উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নীতিমালার প্রয়োগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
৮ নং লাইন:
বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত আলোচনা সম্প্রদায়ের আলোচনাসভা/ প্রকল্পের আলোচনা পাতা ছাড়া অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করাকে নিরুৎসাহিত করা হোক। কোন বিষয় গুরূত্বপূর্ণ এবং আলোচনাসভায় করার মতো আর কোন বিষয় গৌণ এবং উইকি আলোচনাপাতার বাইরে করলেও চলে, এই বিষয়ে কোনো নীতিমালা নেই। কোন নির্দিষ্ট দল যদি নির্দিষ্ট এডিটাথন/প্রতিযোগিতার জন্যে অংশগ্রহণকারী সকলের সম্মতিতে আলোচনার সুবিধার্তে অন্য মাধ্যম (ফেসবুক মেসেঞ্জার বা, টেলিগ্রাম) ব্যবহার করেও থাকে, উল্লেখ্য এডিটাথন/প্রতিযোগিতা শেষে আলোচনার কপি সকলের জন্য উন্মুক্ত রাখা হোক। আমার মনে হয়, এভাবে আমরা আলোচনার স্বচ্ছতা নিশ্চিত করতে পারবো এবং উইকিমিডিয়া প্রকল্পের বাইরে সৃষ্ট হয়রানি এড়াতে পারবো।
উল্লেখ্য, আমি শুধু বাংলা উইকিপিডিয়ার কথা বলছি, যেহেতু অন্য প্রকল্পে আমার সম্পৃক্ততা গৌণ বা নেই বললেই চলে। ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:S Shamima Nasrin| Nasrin]] ([[ব্যবহারকারী আলাপ:S Shamima Nasrin|আলাপ]]) ১২:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
: {{Re|S Shamima Nasrin}} আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি একটু সময় করে বাকি প্রশ্নগুলোর বিষয়েও উত্তর দেবেন। আন্তরিক অনুরোধ রইলো। — [[ব্যবহারকারী:Wikitanvir (WMF)|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Wikitanvir (WMF)|আলাপ]] • ১৩:০১, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)