উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৬৫২ নং লাইন:
 
সার্বিকভাবে তার আচরণে এটি স্পষ্ট হয়েছে যে তার এই কর্মকাণ্ডে অসাধুতা রয়েছে (আমি অবগত যে এটি একটি বড় অভিযোগ, কিন্তু দুঃখজনক হলেও মতামত ও প্রমাণ সেদিকেই নির্দেশ করছে), এবং এ কাজে তিনি বাংলা উইকিপিডিয়াসহ অন্যান্য সম্প্রদায়কে ব্যবহার করেছেন। আর এহেন অসাধুতার জন্য জনাব [[ব্যবহারকারী:Marajozkee|রাজীব দত্তকে]] অনির্দিষ্টকালের জন্য বাধাদান ও নিষিদ্ধ করার প্রস্তাব করছি। — [[User:Wikitanvir|তানভির]] • ১৬:৫৩, ১৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:{{মন্তব্য}} যেহেতু বেশ কিছু উইকিমিডিয়ান সকল বাংলা প্রকল্প থেকে বাধাদান ও নিষিদ্ধ করার প্রস্তাবের পক্ষে মত দিচ্ছেন, সেহেতু [[উইকিসংকলন:লিপিশালা#বাংলা উইকিপিডিয়ায় ব্যবহারকারী:Marajozkee-এর প্রসঙ্গে আলোচনা|বাংলা উইকিসংকলন]] সম্প্রদায়কে জানানো হয়েছে। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ১৫:২৩, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
 
* {{দৃঢ় সমর্থন}}। প্রস্তাবক হিসেবে। — [[User:Wikitanvir|তানভির]] • ১৬:৫৩, ১৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
৬৬৫ নং লাইন:
*{{দৃঢ় সমর্থন}} এই নিয়ে গত এগারো দিনে তৃতীয়বার [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] মন্তব্য করলেন এবং একবারও সম্প্রদায়ের কোন প্রশ্নের উত্তর দিলেন না, উপরন্তু কথা ঘোরানোর চেষ্টা করলেন। উইকিমিডিয়া ফাউন্ডেশনকে কবে রিপোর্ট দেবেন, তারা সেই রিপোর্ট পড়ে ছেড়ে কথা বলবেন কি বলবেন না সেটা উইকিমিডিয়া ফাউন্ডেশনের ব্যাপার। সম্প্রদায়ের প্রশ্নগুলোর সঙ্গে তার কোন সম্পর্ক নেই। সম্প্রদায় সুনির্দিষ্ট প্রশ্ন করেছে এবং উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছে কিন্তু বার বার একই প্রশ্ন বিভিন্ন উইকিমিডিয়ান করা সত্ত্বেও তার কোন সদুত্তর এখনো পাওয়া যায়নি। বাধ্য হয়ে সকল বাংলা উইকিমিডিয়া প্রকল্প থেকে বাধাদান ও নিষিদ্ধ করার প্রস্তাবে দৃঢ় সমর্থন জানালাম। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ০৮:৩০, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
*{{দৃঢ় সমর্থন}}। ওনার কালক্ষেপণের কৌশল আমার কাছে ভাল লাগল না। প্রথমদিকে উল্টাপাল্টা উত্তর দিয়ে তিনি এখন গ্র্যান্টস দলের চাপের মুখে পড়ে এখানে যেমন তেমন হিসাবের সাথে আবেগে পরিপূর্ণ বার্তা দিয়ে কোনমতে বুঝ দেয়ার চেষ্টা করছেন। এত বছর ধরে উইকিমিডিয়ানগণ এর চেয়ে ঢের বেশি আয়োজন, অনুবাদ এবং নথিকরণের কাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করে এসেছেন। প্রথম দিকের প্রশ্নের উত্তরগুলো যদি তিনি আন্তরিকতার সাথে দ্রুত দিতেন তাহলে আমি হয়ত 'আস্থা রাখুন' নীতিতে বিশ্বাস করার চেষ্টা করতাম। ১১ দিন পরে তিনি এসে যে হিসাব দিচ্ছেন তা আমার গ্রহণযোগ্য মনে হচ্ছে না। গ্র্যান্টস দল চাপ না দিলে বা এইখানে বাধাদান প্রস্তাব না এলে হয়ত তিনি কোন উত্তর দেয়ার প্রয়োজনবোধই করতেন না। হিসাব মিলাতে গত ১১ দিনে সময় না পেলেও [https://guc.toolforge.org/?by=date&user=Marajozkee| অন্যদিকে