগ ==
 
=== ১। মক্তব বিভাগ ===
উক্ত বিভাগে সর্বমােট তিন বছরে প্রয়ােজনীয় বাংলা,ইরেজি,অংক,ভূগােল, ইতিহাস
 
ইত্যাদিসহ (নাযেরা)কুরআন শরীফ, মাসনূন দুআ ও প্রাথমিক পর্যায়ে মাসাইল শিক্ষা দেয়া হয়।
 
=== ২। হিফয বিভাগ ===
এ বিভাগে যত্নসহ বিশুদ্ধভাবে যুগােপযােগী করে হিফযুল কুরআনের কোর্স সম্পন্ন করা হয়।
 
=== ৩। কিতাব বিভাগ ===
এটি জামি'আর শিক্ষা ব্যবস্থাপনার সর্বাধিক সমৃদ্ধ, বৃহত্তর ও প্রধান বিভাগ। দ্বীনি শিক্ষাক্রম মূল্যায়নের ভিত্তিতে কিতাব বিভাগটি মৌলিক পর্যায়ে পাঁচটি স্তরে বিভক্ত।
 
ইবতিদাইয়্যাহ (প্রাথমিক), মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক), সানাবিয়্যাহ উলয়া । উচ্চমাধ্যমিক), ফজিলত (ডিগ্রী) ও তাকমীল ( মাস্টার্স)। এ পাঁচটি স্তরে মােট ১০ বছর সময়ে পূর্ণ দ্বীনিশিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে যােগ্য আলিমরূপে গড়ে তােলা হয় ও সনদ প্রদান করা হয়।
 
=== ৪। কিরাআত বিভাগ ===
এ বিভাগে ছাত্রদেরকে তাজবীদসহ বিশুদ্ধভাবে কুরআনে কারিম শিক্ষা দেয়া হয় ।
 
৫। ফাতওয়া বিভাগ
 
=== ৬.ছাত্রপাঠাগার ===
 
=== ৭. কুতুবখানা ( লাইব্রেরি), ===
 
=== ৮.বক্তৃতা প্রশিক্ষণ মজলিস ===
 
=== ৯. তাবলীগ বিভাগ। ===
 
== তথ্যসূত্র ==