রামপ্রসাদ সেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
বিষয়বস্তু যোগ
১৪ নং লাইন:
'''"কবিরঞ্জন"''' '''রামপ্রসাদ সেন''' (১৭১৮ বা ১৭২৩ – ১৭৭৫) ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট [[বাঙালি জাতি|বাঙালি]] [[শাক্তধর্ম|শাক্ত]] কবি ও সাধক।<ref>{{harvnb|Martin|2003|p=[http://books.google.com.sg/books?id=qSfneQ0YYY8C&pg=PA191&vq=ramprasad 191]}}</ref><ref>{{harvnb|Ayyappapanicker|1997}}, p. 64</ref> [[বাংলা ভাষা|বাংলা ভাষায়]] দেবী [[কালী|কালীর]] উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি সমধিক পরিচিত; তার রচিত "রামপ্রসাদী" গানগুলি আজও সমান জনপ্রিয়।<ref name="McDaniel">{{Harvnb|McDaniel|2004}}, p. 162</ref> রামপ্রসাদের জীবন সংক্রান্ত নানা বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদবাক্যের মতো প্রচারিত। তবে নানা সূত্র থেকে তার জীবন সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্যও পাওয়া যায়।<ref name="Hixon" />
 
রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক [[তন্ত্র|তান্ত্রিক]] [[বৈদ্যব্রাহ্মণ]] পরিবারে। বাল্যকাল থেকেই কাব্যরচনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষিত হত। পরবর্তীকালে তিনি তন্ত্রাচার্য ও যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব গ্রহণ করেন। তার রচিত ভক্তিগীতিগুলি তার জীবদ্দশাতেই বিপুল জনপ্রিয়তা লাভে সমর্থ হয়। [[নদিয়া জেলা|নদিয়ার]] রাজা [[কৃষ্ণচন্দ্র রায়]] তার পৃষ্ঠপোষক ছিলেন। রামপ্রসাদ সেনের উল্লেখযোগ্য রচনা হল ''[[বিদ্যাসুন্দর (রামপ্রসাদ সেন)|বিদ্যাসুন্দর]]'', ''কালীকীর্তন'', ''কৃষ্ণকীর্তন'' ও ''শক্তিগীতি''।
 
বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধারা [[বাউল]] ও বৈষ্ণব [[কীর্তন (বৈষ্ণবধর্ম)|কীর্তনের]] সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগরাগিণীর মিশ্রণে তিনি [[বাংলা সংগীত|বাংলা সংগীতে]] এক নতুন সুরের সৃষ্টি করেন। ''রামপ্রসাদী'' সুর নামে প্রচলিত এই সুরে পরবর্তীকালেও [[রবীন্দ্রনাথ ঠাকুর]], [[কাজী নজরুল ইসলাম]] সহ বহু সংগীতকার গীতিরচনা করেছেন।<ref name="Arnold" />
২২ নং লাইন:
 
=== প্রথম জীবন ===
[[কলকাতা]] শহরের ২৫ মাইল উত্তরে [[হুগলি নদী|হুগলি নদীর]] তীরে অবস্থিত [[হালিশহর, পশ্চিমবঙ্গ|হালিশহর]] গ্রামে (বর্তমানে শহর) এক তান্ত্রিক [[বৈদ্য|বৈদ্যব্রাহ্মণ]] পরিবারে রামপ্রসাদ সেনের জন্ম।<ref name="harding_215">{{Harvnb|Harding|1998}}, p. 215</ref> তার জন্মের প্রকৃত তারিখটি জানা যায় না। তবে বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে অনুমিত হয় যে, তার জন্ম হয়েছিল ১৭১৮<ref name="heehs_346">{{Harvnb|Heehs|2002}}, p. 346</ref> অথবা ১৭২৩ সালে।<ref name="harding_215"/> রামপ্রসাদের পিতা রামরাম সেন ছিলেন একজন [[আয়ুর্বেদ|আয়ুর্বৈদিক]] চিকিৎসক ও [[সংস্কৃত]] পণ্ডিত। রামপ্রসাদের মা সিদ্ধেশ্বরী দেবী ছিলেন রামরাম সেনের দ্বিতীয়া পত্নী।<ref name="harding_215"/> সেকালের রীতি অনুযায়ী, বাল্যকালে রামপ্রসাদকে একটি সংস্কৃত টোলে শিক্ষালাভের জন্য প্রেরণ করা হয়। সেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, [[ফার্সি ভাষা|ফার্সি]] ও [[হিন্দি ভাষা]] শিক্ষা করেন।<ref name="Hixon">{{Harvnb|Hixon|Jadunath Sinha|1994}}, pp. 205-207</ref><ref name="Harding_216"/> ছেলেবেলা থেকেই কাব্যরচনা ও নতুন নতুন ভাষাশিক্ষায় তার আগ্রহ ছিল প্রবল।<ref name="Harding_216"/>
 
রামরাম সেন চেয়েছিলেন যে, তার পুত্রও পারিবারিক চিকিৎসক বৃত্তি গ্রহণ করুক। কিন্তু রামপ্রসাদের সেদিকে আগ্রহ ছিল না। বরং আধ্যাত্মিক জীবনযাপনেই তিনি অধিকতর সুখী ছিলেন। এতে উদ্বিগ্ন হয়ে তার পরিবারবর্গ সর্বাণী নামে এক বালিকার সঙ্গে বাইশ বছর বয়সী রামপ্রসাদের বিবাহ দেন।<ref name="Harding_216"/> বিবাহের পর পারিবারিক প্রথানুযায়ী নবদম্পতি কুলগুরু মাধবাচার্যের নিকট দীক্ষা গ্রহণ করেন। কথিত আছে, দীক্ষাগ্রহণকালে গুরু তার কানে মন্ত্রপ্রদান করলে তিনি দেবী কালীর অনুরক্ত হয়ে পড়েন। এক বছর পর তার গুরুর মৃত্যু হয়।<ref name="Harding_216">{{Harvnb|Harding|1998}}, p. 216</ref> এরপর রামপ্রসাদ তান্ত্রিক যোগী ও পণ্ডিত [[কৃষ্ণানন্দ আগমবাগীশ|কৃষ্ণানন্দ আগমবাগীশের]] শিষ্যত্ব গ্রহণ করেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন বঙ্গদেশে কালী আরাধনার প্রবর্তক এবং সুপ্রসিদ্ধ শাক্ত তন্ত্রগ্রন্থ [[তন্ত্রসার|তন্ত্রসারের]] রচয়িতা। আগমবাগীশ রামপ্রসাদকে তন্ত্রসাধনা ও কালীপূজার পদ্ধতি শিক্ষা দেন।<ref name="harding_217">{{Harvnb|Harding|1998}}, p. 217</ref>