মেটা এবং অন্যান্য প্রকল্পে তিনি ঠিকই সক্রিয় ছিলেন]। বাংলা সম্প্রদায়কে উপেক্ষা করার বিষয়টি আমার ভাল লাগল না। যেহেতু তিনি মনে করছেন বাংলা সম্প্রদায়কে উপেক্ষা করলেও চলে, সেহেতু আমার মনে হয় তাকে শুধু বাংলা উইকিপিডিয়াই নয়, বাংলা সম্প্রদায়ের সকল প্রকল্প থেকে বিদায় দেয়াই ভাল। – [[User:Tarunno|<span style="display:inline-block;color:#008329;font-weight:bold; transform: scale(-1,1);text-shadow:0 1px 2px #ddd">তারুণ্য</span>]]<span style="font-size:10px;vertical-align:text-top;"> [[ব্যবহারকারী আলাপ:Tarunno|আলাপ]]</span> • ০৮:৪৭, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
*{{দৃঢ় সমর্থন}} একটা কথা বিস্তারিত সবাইকেই বোঝানোর জন্য বলি, ভবিষ্যতের জন্য লেখা থাকুক। '''উইকিমিডিয়া আন্দোলনে সম্প্রদায়ের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়। আমি নয়, আমরা। এটাই এখানে আদর্শ।''' উইকিমিডিয়া ফাউন্ডেশনও সম্প্রদায়ের ঊর্ধে নয়। আমরা নির্দিষ্ট প্রশ্ন করেছি, নির্দিষ্ট উত্তর চেয়েছি। কিন্তু তিনটি করা মন্তব্যে ( তার মধ্যে হুমকিও নিদর্শন দেখতে পাওয়া যায়, “...and I seek an explanation from you that on what '''evidences you dare to point''' at me.”) , তার কোনো উত্তর পাইনি। অনেক ভ্যানতারা হয়েছে, বিষয় ও আলোচনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। উত্তর দিতে দেরি হবার জন্য সম্প্রদায় সব ক্ষেত্রেই ক্ষমা করে ও এক্ষেত্রেও ক্ষমা করা হয়েছে, তাই এই আলোচনা এক সপ্তাহের বেশি দিন ধরে চলছে। কোনো বিষয়ে কোনো মতামত না এলে , আরও কয়েক সপ্তাহ আলোচনা খোলা রাখার উদাহরণও আছে। কিন্তু এই আলোচনার দুই বাংলার অভিজ্ঞ উইকিমিডিয়ান ও প্রশাসকরা মতামত দিয়ে দিয়েছেন। আমরা সম্প্রদায় এখনো পর্যন্ত বিষয়ে আছি, অপ্রাসঙ্গিক বিষয়ে বা ব্যক্তি বিষয়ে আলোচনায় নেই। ফাউন্ডেশনের কাঁধে বন্দুক রেখে বেশি দিন চলা যাবে না। সেটা বোঝানোর সময় এসেছে। এই আলোচনা সমাপ্ত করে সিদ্ধান্ত নেওয়া হোক। এক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা চলছে। আফতাব ৪ দিন অতিরিক্ত সময় দিয়েছে, আর কালক্ষেপ না করে এই আলোচনা সমাপ্ত করা হোক।--[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ০৯:১৫, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
* {{দৃঢ় সমর্থন}} উনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত স্পষ্ট, আফতাব ভাই যে প্রশ্নগুলো করেছে তার কোনো সুস্পষ্ট উত্তর আজ অবধি সম্প্রদায় পেল না। যে কাজ স্বেচ্ছাসেবকেরা উইকিপিডিয়ার জন্মলগ্ন থেকে করে আসছে স্বেচ্ছাসেবার ভিত্তিতে, সেসব কাজে কেন অস্বাভাবিক অঙ্কের অর্থ প্রয়োজন, তার কোনো সুরাহা মিলার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। অভিযুক্ত ব্যক্তির উত্তরগুলো শুরু থেকেই অপ্রাসঙ্গিক। তার সহ-আয়োজকেরা এ ব্যাপারে কিছুই জানতেন না, তারাও সমানভাবেই বিস্মিত। উইকির মূল ভিত্তির সাথে এ প্রতিটি ব্যাপার সাংঘর্ষিক। — [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ১০:৪৯, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)