নোয়েল কাওয়ার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎জীবনী: যুদ্ধ-উত্তর কর্মজীবন
৩০ নং লাইন:
 
===যুদ্ধ-উত্তর কর্মজীবন===
যুদ্ধ-উত্তর কাওয়ার্ডের নতুন নাটকগুলো মাঝারিমানের সফলতা লাভ করে, কিন্তু যুদ্ধ-পূর্ব সফল নাটকগুলোর মত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।{{sfn|লার|p=১৩৬}} ''রিলেটিভ ভ্যালুজ'' (১৯৫১) নাটকটিতে বিবাহ নিয়ে এক অভিজাত ইংরেজ পরিবার ও একজন হলিউড অভিনেত্রীর সাংস্কৃতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। ''সাউথ সি বাবল'' (১৯৫১) ব্রিটিশ উপনিবেশের পটভূমিতে রচিত একটি রাজনৈতিক হাস্যরসাত্মক নাটক। ''কোয়াড্রিল'' (১৯৫২) ভিক্টোরীয় যুগীয় প্রেম ও পলায়ন বিষয়ক নাটক। ''ন্যুড উইথ ভায়োলিন'' (১৯৫৬) আধুনিক শিল্পকলা ও বিদ্যাভিমান নিয়ে রচিত ব্যঙ্গধর্মী নাটক। এই নাটকটির লন্ডনে মঞ্চায়নে [[জন গিলগুড]] এবং নিউ ইয়র্কে মঞ্চায়নে কাওয়ার্ড কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।{{sfn|লেসলি|pp=৩১৪, ৩৬১, ৩৭০}} সমসাময়িক ঘটনাভিত্তিক গীতি-নৃত্য-নাট্য ''সাই নো মোর'' (১৯৪৫) মাঝারিমানের সফলতা লাভ করে,{{sfn|মোর্লিমর্লি|১৯৭৪|p=৩০৮}} কিন্তু সাউথ সিজ ধারার প্রণয়ধর্মী ''প্যাসিফিক ১৮৬০'' (১৯৪৬) এবং একটি নৈশক্লাবের পটভূমিতে রচিত ''এইস অব ক্লাবস'' (১৯৪৯) শীর্ষক সঙ্গীতনাট্য দুটি আর্থিক দিক থেকে ব্যর্থ হয়।{{sfn|লেসলি|pp=২৪৮, ২৮৯}} এই সময়ে ১৯৫১ ও ১৯৫২ সালে যথাক্রমে কাওয়ার্ডের দুই বন্ধু চার্লস কোচরান ও গারট্রুড লরেন্স মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়লেও কাওয়ার্ড সর্বসাধারণের নিকট তার উচ্চতর জীবনমান ধরে রাখেন। ১৯৫৩ সালে [[মার্গারেট লেইটন]]ের সাথে জর্জ বার্নার্ড শয়ের ''দি অ্যাপল কার্ট'' নাটকে রাজা ম্যাগনাস চরিত্রে তার অভিনয় গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে।<ref>"Haymarket Theatre", ''দ্য টাইমস'', ৮ মে ১৯৫৩, পৃষ্ঠাপৃ. ১২; এবং ব্রাউন, আইভর। "Royal and Ancient", ''দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান'', ৮ মে ১৯৫৩, পৃষ্ঠাপৃ. ৫।</ref> এছাড়া তার যুদ্ধকালীন সফরগুলোতে সৈনিকদের বিনোদনের লক্ষ্যে তার ক্যাবারে অঙ্কগুলো প্রথমে লন্ডনের ক্যাফে দে পারি এবং পরে লাস ভেগাসে বিপুল সফলতা অর্জন করেন।{{sfn|মোর্লিমর্লি|১৯৭৪|pp=৩৩৯-৩৪০}}
 
১৯৫৫ সালে লাস ভেগাসে কাওয়ার্ডের ক্যাবারে অঙ্কটির সরাসরি পরিবেশনা গ্রামোফোনের জন্য ধারণ করা হয় এবং ''নোয়েল কাওয়ার্ড অ্যাট লাস ভেগাস'' নামে মুক্তি দেওয়া হয়।<ref>Reissued in 2003 on CD by CBS – DRG 19037</ref> এটি এতই সফলতা অর্জন করে যে [[সিবিএস]] তাকে ১৯৫৫-৫৬ মৌসুমের জন্য তিনটি ৯০ মিনিটের টেলিভিশন বিশেষ অনুষ্ঠানের একটি ধারাবাহিক রচনা ও পরিচালনার প্রস্তাব দেয়। প্রথম বিশেষ অনুষ্ঠান ''টুগেদার উইথ মিউজিক''-এ কাওয়ার্ড ম্যারি মার্টিনের সাথে জুটি বাঁধেন এবং তাকে লাস ভেগাস অঙ্কের কয়েকটি কাজে প্রধান চরিত্রে দেখা যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=কেনরিক |প্রথমাংশ1=জন |শিরোনাম=Noel Coward: A Brief Biography - Part III |ইউআরএল=http://www.musicals101.com/noelbio3.htm |ওয়েবসাইট=Musicals 101: The Cyber Encyclopedia of Musical Theatre, TV and Film |সংগ্রহের-তারিখ=২২ জানুয়ারি ২০২১}}</ref> এরপর তিনি ''ব্লাইদ স্পিরিট'' নাটকের কাজ শুরু করেন, এতে তিনি [[ক্লডেট কোলবার্ট]], [[লরেন বাকল]], ও [[মিলড্রেড ন্যাটউইক]]ের সাথে শ্রেষ্ঠাংশে অভিনয় করে। এছাড়া তিনি ''দিস হ্যাপি ব্রিড'' নাটকে [[এডনা বেস্ট]] ও [[রজার মুর]]ের সাথে অভিনয় করেন। ইতিবাচক পর্যালোচনার পরও দর্শকের পরিমাণ মাঝারিমানের ছিল।{{sfn|পেইন|মর্লি|১৯৭৪|pp=২৮৭-৮৮, ৩০৪, ৩১৪}}
 
==টীকা==