বিপাশা হায়াত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৪ নং লাইন:
 
==চলচ্চিত্র==
তিনি দুটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন - "''আগুনের পরশমণি"''"''জয়যাত্রা"'' । তাঁর প্রথম ছবি ''আগুনের পরশমণি'' পরিচালনা করেছেন [[হুমায়ুন আহমেদ]] । এ ছবিতে তিনি মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন । চরিত্রের নাম ''রাত্রি'', যিনি এক গেরিলা মুক্তিযোদ্ধা আলমকে''আলম''কে ([[আসাদুজ্জামান নূর]] অভিনীত) ভালোবেসে ফেলেন । আলম যুদ্ধের সময় রাত্রিদের বাড়িতে আশ্রয়ের জন্যে আসেন । আলম নামের সেই গেরিলা যোদ্ধার প্রতি রাত্রির প্রেম যুদ্ধের সময় গেরিলা যোদ্ধাদের প্রতি সাধারণ মানুষের মমতা ও সমর্থনের প্রতিফলন । [[তৌকির আহমেদ]] পরিচালিত "''জয়যাত্রা"'' চলচ্চিত্রে তাঁর চরিত্র ভিন্ন ধরণের । এ ছবিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচতে পলায়নরত এক মধ্যবয়ষ্কা নারীর চরিত্রে অভিনয় করেছেন, যে তার সন্তানকে হারিয়ে ফেলে । দুটি চলচ্চিত্রেই তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয় । বিপাশা হায়াত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ''শ্রেষ্ঠ অভিনেত্রী'' হিসেবে [[জাতীয় চলচ্চিত্র পুরষ্কার]] লাভ করেন ।