অর্জুন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratyutpannamati (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬ নং লাইন:
| successor =
| spouse = [[দ্রৌপদী]], [[উলূপী]], [[চিত্রাঙ্গদা]] , [[সুভদ্রা]]
| children = শ্রুতকীর্তি ([[দ্রৌপদী]] পুত্র), [[ইরাবান]] ([[উলূপী]] পুত্র), বভ্রুবাহন ([[চিত্রাঙ্গদা]] পুত্র), [[অভিমন্যু]] ([[সুভদ্রা]] পুত্র)PRAGATI (KANYA),
| mother = [[কুন্তি]]
| father = [[পান্ডু]](পালিত পিতা)<br/>[[ইন্দ্র (দেবতা)|ইন্দ্র]]
১৩ নং লাইন:
 
'''অর্জুন''' ([[দেবনাগরী]]: अर्जुन) ''[[মহাভারত]]'' মহাকাব্যের একটি চরিত্র। তিনি [[পঞ্চপাণ্ডব|পঞ্চপাণ্ডবের]] অন্যতম। 'অর্জুন' শব্দের অর্থ 'উজ্জ্বল', 'জাজ্বল্যমান', 'সাদা' অথবা 'রূপালি'।<ref>Maharishi Mahesh Yogi on the Bhagavad-Gita, a New Translation and Commentary, Chapter 1-6. Penguin Books, 1969, p 31 (v 4)</ref> তিনি একজন অব্যর্থ ধনুর্বিদ। তাকে পার্থ এবং ধনঞ্জয় নামেও ডাকা হয়। অর্জুন এর আরো বেশ কিছু নাম রয়েছে। তাদের মধ্যে কিছু নাম হল – অরিমর্দন, কপিকেতন, কপিধ্বজ, কিরীটী, কৃষ্ণসখ, কৃষ্ণসারথি, কৌন্তেয়, গাণ্ডিবধন্বা, গাণ্ডিবী, গুঁড়াকেশ, চিত্রযোধী, জিষ্ণু, তৃতীয় পাণ্ডব, ধনঞ্জয়, পার্থ, ফল্গুন, ফাল্গুনি, বিজয়, বীভৎসু, শব্দবেধী, শব্দভেদী, শুভ্র, শ্বেতবাহ, শ্বেতবাহন, সব্যসাচী।<ref>[[অর্জুনের নাম]]</ref> তার মা কুন্তি তাকে মন্ত্রবলে দেবরাজ ইন্দ্রের নিকট হতে লাভ করেন। তিনি [[দ্রোণাচার্য]] হতে ধনুবিদ্যা লাভ করেন। পাণ্ডব ভ্রাতৃগণের মধ্যে তার স্থান তৃতীয়। অর্জুন [[পাণ্ডু]] ও তার জ্যৈষ্ঠা মহিষী [[কুন্তী|কুন্তীর]] পুত্র। অর্জুনকে [[নারায়ণ|নারায়ণের]] কনিষ্ঠ ভ্রাতা [[নর-নারায়ণ|নর-নারায়ণের]] [[অবতার]] মনে করা হয়।<ref>[[Mahābhārata]], [http://www.sacred-texts.com/hin/m01/m01002.htm Adi Parva, Section I]</ref><ref>[[Devi Bhagawatam]], [http://www.sacred-texts.com/hin/db/bk04ch22.htm fourth book, chapter XXII]</ref> মহাভারতে তাকে 'চতুর্থ কৃষ্ণ' বলেও উল্লেখ করা হয়েছে।<ref>{{বই উদ্ধৃতি |লেখক=Hiltebeitel, Alf |শিরোনাম=The ritual of battle: Krishna in the Mahābhārata |প্রকাশক=State University of New York Press |অবস্থান=Albany, N.Y |বছর=1990 |পাতাসমূহ= |আইএসবিএন=0-7914-0249-5 |oclc= |ডিওআই= |সংগ্রহের-তারিখ=}} [http://books.google.ie/books?id=vwWGX08JAx8C&pg=PA61 p61]</ref> [[কৃষ্ণ]] ছিলেন তার প্রিয় বন্ধু তথা শ্যালক। [[কুরুক্ষেত্র যুদ্ধ|কুরুক্ষেত্র যুদ্ধের]] সূচনাপর্বে কৃষ্ণ তাকে যে উপদেশাবলি প্রদান করেন তাই [[ভগবদ্গীতা]] নামে পরিচিত।
 
==জন্ম==
অর্জুনের পিতার নাম পান্ডু ও মাতার নাম কুন্তী। যুবক বয়সে পান্ডু রাজা কিন্দম মুনিকে হরিণ ভেবে শিকার করতে গিয়ে হত্যা করায় মুনি তাকে অভিশাপ দেন যে স্ত্রীসম্ভোগকালে তার মৃত্যু হবে। এ ঘটনার পর পান্ডু তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে যান। সেখানে কুন্তী, দুর্বাষা মুনির বর প্রাপ্ত মন্ত্র দিয়ে ভগবান ইন্দ্রের কাছে ভগবান ইন্দ্রেরই মত বলবান এবং তেজস্বী একটি পুত্রসন্তান প্রার্থনা করলে। ভগবান ইন্দ্রের আশির্বাদে কুন্তী অর্জুনের জন্ম দেন। তাই অর্জুনকে ভগবান ইন্দ্রেরও পুত্র বলা হয়।