উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৬২ নং লাইন:
:::::: {{Re|Marajozkee}} আপনি যে পরিসরের আলোচনা করেছেন সে ধরনের (এমন কী এর চেয়েও জটিল) আলোচনা আমরা বাংলা উইকি সম্প্রদায়ের সবাই ও বৈশ্বিক সম্প্রদায়ও বিনে পয়সায় ও নিজের ইচ্ছায় করেন। আর ঘণ্টা প্রতি (প্রায়) এক হাজার সাতশ টাকা (জন প্রতি সাড়ে আটশ টাকা হলে) মিটিং সমন্বয়কারীর খরচ হলে কেমন ধরনের পেশাদার সমন্বয়কারী বা facilitator পাওয়া যেতে পারে আপনার হয়তো সে বিষয়ে ধারণাই নেই। অর্থাৎ, আপনার প্রশ্নের উত্তর হিসেবে বলবো ঘণ্টায় ১০ ডলার বা (প্রায়) সাড়ে আটশ টাকা অবশ্যই বেশি ধরা হয়েছে। এর থেকেই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাদের কেউ এই আলোচনা শুরু করতে বলেনি, আপনারা নিজেরাই আগ্রহ নিয়ে শুরু করেছেন, এখন এভাবে আলোচনা সমন্বয়ের জন্য নিজেরাই টাকা নেবেন, আর সেটি আবার সম্প্রদায়কে না জানিয়ে, বিষয়টি দৃষ্টিকটু হয়ে গেলো না? এদিকে জনি ভাই তো নিজেই দাবি করেছেনে যে তিনি এই অনুদানের বিষয়ে কিছুই জানেন না। তিনি নিজেই জানেন না যে তিনি এই আলোচনা সমন্বয়ের জন্য টাকা পাবেন (আপনি তার সাথে কথা বলেও টাকার পরিমাণ ঠিক করেননি), এখন তাকে আপনি টাকা কীভাবে সাধবেন? — [[User:Wikitanvir|তানভির]] • ১৫:৪৪, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
::::::: আপনি ভারতে বসবাস করেন, আপনি টাকা নিবেন সেই হিসেবে। অবশ্যই ঘণ্টায় ১০ ডলার অত্যাধিক। অবশ্য যদি লাভ করার ইচ্ছা করেন তবে অন্য কথা। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৮:৫০, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:::::::: co-facilitator হিসেবে জনি অর্থ পাবেন বলছেন অথচ যখন গ্রান্ট প্রস্তাব জমা দিয়েছেন তখন সে বিষয়ে জনিকে টাকা পয়সার ব্যাপারে কিছুই জানাননি, এতো আশ্চর্য ব্যাপার। আপনার কার্যকলাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর জনি তো এই ব্যাপারে জানতে পেরে নিজেই আশ্চর্য হয়ে গেছেন বলে জানাচ্ছেন। অথচ এখন আপনি বলছেন আপনি নাকি ওনাকে টাকা পাঠাবেন। তাহলে কি ধরে নিতে হবে যে এই আলোচনা শুরুর আগে পর্যন্ত জনিকে টাকা পাঠানোর কোন পরিকল্পনা ছিল না, হঠাৎ সম্প্রদায়ের চাপে পড়ে টাকা পাঠানোর কথা ভাবতে বাধ্য হয়েছেন? দ্বিতীয় কথা, আপনি নিজেই গ্রান্ট চেয়েছেন, কাউকে আপনার গ্রান্ট আবেদন সম্বন্ধে জানালেন না, আবার।আবার নিজে উইকিমিডিয়া কৌশল হিসেবে সম্পূর্ণ অনভিজ্ঞ হয়ে নিজেই নিজেকে facilitator ঘোষণা করে তার জন্য পারিশ্রমিক চেয়ে বসলেন, facilitator হিসেবে কোন পূর্ব দক্ষতা বা অভিজ্ঞতার কোন প্রমাণ পর্যন্ত নেই, এসবের কি ব্যাখ্যা দেবেন? -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ২১:১৪, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
:::২. আপনি বলছেন আপনি প্রতি অনলাইন আলোচনায় <u>নথিপত্র প্রস্তুতের জন্য</u> ৮০ ডলার (৬,০০০ টাকা প্রায়) নিয়েছেন। প্রশ্ন: আপনি বাসায় বসে সব করেছেন। নথিপত্র প্রস্তুতের জন্য এত টাকা কেন? এটা কি বুঝ দিয়ে অতি টাকা নেয়া নয়? ৪০০ ডলারের মধ্যে জনি কেন এখনো ২০০ ডলার পেল না? "গুরুত্বপূর্ণ", নথিপত্র প্রস্তুতের জন্য আপনি টাকা নিচ্ছেন, তবে facilitator বা সহায়তাকারী হিসেবে কি প্রস্তুতি নিয়েছিলেন? আলোচনায় কি বলবেন তা মনে মনে বলে প্রস্তুতি নিয়েছিলেন? আর ৫ আলোচনার জন্য ৫টি নথিপত্র কই? আমি ইতিমোধ্যে প্রস্তুত করা নথিপত্র দেখতে চাই, এই আলোচনার কারণে আমাদের দেখানোর জন্য আজকে প্রস্তুত করা নথিপত্র নয়।