ইন্দোনেশীয় ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MS Sakib ইন্দোনেশিয় ভাষা পাতাটিকে ইন্দোনেশীয় ভাষা শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে স্থানান্তর করেছেন
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১৭ নং লাইন:
|iso1=id|iso2=ind|iso3=ind}}
 
'''ইন্দোনেশীয় ভাষা''' বা '''বাহাসা ইন্দোনেসিয়া''' (Bahasa Indonesia) হচ্ছে [[ইন্দোনেশিয়া]]র [[রাষ্ট্রভাষা]]। ইন্দোনেশীয় ভাষাটি [[মালয় ভাষা]]র একটি প্রমিত রূপ, যেটি বহু শতাব্দী ধরে ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে লিংগুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছিল।আসছিল। [[১৯৪৫]] সালে ইন্দোনেশিয়া [[নেদারল্যান্ডস|নেদারল্যান্ড্‌সের]] কাছ থেকে স্বাধীনতা লাভ করলে ইন্দোনেশীয় ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়। মালয় ও ইন্দোনেশীয় ভাষার ধ্বনি ব্যবস্থা, ব্যাকরণ ও শব্দভাণ্ডারে প্রচুর মিল আছে।
 
১৯৪৫ সালে ইন্দোনেশিয়া যখন স্বাধীনতা লাভ করে তখন ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার মাত্র ৫% ইন্দোনেশীয় ভাষা কে মাতৃভাষা হিসাবে ব্যাবহার করত অপরদিকে ইন্দোনেশিয়ার সংখ্যাগুরু (৪৫%) মানুষের মাতৃভাষা ছিল [[জাভাই ভাষা]]৷ তা-সত্ত্বেও মালয় ভাষার [[উপভাষা]] ইন্দোনেশীয় ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে গ্রহণ করা হয়৷ এর কারণ ছিল মালয় ভাষা বহু শতাব্দি ধরে লিংগুয়া ফ্রাংকা হিসাবে ব্যাবহৃত হয়ে আসছিল অপরদিকে যদি সংখ্যাগুরু জাভানিজের ভাষাকে রাষ্ট্র ভাষা করা হত তবে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষেরা বৈষম্যের শিকার হত এবং সংখ্যাগুরু জাভানিজরা অন্যদের থেকে বেশি সুভিধা গ্রহণ করত৷ <ref name="bbc.com">http://www.bbc.com/travel/story/20180703-why-no-one-speaks-indonesias-language</ref>