নোয়েল কাওয়ার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৩ নং লাইন:
 
১৯৫৫ সালে লাস ভেগাসে কাওয়ার্ডের ক্যাবারে অঙ্কটির সরাসরি পরিবেশনা গ্রামোফোনের জন্য ধারণ করা হয় এবং ''নোয়েল কাওয়ার্ড অ্যাট লাস ভেগাস'' নামে মুক্তি দেওয়া হয়।<ref>Reissued in 2003 on CD by CBS – DRG 19037</ref> এটি এতই সফলতা অর্জন করে যে [[সিবিএস]] তাকে ১৯৫৫-৫৬ মৌসুমের জন্য তিনটি ৯০ মিনিটের টেলিভিশন বিশেষ অনুষ্ঠানের একটি ধারাবাহিক রচনা ও পরিচালনার প্রস্তাব দেয়। প্রথম বিশেষ অনুষ্ঠান ''টুগেদার উইথ মিউজিক''-এ কাওয়ার্ড ম্যারি মার্টিনের সাথে জুটি বাঁধেন এবং তাকে লাস ভেগাস অঙ্কের কয়েকটি কাজে প্রধান চরিত্রে দেখা যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=কেনরিক |প্রথমাংশ1=জন |শিরোনাম=Noel Coward: A Brief Biography - Part III |ইউআরএল=http://www.musicals101.com/noelbio3.htm |ওয়েবসাইট=Musicals 101: The Cyber Encyclopedia of Musical Theatre, TV and Film |সংগ্রহের-তারিখ=২২ জানুয়ারি ২০২১}}</ref> এরপর তিনি ''ব্লাইদ স্পিরিট'' নাটকের কাজ শুরু করেন, এতে তিনি [[ক্লডেট কোলবার্ট]], [[লরেন বাকল]], ও [[মিলড্রেড ন্যাটউইক]]ের সাথে শ্রেষ্ঠাংশে অভিনয় করে। এছাড়া তিনি ''দিস হ্যাপি ব্রিড'' নাটকে [[এডনা বেস্ট]] ও [[রজার মুর]]ের সাথে অভিনয় করেন। ইতিবাচক পর্যালোচনার পরও দর্শকের পরিমাণ মাঝারিমানের ছিল।{{sfn|পেইন|মর্লি|১৯৭৪|pp=২৮৭-৮৮, ৩০৪, ৩১৪}}
 
১৯৫০ ও ১৯৬০-এর দশকেও কাওয়ার্ড সঙ্গীতনাট্য ও নাটক রচনা চালিয়ে যান। ১৯৫৩ সালে তিনি [[অস্কার ওয়াইল্ড]] রচিত চার-অঙ্কবিশিষ্ট ''লেডি উইন্ডমেয়ার্স ফ্যান'' নাটকটিকে ''আফটার দ্য বল'' নামে নিজের নাটকে উপযোগী করেন। এটি ওয়েস্ট এন্ডে উদ্বোধন হওয়া তার শেষ সঙ্গীতনাট্য। তার শেষ দুটি সঙ্গীতনাট্য ব্রডওয়ে মঞ্চে উদ্বোধন হয়। ব্যয়বহুল ক্রুজ লাইনারের পটভূমিতে রচিত ''সেইল অ্যাওয়ে'' (১৯৬১) যুদ্ধ-উত্তর কাওয়ার্ডের সবচেয়ে সফল সঙ্গীতনাট্য। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চস্থ হয়।{{sfn|লেসলি|pp=৪১০-৪১৪, ৪২৮-৪২৯}} [[টেরেন্স র‍্যাটিগ্যান]]ের ''দ্য স্লিপিং প্রিন্স'' নাটকের সঙ্গীতনাট্যধর্মী উপযোগকরণ ''দ্য গার্ল হু কেম টু সাপার'' (১৯৬৩) মাত্র তিন মাস চলে।{{sfn|লেসলি|p=৪৩০}} তিনি ১৯৬৪ সালে ''ব্লাইদ স্পিরিট'' নাটকের ব্রডওয়ে সঙ্গীতনাট্যধর্মী উপযোগকরণ ''হাই স্পিরিটস'' পরিচালনা করেন, যা সফলতা লাভ করে। কাওয়ার্ডের পরবর্তী নাটকগুলোর মধ্যে ''লুক আফটার লুলু!'' (১৯৫৯) নামে একটি প্রহসন এবং ''ওয়েটিং ইন দ্য উইংস'' (১৯৬০) নামে একটি বিয়োগান্ত-হাস্যরসাত্মক নাটক "তাচ্ছিল্যপূর্ণ সমালোচনা" সত্ত্বেও সফল হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=সিমন |প্রথমাংশ1=জন |শিরোনাম=Waiting in the Wings |ইউআরএল=https://nymag.com/nymetro/arts/theater/reviews/1773/ |ওয়েবসাইট=নিউ ইয়র্ক ম্যাগাজিন |তারিখ=৩ জানুয়ারি ২০০০ |সংগ্রহের-তারিখ=২২ জানুয়ারি ২০২১}}</ref> কাওয়ার্ড যুক্তি প্রদর্শন করেন যে একটি নাটকের প্রাথমিক উদ্দেশ্য হল বিনোদন প্রদান করা, এবং তিনি [[আধুনিকতা]]র কোন প্রচেষ্টা করেননি, কারণ তিনি মনে করেন আধুনিকতা সমালোচকদের কাছে আকর্ষণীয় হলেও দর্শকদের কাছে বিরক্তিকর। গ্রীষ্মমণ্ডলীয় ব্রিটিশ উপনিবেশের জীবন নিয়ে রচিত তার হাস্যরসাত্মক উপন্যাস ''পম্প অ্যান্ড সারকামস্ট্যান্স'' (১৯৬০) অধিক সমাদৃত হয়।{{sfn|পেইন|মর্লি|১৯৭৪|pp=৪৫১, ৪৫৩}}{{efn|কাওয়ার্ডের কাল্পনিক সাউথ সি দ্বীপপুঞ্জ উপনিবেশ "সামোলো" মূলত জামাইকা ভিত্তিক একটি স্থান, যেখানে তার একটি বাড়ি ছিল। তিনি তার উপন্যাসের পটভূমি হিসেবেই শুধু এই স্থানটি ব্যবহার করেননি, বরং দুটি নাটক (''পয়েন্ট ভেলাইন'' ও ''সাউথ সি বাবল'') এবং একটি সঙ্গীতনাট্য (''প্যাসিফিক ১৮৬০'')-এর পটভূমি হিসেবেও এই স্থানটি ব্যবহার করেন।<ref>কাওয়ার্ড, ''Plays, Six'', পৃ. xi</ref>}}
 
==টীকা==