বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
বট কর্তৃক ১টি অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তর
নকীব বট (আলোচনা | অবদান)
বট কর্তৃক ২টি অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তর
৯ নং লাইন:
 
{{সংগ্রহশালাসমূহ|list=<div style="text-align:center;">{{সংগ্রহশালার তালিকা|prefix=প্রাপ্তি-|linkprefix=অতীত-|sep=dot}}</div>}}
 
== শেখ মুজিব নিবন্ধ বিষয়ে ==
 
সুব্রতদা, শুভেচ্ছা নেবেন। নতুন পর্যালোচনায় আপনার নির্দেশিত তিনটি সমস্যার মধ্যে দুইটি সমস্যার সমাধান করেছি। তবে, {{xt|মিঁয়াওয়ালী কারাগারের প্রিজন গভর্নর হাবিব আলীকে সেরূপ আদেশ দিয়ে জরুরী বার্তা প্রেরণ করেন।}}– এই বাক্যটিতে “প্রিজন গভর্নর” খুব সম্ভবত একটি পদ। এখানে সমস্যাটি আরও নির্দিষ্ট করে দিলে, সংশোধনে সুবিধা হতো। ধন্যবাদ ও শুভেচ্ছা সহযোগে — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১৫:২৩, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:ধন্যবাদ তোমায়, বার্তা প্রদানের জন্যে! [মিঁয়াওয়ালী কারাগারের প্রিজন গভর্নর হাবিব আলীকে সেরূপ আদেশ দিয়ে জরুরী বার্তা প্রেরণ করেন।]-এর পরিবর্তে [মিঁয়াওয়ালী কারাগারের প্রধান হাবিব আলীকে সেরূপ আদেশ দিয়ে জরুরী বার্তা প্রেরণ করেন।] ভালো হয়। এছাড়াও, [... জনসমক্ষে ইন্দিরা গান্ধী ও “আমার জনগণের শ্রেষ্ঠ বন্ধু” বলে ভারতের জনগণকে সাধুবাদ জানান।] পরিবর্তে বোধহয় [... জনসমক্ষে “ইন্দিরা গান্ধীও আমার জনগণের শ্রেষ্ঠ বন্ধু” বলে ভারতের জনগণকে সাধুবাদ জানান।] হবে।
 
