জিরোলামো কার্দানো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SieBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: pms:Girolamo Cardano
Bellayet (আলোচনা | অবদান)
ছবি যোগ হয়েছে http://toolserver.org/~emijrp/imagesforbio/
১ নং লাইন:
[[চিত্র:Cardano.jpg|thumb|right|জিরোলামো কার্দানো এর স্কেচ]]
'''জিরোলামো কার্দানো''' ([[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]]: Girolamo Cardano) ([[১৫০১]]-[[১৫৭৬]]) [[ইতালি|ইতালীয়]] [[চিকিৎসাবিজ্ঞান|চিকিৎসক]], [[গণিত|গণিতবিদ]], জ্যোতিষী ও জুয়াড়ি। তিনি ইতালির পাভিয়াতে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব সুখের ছিল না। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাধর ছিলেন। বড় হয়ে তিনি এক উচ্ছৃঙ্খল বহুশাস্ত্রজ্ঞে পরিণত হন। তিনি [[১৫৪৩]] সালে পাভিয়া বিশ্ববিদ্যালয়ে এবং [[১৫৬২]] সালে বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। [[১৫৫১]] সালে তিনি স্কটল্যান্ডের আর্চবিশপ সেন্ট অ্যান্ড্রুজের অ্যাজমা সারিয়ে দেন এবং লন্ডনে রাজা ৬ষ্ঠ এডওয়ার্ডের রাশিফল বলে দেন। তিনি যীশুখ্রিস্টের রাশিফলও প্রকাশ করেছিলেন। এ কারণে ১৫৭০ সালে তাকে ধর্মদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হয়। কিন্তু পোপ ৫ম পিউস তাঁকে মুক্তি দেন।