এফ. স্কট ফিট্‌জেরাল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ভূমিকা সম্প্রসারণ
→‎জীবনী: জেল্ডা ফিট্‌জেরাল্ড
৩৯ নং লাইন:
তার সৃষ্টিকর্মের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার ফলে আর্থিক সংকট দেখা দিলে তিনি [[হলিউড]]ের চলচ্চিত্রের লেখনী ও চিত্রনাট্য সংশোধনের কাজ শুরু করেন। মদ্যপানে আসক্তি সাথে দীর্ঘকালে সংগ্রাম করার পর তিনি ১৯৪০ সালে ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার পঞ্চম ও অসমাপ্ত উপন্যাস ''[[দ্য লাস্ট টাইকুন]]'' [[এডমান্ড উইলসন]] সমাপ্ত করেন এবং এটি ফিট্‌জেরাল্ডের মৃত্যুর পর ১৯৪১ সালে প্রকাশিত হয়।
 
==জীবনী==
===প্রারম্ভিক জীবন===
ফিট্‌জেরাল্ড ১৮৯৬ সালের ২৪শে সেপ্টেম্বর [[মিনেসোটা]]র সেন্ট পলে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফিট্‌জেরাল্ডের বিখ্যাত চাচাতো ভাইয়ের নামানুসারে তার নাম রাখা হয় ফ্রান্সিস স্কট কি এবং তিনবার তা বাদ দেওয়া হয়,<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=ম্যাথু জোসেফ |প্রথমাংশ1=ব্রুকলি |শেষাংশ2=স্মিথ |প্রথমাংশ2=স্কট ফিট্‌জেরাল্ড |শিরোনাম=Some Sort of Epic Grandeur: The Life of F. Scott Fitzgerald |তারিখ=২০০২ |প্রকাশক=সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস |অবস্থান=কলাম্বিয়া |পাতা=১৩}}</ref> কিন্তু তিনি বরাবরই স্কট ফিট্‌জেরাল্ড নামে পরিচিত ছিলেন। এছাড়া তার দুই অকালপ্রয়াত বোনের একজন লুইস স্কট ফিট্‌জেরাল্ডের নামানুসারেও তার নামকরণ করা হয়েছিল।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=শিফ |প্রথমাংশ1=জোনাথন |শিরোনাম=Ashes to Ashes: Mourning and Social Difference in F. Scott Fitzgerald's Fiction |তারিখ=২০০১ |প্রকাশক=সাস্কেহানা বিশ্ববিদ্যালয় প্রেস |অবস্থান=সেলিংসগ্রোভ |পাতা=২১}}</ref> ফিট্‌জেরাল্ড পরবর্তীকালে এ সম্পর্কে লিখেন "আমিআমার জন্মের তিন মাস পূর্বে, আমার মা তার দুই সন্তানকে হারায়... আমি মনে করি আমি তখন থেকেই লেখক হওয়া শুরু করেছিলাম।"<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=ফিট্‌জেরাল্ড |প্রথমাংশ1=এফ. স্কট |শিরোনাম=Afternoon of an Author: A Selection of Uncollected Stories and Essays |তারিখ=১৯৫৭ |প্রকাশক=স্কিবনার |অবস্থান=নিউ ইয়র্ক |পাতা=১৮৪}}</ref>
 
