উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৯৪ নং লাইন:
:আশাকরি আমরা যে সবাইকে জানিয়ে এবং যোগদানের আন্তরিক অনুরোধ রেখে, দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনার করেছিলাম তা বোঝাতে পেরেছি। আপনার সব প্রশ্নের উত্তর দেব এক এক করে। আজ দিলাম ""সবাইকে জানিয়ে এবং যোগদানের আন্তরিক অনুরোধ রেখে, দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনার করা হয়েছিল""। [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] ([[ব্যবহারকারী আলাপ:Marajozkee|আলাপ]]) ২০:২১, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
::{{উত্তর|Marajozkee}} আপনি উপরে যে সকল লিঙ্ক দিলেন তা কেবল সকলকে সময়সূচি জিজ্ঞেস করার লিঙ্ক। আপনি কোথাও জিজ্ঞেস করেন নি আপনার কি দায়িত্বে থাকা উচিত, নিজে নিজেকে দায়িত্ব দিয়েছেন আর কি। যাইহোক, আন্দোলনের কৌশল নিয়ে আলোচনায় আপনি উইকিমিডিয়া বাংলাদেশের নাম ব্যবহার করেছিলেন কিনা আমি তা জানি না (কারণ আমি সেগুলিতে ছিলাম না), তবে প্রতিবেদনে আপনারা [https://meta.wikimedia.org/w/index.php?title=Wikimedia_2030/Transition/Reports/Bangla_Wikipedia_Community&diff=20725913&oldid=20725776 উইকিমিডিয়া বাংলাদেশের নাম ব্যবহার করেছিলেন এখানে দেখুন]। তবে অতি দুঃখের সাথে জানাচ্ছি, আমি উপরে আমার করা '''[[#মূল-প্রশ্নগুলি-যার-উত্তর-দরকার|মূল প্রশ্নগুলির উত্তর পাইনি]]''' (উপরের হলুদ বাক্স দেখুন)। আপনি কেন টাকা চাওয়ার বিষয়টি সম্প্রদায়কে জানান নি, অস্বাভাবিক টাকা চাওয়ার কারণ, টাকা কোথায় কোথায় ব্যয় করেছেন এগুলির কোন উত্তর পেলাম না। অনুগ্রহ করে মূল প্রশ্নগুলির উত্তর দিন।--[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২২:০০, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:::{{ping|Marajozkee}}, প্রায় ছয়দিন অপেক্ষার পর একটা উত্তর এল। ভেবেছিলাম সন্তোষজনক কোন উত্তর পাব। কিন্তু আমি চূড়ান্ত হতাশ। প্রথমে এই উত্তরে যে অদ্ভুত ব্যাপার নজর পড়ল সেটা হল যে উইকিমিডিয়া বাংলাদেশের নামে ইভেন্ট করেছেন, [https://meta.wikimedia.org/w/index.php?title=Wikimedia_2030/Transition/Reports/Bangla_Wikipedia_Community&diff=20725913&oldid=20725776 প্রমাণ আছে], অথচ বলছেন করেননি। যেখানে জনি স্বীকার করছেন যে এরকম করে ভুল করেছেন তাও আপনি বলছেন উইকিমিডিয়া বাংলাদেশের নাম ব্যবহার করেননি। আশ্চর্য। দ্বিতীয়ত পুরো দক্ষিণ এশিয়ার দায়িত্ব আপনাকে কে দিল যে আপনি দক্ষিণ এশিয়ার প্রায় কোন সম্প্রসায়কেসম্প্রদায়কে না জানিয়ে পুরো দক্ষিণ এশিয়ার জন্য হুড়োহুড়ি করে ইভেন্ট শুরু করেছিলেন? আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার কোন কোন ইউজার গ্ৰুপ আর উইকিমিডিয়া বাংলাদেশকে কি জানিয়েছিলেন বা মতামত চেয়েছিলেন? আমি যতদূর জানি সেসব কিছুই করেননি।
 
:::যাই হোক, আমার কাছে আপনার পুরো উত্তরটা ধান ভানতে শিবের গীতের মত শোনাচ্ছে। অপ্রাসঙ্গিক লিঙ্কে ভর্তি। যে সব প্রশ্ন করা হয়েছে, দয়া করে সেগুলোর সঠিক উত্তর দিন। বাংলাদেশে কৌশল আলোচনা করবেন বলে এত টাকার ফান্ড যখন চেয়েছেন, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় বা উইকিমিডিয়া বাংলাদেশকে জানিয়েছেন কি? নিজেকেই নিজে দায়িত্ব দিয়ে কাউকে না জানিয়ে এত টাকা facilitate করার জন্য কেন নিয়েছেন? আপানার বদলে এই কাজের জন্য উইকিমিডিয়া কৌশলে অভিজ্ঞ এরকম কাকে কাকে যোগাযোগ করেছেন? জনি যেমন বলেছেন অনুবাদ উনি বিনামূল্যে করে দিয়েছেন তাহলে অনুবাদের জন্য এত টাকা কেন নিয়েছেন? নথি তৈরির জন্য এত টাকা কেন নিয়েছেন? লিঙ্গুয়া লিব্রে সম্বন্ধে অনভিজ্ঞ হয়েও কেন তা শেখাবেন বলে টাকা চেয়েছেন? মাত্র ২০০টা শব্দের অডিওর জন্য এত টাকা কেন চেয়েছেন? অপ্রাসঙ্গিক উত্তর দিয়ে প্রসঙ্গ না পাল্টে দ্রুত এসবের সদুত্তর দিন, ইতিমধ্যে আজ সপ্তম দিন হয়ে গেছে। সম্প্রদায়ের ধৈর্যের পরীক্ষা নেবেন না। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ০৩:৫৪, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)