এফ. স্কট ফিট্‌জেরাল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
ভূমিকা সম্প্রসারণ
৩২ নং লাইন:
}}
 
'''ফ্রান্সিস স্কট কি ফিট্‌জেরাল্ড''' ({{lang-en|Francis Scott Key Fitzgerald}}; জন্ম: ২৪ সেপ্টেম্বর ১৮৯৬ - ২১ ডিসেম্বর ১৯৪০)<ref name="বায়োগ্রাফি">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=F. Scott Fitzgerald |ইউআরএল=https://www.biography.com/people/f-scott-fitzgerald-9296261 |ওয়েবসাইট=বায়োগ্রাফি |প্রকাশক=এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস |সংগ্রহের-তারিখ=২৪ সেপ্টেম্বর ২০১৮ |ভাষা=en-us}}</ref> ছিলেন একজন মার্কিন কথাসাহিত্যিক।ঔপন্যাসিক, প্রাবন্ধিক, চিত্রনাট্যকার ও ছোটগল্পকার। তার কর্মসৃষ্টিকর্মগুলোর মধ্য দিয়ে তিনি [[জ্যাজ যুগেরযুগ]] বর্ণনাপরিভাষাটিকে পাওয়া[[টেলস যায়।অব দ্য জ্যাজ এজ|জনপ্রিয় করে]] তুলেন। জীবদ্দশায় তিনি চারটি উপন্যাস, চারটি ছোটগল্প সংকলন এবং ১৬৫টি ছোটগল্প প্রকাশ করেন। ১৯২০-এর দশকে সীমিত পরিসরে সাফল্য অর্জন করলেও বর্তমানতার মৃত্যুর পর তিনি সমালোচক ও সময়েপাঠকদের নিকট প্রশংসিত হন। তাকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা মার্কিন লেখক বলে গণ্য করা হয়। ফিট্‌জেরাল্ডকে ১৯২০-এর দশকের "হারানো প্রজন্ম"-এর একজন সদস্য বলে ধরা হত। তার সমাপ্ত করা কর্মগুলো হল ''[[দিস সাইড অব প্যারাডাইজ]]'', ''[[দ্য বিউটিফুল অ্যান্ড ড্যামড]]'', ''[[দ্য গ্রেট গেটসবি]]'', এবং ''[[টেন্ডার ইজ নাইট]]''। তার পঞ্চম ও অসমাপ্ত কাজটি ছিল ''[[দ্য লাস্ট টাইকুন]]'', যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার চারটি ছোটগল্প সংকলন প্রকাশিত হয় এবং ১৬৪টি ছোটগল্প তার জীবনকালেই বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়।
 
ফিট্‌জেরাল্ড [[মিনেসোটা]]র সেন্ট পলে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তার শৈশবে কাটে [[নিউ ইয়র্ক]]ে। তিনি [[প্রিন্সটন বিশ্ববিদ্যালয়]]ে ভর্তি হন, কিন্তু সাহিত্যচর্চার শুরুর কারণে তিনি ১৯১৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েন এবং সেনাবাহিনীতে যোগ দেন। [[অ্যালাবামা]]য় অবস্থানকালে তিনি ধনী সামাজিক প্রতিপত্তিসম্পন্ন জেল্ডা সয়ারের প্রেমে পড়েন। শুরুতে তার আর্থিক অবস্থার কারণে তাকে প্রত্যাখ্যান করলেও পরবর্তীকালে তার প্রথম উপন্যাস ''[[দিস সাইড অব প্যারাডাইজ]]'' (১৯২০) সফলতা অর্জন করলে জেল্ডা তাকে বিয়ে করতে রাজি হন।
 
তার অনান্য কাজগুলো হল ''[[দ্য বিউটিফুল অ্যান্ড ড্যামড]]'', ''[[দ্য গ্রেট গ্যাটসবি]]'', এবং ''[[টেন্ডার ইজ নাইট]]''। তার পঞ্চম ও অসমাপ্ত কাজটি ছিল ''[[দ্য লাস্ট টাইকুন]]'', যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার চারটি ছোটগল্প সংকলন প্রকাশিত হয় এবং ১৬৪টি ছোটগল্প তার জীবনকালেই বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়।
 
==প্রারম্ভিক জীবন==
ফিট্‌জেরাল্ড ১৮৯৬ সালের ২৪শে সেপ্টেম্বর [[মিনেসোটা]]র সেন্ট পলে একজনএক উচ্চ -মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফিট্‌জেরাল্ডের বিখ্যাত চাচাতো ভাইয়ের নামানুসারে তার নাম রাখা হয় ফ্রান্সিস স্কট কি এবং তিনবার তা বাদ দেওয়া হয়,<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=ম্যাথু জোসেফ |প্রথমাংশ1=ব্রুকলি |শেষাংশ2=স্মিথ |প্রথমাংশ2=স্কট ফিট্‌জেরাল্ড |শিরোনাম=Some Sort of Epic Grandeur: The Life of F. Scott Fitzgerald |তারিখ=২০০২ |প্রকাশক=সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস |অবস্থান=কলাম্বিয়া |পাতা=১৩}}</ref> কিন্তু তিনি বরাবরই স্কট ফিট্‌জেরাল্ড নামে পরিচিত ছিলেন। এছাড়া তার দুই অকালপ্রয়াত বোনের একজন লুইস স্কট ফিট্‌জেরাল্ডের নামানুসারেও তার নামকরণ করা হয়েছিল।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=শিফ |প্রথমাংশ1=জোনাথন |শিরোনাম=Ashes to Ashes: Mourning and Social Difference in F. Scott Fitzgerald's Fiction |তারিখ=২০০১ |প্রকাশক=সাস্কেহানা বিশ্ববিদ্যালয় প্রেস |অবস্থান=সেলিংসগ্রোভ |পাতা=২১}}</ref> ফিট্‌জেরাল্ড পরবর্তীকালে এ সম্পর্কে লিখেন "আমি জন্মের তিন মাস পূর্বে, আমার মা তার দুই সন্তানকে হারায়... আমি মনে করি আমি তখন থেকেই লেখক হওয়া শুরু করেছিলাম।"<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=ফিট্‌জেরাল্ড |প্রথমাংশ1=এফ. স্কট |শিরোনাম=Afternoon of an Author: A Selection of Uncollected Stories and Essays |তারিখ=১৯৫৭ |প্রকাশক=স্কিবনার |অবস্থান=নিউ ইয়র্ক |পাতা=১৮৪}}</ref>
 
==কাজের চলচ্চিত্রে উপযোগকরণ==