===জেল্ডা ফিট্‌জেরাল্ড===
{{মূল নিবন্ধ|জেল্ডা ফিট্‌জেরাল্ড}}
[[চিত্র:Zelda Fitzgerald, 1922.png|বাম|থাম্ব|''[[মেট্রোপলিটান ম্যাগাজিন (নিউ ইয়র্ক সিটি)|মেট্রোপলিটান ম্যাগাজিনে]]'' প্রকাশিত জেল্ডার ছবি]]
১৯১৮ সালে ফিট্‌জেরাল্ড সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি লাভ করেন এবং [[অ্যালাবামা]] অঙ্গরাজ্যের [[মন্টগামারি, অ্যালাবামা|মন্টগামারির]] নিকটবর্তী ক্যাম্প শেরিডানে ৪৫তম ও ৬৭তম পদাতিক রেজিমেন্টের সাথে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হন।{{Sfn|টেট|২০০৭|p=|pp=২৬১, ২৭২–২৭৩}} স্থানীয় একটি কান্ট্রি ক্লাবে ফিট্‌জেরাল্ড [[অ্যালাবামা সুপ্রিম আদালত]]ের বিচারপতি [[অ্যান্থনি ডি. সয়ার]]ের কনিষ্ঠ কন্যা এবং ফিট্‌জেরাল্ডের ভাষায় মন্টগামারি সমাজের "গোল্ডেন গার্ল" [[জেল্ডা ফিট্‌জেরাল্ড|জেল্ডা সয়ারের]] সাথে পরিচিত হন এবং তার প্রেমে পড়েন।<ref name="life_of_fitzgerald"/> তাদের প্রাক-বৈবাহিক প্রেম শুরু হয়, কিন্তু অক্টোবরে উত্তরে ফিট্‌জেরাল্ডের ডাক পড়লে তাদের প্রেমে সাময়িক ব্যাঘাত ঘটে। তিনি প্রত্যাশা করেছিলেন যে তাকে [[ফ্রান্স]]ে পাঠানো হবে, কিন্তু এর পরিবর্তে তাকে [[লং আইল্যান্ড]]ের [[ক্যাম্প মিলস]]ে প্রেরণ করা হয়। সেখানে অবস্থানকালে [[১৯ নভেম্বর ১৯১৮-এর সাময়িক যুদ্ধ-বিরতি চুক্তি|জার্মানির সাথে সাময়িক যুদ্ধ-বিরতি চুক্তি]] সাক্ষরিত হয়। তিনি এরপর মন্টগামারির নিকটবর্তী ঘাঁটিতে ফিরে আসেন এবং পুনরায় জেল্ডার সাথে সাক্ষাৎ করা শুরু করেন।<ref name="Zelda: A Biography">{{cite book |last1 =মিলফোর্ড |first1 =ন্যান্সি |author-link=ন্যান্সি মিলফোর্ড |date= 1970|title= Zelda: A Biography |url= https://archive.org/details/zeldabiography0000milf_f9l6 |url-access = registration |location=New York |publisher= [[হার্পার অ্যান্ড রো]] |pages=[https://archive.org/details/zeldabiography0000milf_f9l6/page/n56 ৩৫]–৩৬ |isbn= 1-57003-455-9}}</ref><ref name="books.google.com">{{cite book |last1 =ব্রুকলি |first1 =ম্যাথু জোসেফ |author-link=ম্যাথু ব্রুকলি |date=২০০২ |title= Some Sort of Epic Grandeur: The Life of F. Scott Fitzgerald |url= https://books.google.com/books?id=G5EXJ_m2n10C |location=কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা |publisher= [[ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা প্রেস]] |page=৮৯ |isbn= 1-57003-455-9}}</ref> ফিট্‌জেরাল্ডের ভাষায় তারা পুনরায় একত্রে "যৌন অসংযম" গ্রহণ করেন এবং ডিসেম্বর নাগাদ তারা অবিচ্ছেদ্য হয়ে ওঠেন।<ref name="Zelda: A Biography"/><ref name="books.google.com"/> ফিট্‌জেরাল্ড তার সাহিত্যিক অনুপ্রেরণা হিসেবে জেল্ডার উপর নির্ভরশীল হয়ে পড়েন, এমনকি তার প্রথম উপন্যাস সংশোধনকালে তিনি জেল্ডার দিনলিপি নকল করেন।<ref>{{Harvnb|পাইক|২০১৭|p=৫৬}}</ref>
 
==কাজের চলচ্চিত্রে উপযোগকরণ==