:মোটামুটি পর্যালোচনা পর্বটি শেষের দিকে। পর্যালোচনার বিষয়টি যথেষ্ট কষ্টসাধ্য বটে! আশাবাদী যে, তোমা কর্তৃক সংশোধনের পর আগামীদিন আবারও পুণঃপর্যালোচনা করে ইতি টানবো!! - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray#top|আলাপ]]) ১৬:২২, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
:: আপনাকেও ধন্যবাদ; মুজিববর্ষের মধ্যেই নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হলে সেটি আমাদের জন্য অতি আনন্দের ও গৌরবের বিষয় হবে। ইতোমধ্যে “প্রিজন গভর্নর” শব্দটিকে “কারাগারের প্রধান” করা হয়েছে। আর, দ্বিতীয় বাক্যটি ইংরেজি উইকিপিডিয়ার {{xt|Delhi was given a festive look as Mujib and Gandhi addressed a huge crowd where he publicly expressed his gratitude to Gandhi and "the best friends of my people, the people of India".}} থেকে অনূদিত। সেই হিসেবে {{.. জনসমক্ষে ইন্দিরা গান্ধী ও “আমার জনগণের শ্রেষ্ঠ বন্ধু” <s>বলে</s> '''হিসেবে''' ভারতের জনগণকে সাধুবাদ জানান।}} এইরকম করে দিতে পারি। আপনার মতামত জানতে চাইছি। — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৬:৪১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
::: প্রথমটি ঠিক আছে। দ্বিতীয়টি হবে - [.. জনসমক্ষে ইন্দিরা গান্ধী ও “ভারতের জনগণ আমার জনগণের শ্রেষ্ঠ বন্ধু” বলে কৃতজ্ঞতাজ্ঞাপন করেন।] এছাড়াও, [সংবিধান প্রণয়ন] অনুচ্ছেদে গুরুত্বপূর্ণ অংশ [He also declared a common amnesty to the suspected war criminals, on some conditions, to get the support of far right groups as the communists were not happy with Mujib's regime. He declared, "I believe that the brokers, who assisted the Pakistanis during the liberation war has realized their faults. I hope they will involve themselves in the development of the country forgetting all their misdeeds. Those who were arrested and jailed in the Collaborator act should be freed before the 16 December 1974".[68] তুলে ধরা হয়নি। - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray#top|আলাপ]]) ০৬:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 
::::ভাষণটির বাংলারূপ ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি। ভাষণটি যেহেতু বাংলায় দেওয়া ছিল এবং ইংরেজি থেকে অনুবাদ করলে শব্দচয়নে ভ্রান্তি সৃষ্টি হতে পারে, তাই প্রতিবেদনগুলো থেকে প্রাপ্ত শব্দ যথাসম্ভব বজায় রেখে নিম্নরূপে অনুবাদ করেছি:
:::: {{xt|[...] তার শাসনে অসন্তুষ্ট ডানপন্থী সমাজতান্ত্রিক দলগুলোর সমর্থন পেতে তিনি সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের প্রতি শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ১৯৭৩ খ্রিষ্টাব্দের ৩০শে নভেম্বর সাধারণ ক্ষমার ঘোষণায় তিনি “মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সহায়তাকারী দালালেরা” তাদের ভুল বুঝতে পেরে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন এবং দালাল অধ্যাদেশে আটক ও সাজাপ্রাপ্ত আসামিদের ১৬ই ডিসেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।[১৪৭] তবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, বাড়িঘর পোড়ানো ও বিস্ফোরক ব্যবহারে ক্ষতিসাধনের জন্য দোষী সাব্যস্ত অপরাধীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হয় নি।[১৪৮][১৪৯]}}
:::: এই অংশটি সংবিধান প্রণয়নের সাথে কম সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, বরং রাজনৈতিক সংস্কারের অংশ বলে প্রতীয়মান হওয়ায় নবরাষ্ট্র পুনর্গঠন অংশের অন্তর্ভুক্ত করা হয়েছে। — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৯:১৯, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
:::::: বেশ ভালোভাবে প্রতিস্থাপন হয়েছে। আরও কিছু ছোটখাটো ত্রুটি সংশোধনে ইতি টানবো! ভালো থেকো। অজস্র ধন্যবাদ সহযোগে - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray#top|আলাপ]]) ০৯:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 
{{outdent|5}} {{xt|শেখ মুজিবুরের আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ নিজেদের ''মুজিব সেনা'' বলে পরিচয় দিতে পছন্দ করে।<!-- তথ্যসূত্র -->}} এই বাক্যটি অপসারিত হয়েছে এবং আলাপ পাতায় আর্কাইভ করা হয়েছে। এটি, খুব সম্ভবত, কোনো বইয়ে ছিল, যেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পেলে সেটি তথ্যসূত্রসহ পুনরায় যুক্ত করা যাবে। আশা করি, এই বাক্যটির অনুপস্থিতিতে নির্বাচিত নিবন্ধ হওয়ার প্রক্রিয়া বিঘ্নিত হবে না। ধন্যবাদান্তে — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১১:৪২, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== অনুরোধ ==
 
[[ব্যবহারকারী:TheM19935393|এই মহান]] ব্যক্তির সম্পাদনা পরীক্ষাপূর্বক বাধা দেওয়ার অনুরোধ করছি।<b>[[ব্যবহারকারী:Owais Al Qarni|<span style="color:red;"> - ওয়াইস</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Owais Al Qarni|<span style="color:green;">আলাপ</span>]]</sup></b> ১৪:৫০, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
: {{করা হয়েছে}} - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray#top|আলাপ]]) ১৪:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== Wikimedia Wikimeet India 2021 Program Schedule: You are invited 🙏 ==