ভার্জিনিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২ নং লাইন:
'''ভার্জিনিয়া''' আনুষ্ঠানিকভাবে '''কমনওয়েলথ অব ভার্জিনিয়া''', দক্ষিণ [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [5] [[মধ্য-আটলান্টিক (যুক্তরাষ্ট্র)|মধ্য-আটলান্টিক অঞ্চলের]] একটি অঙ্গরাজ্য, যা আটলান্টিক উপকূল ও [[অ্যাপালাচিয়ান পর্বতমালা|অ্যাপালাচিয়ান পর্বতমালার]] মাঝে অবস্থিত। কমনওয়েলথের ভূগোল ও জলবায়ুটি ব্লু রিজ পর্বতমালা ও চেসাপেক উপসাগর দ্বারা রচিত, যা এর বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণিকুলের বাসস্থান সরবরাহ করে। [[রিচমন্ড, ভার্জিনিয়া|রিচমন্ড]] হল কমনওয়েলথটির রাজধানী; [[ভার্জিনিয়া বিচ]] সর্বাধিক জনবহুল শহর এবং [[ফেয়ারফ্যাক্স কাউন্টি, ভার্জিনিয়া|ফেয়ারফ্যাক্স কাউন্টি]] সর্বাধিক জনবহুল রাজনৈতিক উপবিভাগ। ২০১৯ সালের হিসাবে কমনওয়েলথের আনুমানিক জনসংখ্যা ৮.৫৪ মিলিয়নেরও বেশি, []] তাদের মধ্যে ৩৬% [[বাল্টিমোর-ওয়াশিংটন মহানগর অঞ্চল|বাল্টিমোর-ওয়াশিংটন মহানগর অঞ্চলে]] বসবাস করেন।
 
এই অঞ্চলের ইতিহাস [[পোভাতান]] সহ বেশ কয়েকটি [[ভার্জিনিয়ার স্থানীয় আমেরিকান উপজাতি|দেশীয় গোষ্ঠীর]] সাথে শুরু হয়। [[লন্ডন কোম্পানি]] ১৬০৭ সালে [[কলোনি অব ভার্জিনিয়া|ভার্জিনিয়ার উপনিবেশকে]] [[নয়াবিশ্ব|নতুন বিশ্বের]] প্রথম স্থায়ী [[ইংরেজি বিদেশী সম্পত্তি|ইংরেজ উপনিবেশ]] হিসাবে প্রতিষ্ঠা করে। ভার্জিনিয়ার রাজ্য ডাকনাম ওল্ড ডমিনিয়ন, এই অবস্থার একটি উল্লেখ। দাস শ্রমিক ও বাস্তুচ্যুত স্থানীয় আমেরিকান উপজাতিদের কাছ থেকে অধিগ্রহণ করা জমি প্রতিটি উপনিবেশের প্রাথমিক রাজনীতি ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভার্জিনিয়া [[আমেরিকান বিপ্লব.|আমেরিকান বিপ্লবের]] [[তেরো উপনিবেশ|১৩ টি উপনিবেশের]] মধ্যে একটি। [[১৮৬১ সালের ভার্জিনিয়া বিচ্ছেদ কনভেনশন|ভার্জিনিয়ার সেসেশন কনভেনশন]] [[আমেরিকান গৃহযুদ্ধ|আমেরিকান গৃহযুদ্ধে]] কনফেডারেশিতে যোগ দেওয়ার সংকল্প করে, অপরদিকে [[হুইলিং কনভেনশন|প্রথম হুইলিং কনভেনশনে]] ইউনিয়নে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে ভার্জিনিয়া রাজ্যের বিভাজনের মাধ্যমে [[পশ্চিম ভার্জিনিয়া]] গঠিত হয়ে। যদিও [[পুনর্গঠনের যুগ|পুনর্গঠনের]] পরে প্রায় এক শতাব্দী ধরে কমনওয়েলথটি একদলীয় শাসনের অধীনে ছিল, দুটি বড় জাতীয় দলই আধুনিক ভার্জিনিয়ায় প্রতিযোগিতামূলক। []]
 
ভার্জিনিয়ার রাজ্য আইনসভা হল [[ভার্জিনিয়া জেনারেল অ্যাসেম্বলি]], যা ১৬১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি [[উত্তর আমেরিকা|উত্তর আমেরিকার]] প্রাচীনতম ধারাবাহিক আইন-প্রণয়ন সংস্থা।
 
==তথ্যসূত্র==