বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭৩ নং লাইন:
 
নমস্কার [[ব্যবহারকারী:G C Dey|G C Dey মহাশয়]]!<br/>
আশা করি ভালো আছেন। সক্রিয় [[m:পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান|পশ্চিমবঙ্গ উইকিপিডিয়ানদের]] মধ্যে অবশ্যই আপনি একজন। বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ-ভিত্তিক অধিকাংশ বাংলা উইকিপিডিয়ানরা অতীতে বিভিন্ন সময়ে একত্রিত হয়েছেন তথা আমরা প্রায়শই [[উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা|উইকি সম্মিলনের]] আয়োজন করে থাকি। [[২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী|করোনা মহামারীর]] পূর্বে আমরা সর্বদাই চেষ্টা করে এসেছি প্রতি মাসের বা অন্তত দুই মাস অন্তর অন্তর দ্বিতীয় শনিবার একটি করে সম্মিলনের আয়োজন করার। সামনাসামনি দেখা সাক্ষাতে উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলির সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে বিশদে আলাপালোচনা করার সুযোগ ঘটে এবং তা ফলপ্রসূ হয়। সম্মিলনে অংশগ্রহণ পুরোপুরিই নিখরচায়। তাছাড়া, উইকিপিডিয়া সম্পাদনা কিম্বা ওপেন সোর্স ইত্যাদির ব্যাপারে যেকোনো প্রশ্ন থাকলে সেগুলিও সহ-স্বেচ্ছাসেবীদের নিকট জিজ্ঞেস করে নেওয়ার অবকাশ মেলে। আপনাকেও এই মাসিক মিট​-আপগুলিতে উপস্থিত থাকতে বিনম্র অনুরোধ জানাচ্ছি। আরো জানতে ও বাংলা উইকিপিডিয়ার সমস্ত লেটেস্ট কর্মকাণ্ডগুলি সম্পর্কে অবগত হতে ইচ্ছুক হলে বিবিধ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ([https://www.facebook.com/bnwikipedia/ ফেসবুক], [https://twitter.com/WikimediaBD ট্যুইটারে উইকিমিডিয়া বাংলাদেশ], [https://twitter.com/Wbwikimedians ট্যুইটারে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল]) অনুসরণ করতে পারেন।<br/>
তাই, [[m:পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান|উইকিপিডিয়া পশ্চিমবঙ্গ সম্প্রদায়ের]] সঙ্গে যুক্ত হতে আগ্রহী হলে দয়া করে আমার আলাপ পাতায় গিয়ে (বা সরাসরি আমায় ই-মেইল পাঠিয়ে) আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা সম্ভব (যেমন আপনার ইমেইল ঠিকানা বা ফেসবুক প্রোফাইল বা ফোন নং) তা জানান। বাংলা উইকিপিডিয়ার সমস্ত লেটেস্ট কর্মকাণ্ডগুলি সম্পর্কে অবগত থাকতে ও আরো জানতে ইচ্ছুক হলে বিবিধ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ([https://www.facebook.com/bnwikipedia/ ফেসবুক], [https://twitter.com/WikimediaBD ট্যুইটারে উইকিমিডিয়া বাংলাদেশ], [https://twitter.com/Wbwikimedians ট্যুইটারে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল]) অনুসরণ করতে পারেন। আপনার উইকি যাত্রা আনন্দময়ী হয়ে উঠুক। আপনাকে অশেষ ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:Mouryan|মৌর্য্য বিশ্বাস​]] ([[ব্যবহারকারী আলাপ:Mouryan|আলাপ]]) ১৩:২১, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)