আনোয়ার হোসেন মঞ্জু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sumona Sumi (আলোচনা | অবদান)
আনোয়ার হোসেন মঞ্জু এ ছাড়া ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৭ বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ১/১১-এর সময় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা থাকায় ২০০৮ সালে তিনি নির্বাচন করতে পারেননি। যা বাংলাদেশে জেপি নামে পরিচিত।
অক্ষরযোগে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৫ নং লাইন:
'''আনোয়ার হোসেন মঞ্জু''' (জন্ম ১ জানুয়ারি ১৯৪৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক, যিনি [[পিরোজপুর-২ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা)|পিরোজপুর ২]] আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এর পূর্বে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। তিনি পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.ec.org.bd/NewsFilesEng/101.PDF|শিরোনাম=EC BD|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20150616074225/http://www.ec.org.bd/NewsFilesEng/101.PDF#|আর্কাইভের-তারিখ=১৬ জুন ২০১৫|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> থেকে ৬ বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য।
 
আনোয়ার হোসেন মঞ্জু এ ছাড়া ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৭ বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ১/১১-এর সময় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা থাকায় ২০০৮ সালে তিনি নির্বাচন করতে পারেননি।
তিনি [[জাতীয় পার্টি]] র একটি অংশের নেতা। যা বাংলাদেশে জেপি নামে পরিচিত। তার পিতা [[তোফাজ্জল হোসেন মানিক মিয়া]] একজন নামকরা রাজনীতিবিদ এবং [[দৈনিক ইত্তেফাক]] এর প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত [[দৈনিক ইত্তেফাক]] এর সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৬-২০০১ সময়কালে [[আওয়ামী লীগ]] এর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন প্রদান করেন এবং সেসময় বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।