ফেরদৌসী মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sayem.eee.kuet (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Normoddev (আলোচনা | অবদান)
জন্ম তারিখ
১৩ নং লাইন:
}}
 
'''ফেরদৌসী মজুমদার''' (১৮ জুন ১৯৪৩) প্রতাপশালী বাংলাদেশী অভিনেত্রী। স্বাধীনতা উত্তরকালে টিভি ও মঞ্চে সমান সফলতার সাথে অভিনয় করে আসছেন। ধারাবাহিক নাটক [[সংশপ্তক|সংশপ্তকে]] 'হুরমতি চরিত্রে অভিনয় করে তিনি বিপুল প্রশংসা লাভ করেন।
== প্রাথমিক জীবন ==
ফেরদৌসী মজুমদারের জন্ম বরিশালে হলেও তিনি বেড়ে উঠেছেন [[ঢাকা]]তে।তার বাবা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ছিলেন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট। তার ভাইবোন ছিল মোট ১৪ জন যাদের মধ্যে ৮ জন ভাই এবং ৬ জন বোন।সবচেয়ে বড় ভাই [[কবীর চৌধুরী]] এবং মেজ ভাই শহীদ [[মুনীর চৌধুরী]]।‘দারুল আফিয়া’ নামের বাড়িতে তার শৈশব কেটেছে।তাদের পৈতিক নিবাস ছিল [[নোয়াখালী]]তে। ফেরদৌসী মজুমদারের পরিবার ছিল খুব রক্ষণশীল।বাড়িতে সাংস্কৃতিক চর্চা ছিল নিষিদ্ধ।তার লেখাপড়া শুরু হয় নারী শিক্ষা মন্দির স্কুল থেকে।এই স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত পড়ার পর তিনি ভর্তি হন মুসলিম গার্লস স্কুলে যেখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। তারপর [[ইডেন কলেজ|ইডেন কলেজে]] ভর্তি হন।তিনি ছোটবেলায় খেলাধুলা করতে পছন্দ করতেন এবং একবার ৯৬৬ বার স্কিপিং করে ক্রিস্টালের বাটি পেয়েছিলেন যদিও ফিট হয়ে গিয়েছিলেন তখন। তিনি ছোটবেলা থেকেই মানুষকে অনুকরণ করতে পারতেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাড়িতে ফিরতে সন্ধ্যা হওয়াতে তার বাবা তাকে চটি দিয়ে পিটিয়েছিলেন।<ref name="ferdousi21">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=|শিরোনাম=আপন আলয়ে ফেরদৌসী মজুমদার |শেষাংশ= শাহাবুদ্দীন|প্রথমাংশ=আহমেদ |কর্ম=অন্যদিন ঈদ সংখ্যা ১৯৯৮, পৃষ্ঠা ১৩৭ |সংগ্রহের-তারিখ=২৯ আগস্ট ২০১৮ }}</ref>