আশআরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
27.147.204.82 (আলাপ)-এর সম্পাদিত 4856685 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
'''আশ'আরি''' ({{lang-ar|ﺍﻷﺷﻌﺮﻳﺔ}}) ইসলামের একটি [[ইসলামি ধর্মতত্ত্ব|ধর্মতাত্ত্বিক]] মতবাদ।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/48553252|শিরোনাম=The new encyclopedia of Islam|শেষাংশ=Glassé, Cyril.|তারিখ=2001|প্রকাশক=AltaMira Press|অবস্থান=Walnut Creek, CA|অন্যান্য=Glassé, Cyril.|আইএসবিএন=0-7591-0189-2|oclc=48553252|সংস্করণ=Rev. ed}}</ref> এর প্রতিষ্ঠাতা ইমাম [[আবু হাসান আশআরী]] ছিলেন একজন ইসলামি [[আকীদা]] ব্যাখ্যাকারক যিনি [[মুতাজিলা]]দের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন। এটি [[মাতুরিদি]] মতের কাছাকাছি একটি মত। এটি [[সুন্নি ইসলাম]]ের ধর্মতত্ত্বের একটি শাখা<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/430540170|শিরোনাম=Encyclopedia of Islam|শেষাংশ=Campo, Juan Eduardo, 1950-|তারিখ=2009|প্রকাশক=Facts On File|অবস্থান=New York, NY|আইএসবিএন=978-1-4381-2696-8|oclc=430540170}}</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.ca/books?id=T-t3RAysVJkC&pg=PA18&dq=ash'ari+dominates&hl=en&sa=X&ved=0ahUKEwj7ie6as-3NAhVDPD4KHeGpByIQ6AEIGzAA#v=onepage&q=ash'ari%20dominates&f=false|শিরোনাম=Lebanese Salafis Between the Gulf and Europe: Development, Fractionalization and Transnational Networks of Salafism in Lebanon|শেষাংশ=Pall|প্রথমাংশ=Zoltan|তারিখ=2013-01-31|প্রকাশক=Amsterdam University Press|ভাষা=en|আইএসবিএন=978-90-8964-451-0}}</ref>। [[শাফিঈ]] ও [[মালিকি]] মাজহাবের অনুসারীদের মধ্যে এই মতবাদ অধিক প্রচলিত।
'''আশআরি''' যা কিনা '''আবুল হাসান আশয়ারি''' কর্তৃক উপস্থাপিত। এই ব্যাখ্যাগুলো '''ইমাম গাজ্জালি''' কর্তৃক বেশ সমাদৃত হয়।
 
এই ধর্মতত্ত্বে মরমী জ্ঞানকে প্রজ্ঞার উপর স্থান দেওয়া হয়। তাদের মতে নৈতিক নিয়মসমূহ মানবিক প্রজ্ঞা থেকে তৈরি করা যায় না, বরং স্রষ্টার নির্দেশ, যেমনটা কুরআনে উল্লেখিত এবং '''মুহাম্মাদ(সা.)''' এর জীবনাদর্শ '''(সুন্নাহ)'''-ই হলো সকল প্রকার নৈতিকতার উৎস।
 
স্রষ্টার প্রকৃতি সম্পর্কে তারা [[মুতাজিলা|মুতাজিলাদের]] অবস্থানকে বর্জন করে (যে তত্ত্বমতে কুরআনে স্রষ্টা সংক্রান্ত সকল ভৌত গুণ রূপক)। আশারিয়া জোর দেয় যে, বরং এই সকল গুণ সঠিক, কারণ কুরআন ভুল হতে পারে না, তবে স্রষ্টার উপর মোটা দাগের নরত্ব আরোপ করে এগুলো উপলব্ধি করা সম্ভব নয়।
 
আশারিয়া মানবীয় স্বাধীন ইচ্ছার বিপরীতে স্রষ্টার সর্বময় ক্ষমতার উপর জোর দেয়। তারা বিশ্বাস করে যে, '''কুরআন''' সৃষ্ট নয় এবং তা অনাদিকাল থেকে বিদ্যমান।[[শাফিঈ]] ও [[মালিকি]] মাজহাবের অনুসারীদের মধ্যে এই মতবাদ অধিক প্রচলিত।
 
==ইতিহাস==