হ্যাপ্লয়েড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mehedi Rahman Mahi (আলোচনা | অবদান)
সংশোধন, সম্প্রসারণ, পরিষ্কারকরণ
Mehedi Rahman Mahi (আলোচনা | অবদান)
সংশোধন
৫ নং লাইন:
কিছু উদ্ভিদ এবং প্রাণী হ্যাপ্লয়েড কিংবা '''পলিপ্লয়েড''' ''(দুইয়ের অধিক সেটের ক্রোমোজোম)'' কোষের অধিকারী। উদাহরণস্বরুপ, এক প্রজাতির গম ''হেক্সাপ্লয়েড'', অর্থাৎ তাতে ''6-set chromosome'' বিদ্যমান (যদিও অন্যান্য প্রজাতির গম ''2-set chromosome'' বিশিষ্ট।) অর্থাৎ এটি একটি পলিপ্লয়েড। অনেক সময়ই ''single set chromosome'' কে বোঝাতে "'''''মনোপ্লয়েড"''''' শব্দটি ব্যাবহার করা হয়।
 
আবার, ''Hymenoptera'' বর্গের পতন্গদের মধ্যে (যেমন: পিঁপড়া, মৌমাছি এবং Wasp ইত্যাদি) পুরুষরা হ্যাপ্লয়েড। অর্থাত, মূলত তাদের একপ্রস্থবিশিষ্ট বা ''Single set chromosome'' তারা তাদের মাতা হতে লাভ করে। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি ও পিপড়া জন্মায় বিধায় এরাও হ্যপ্লয়েড হয়ে থাকে। হ্যাপ্লয়েড পতন্গদেহে উৎপন্ন সব স্পার্মই আইডেন্টিকাল হয়, যেখানে ডিপ্লয়েড male কতৃক উৎপন্ন স্পার্মগুল‌ো পরস্পরের থেকে জীনগতভাবে ভিন্ন হয়। সকল [[ব্যাক্টেরিয়া|ব্যাকটেরিয়া]], প্রোটোজোয়া পর্বের অধিকাংশ প্রাণীদের জীবনের অধিকাংশ সময়কাল জুড়েই হ্যাপ্লয়েড অবস্থা দেখতে পাওয়া যায়। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি ও পিপড়া জন্মায় বিধায় এরাও হ্যপ্লয়েড হয়ে থাকে।