সেলিম-সুলেমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কর্মজীবন
→‎কর্মজীবন: সম্প্রসারণ
৩৫ নং লাইন:
সেলিম-সুলেমান ১৯৯৭ সাল থেকে হিন্দি চলচ্চিত্রের সুরারোপ করছেন। তাদের প্রথম কাজ ছিল সঞ্জয় গুপ্তের ''হামেশা'' (১৯৯৭)। এরপর তারা ১৯৯০-এর দশকের শেষভাগে ভিভা, আসমান, শ্বেতা শেঠী, জেসমিন ও স্টাইল ভাইয়ের একাধিক হিন্দি পপ অ্যালবামের সুর করেছেন।<ref name="ঘোষ-২০২০">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=ঘোষ |প্রথমাংশ1=দেবশ্রী |শিরোনাম=Why have Salim-Sulaiman gone indie? Because ‘Ore Piya’ wouldn’t stand a chance today |ইউআরএল=https://scroll.in/reel/978805/why-have-salim-sulaiman-gone-indie-because-ore-piya-wouldnt-stand-a-chance-today |সংগ্রহের-তারিখ=২৩ জানুয়ারি ২০২১ |কর্ম=স্ক্রল.ইন |তারিখ=৬ ডিসেম্বর ২০২০ |ভাষা=en-US}}</ref>
 
২০০০-এর দশকের শুরুতে তারা বিভিন্ন চলচ্চিত্রের আবহ সঙ্গীতের কাজ করেছেন। ২০০৫ সালে তারা [[করণ জোহর]]-[[শাহরুখ খান]]ের প্রযোজনায় ''[[কাল (২০০৫-এর চলচ্চিত্র)|কাল]]'' (২০০৫) চলচ্চিত্রের গানের সুর করার সুযোগ পান। গানগুলো সমাদৃত হয়। এই চলচ্চিত্রের জন্য পরিচালক সোহম শাহ শাহরুখ খানের উন্মুক্ত ছাতিরছাতি ও সিক্স প্যাক নিয়ে পরিবেশনা করবেন এমন একটি গানের সুরের জন্য এমন সুরকার খুঁজছিলেন, যারা বিরাট শব্দের সৃষ্টি করতে পারে। তারা দুজন সুপার হিট "কাল ধামাল" গানটির সুর করেন। ''নিল 'এন' নিকি'' (২০০৫) চলচ্চিত্রের জন্য তার ভুল ইংরেজি ব্যবহারের সিদ্ধান্ত নেন। চলচ্চিত্রটির পাঞ্জাবি নায়কের জন্য তারা অন্বিতা দত্তের গীতে ভুল ইংরেজি ব্যবহার করেন। ''ইকবাল'' (২০০৫) চলচ্চিত্রের "আশায়েঁ" গানটি মাত্র একদিনে সুর করেন।<ref name="ঘোষ-২০২০"/>
 
[[চিত্র:Salimmerchant2.jpg|থাম্ব|বাম|200px|২০১১ সালে সেলিম মার্চেন্ট]]
তাদের জনপ্রিয় একটি গান হল ''[[ডোর (চলচ্চিত্র)|ডোর]]'' (২০০৬) চলচ্চিত্রের "ইয়ে হোঁসলা"। এই গানে তারা যে সুর সৃষ্টি করেন, তা ''[[চাক দে! ইন্ডিয়া]]'' (২০০৭) চলচ্চিত্রের "মওলা মেরে" গানেও ব্যবহৃত হয়। অন্যদিকে, এই ''চাক দে! ইন্ডিয়া''-র শীর্ষ গানটি প্রযোজক [[আদিত্য চোপড়া]]র সাতবার পুনরাবৃত্তি করার পর চূড়ান্ত করা হয়। তাদের সুরারোপিত ''[[আজা নাচলে]]'' (২০০৭) চলচ্চিত্রে শীর্ষ গানটি হিট হয়। পাশাপাশি এই চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের ঠোঁট না মিলানো "ওরে পিয়া" গানটিও হিট হয়। ''[[রব নে বানা দি জোড়ি]]'' (২০০৮) চলচ্চিত্রের "হলে হল" গানটিও তারা একদিনে সুর করেন। এছাড়া তারা ''[[ফ্যাশন (২০০৮-এর চলচ্চিত্র)|ফ্যাশন]]'' (২০০৮) ও ''[[কুরবান (২০০৯-এর চলচ্চিত্র)|কুরবান]]'' (২০০৯) চলচ্চিত্রের সুরারোপ করেন।<ref name="ঘোষ-২০২০"/>
 
তাদের সুরারোপিত ''[[ব্যান্ড বাজা বারাত]]'' চলচ্চিত্রের "অ্যাঁয়ভি অ্যাঁয়ভি লুট গয়া" পরিচ্ছন্ন গীতসমৃদ্ধ আনন্দদায়ক গান। পাঞ্জাবি লোকসঙ্গীত ধারার সুর সংবলিত গানটি পার্টি গান হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে।<ref name="গয়াল-২০২০">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=গয়াল |প্রথমাংশ1=সমর্থ |শিরোনাম=Salim-Sulaiman: People today are almost afraid of making good music |ইউআরএল=https://www.hindustantimes.com/music/salim-sulaiman-people-today-are-almost-afraid-of-making-good-music/story-RtKbpPnnOfwcnE1ti3kkRI.html |সংগ্রহের-তারিখ=২৩ জানুয়ারি ২০২১ |কর্ম=[[হিন্দুস্তান টাইমস]] |তারিখ=২৭ জুলাই ২০২০ |ভাষা=en}}</ref>
 
==পুরস্কার ও মনোনয়ন==