বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৬ নং লাইন:
:: আরেকটি বিষয়, শুধুমাত্র অবগত করার জন্য যে, তোমার [[ব্যবহারকারী:Pratyya Ghosh/Userpage/3.0/Pagestyle|পাতার স্টাইলে]] ফন্ট ফ্যামিলি ক্যাম্ব্রিয়া দেওয়া যা বাংলার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেবে। প্রথমত, যদি তোমার ব্রাউজার সেটিংসে অন্য কোনো ফন্ট থাকে তব তুমি ক্যাম্ব্রিয়া দেখবে না; দ্বিতীয়ত, কেউ উইকির ডিসপ্লেতে অন্য ফন্ট দিলে সেও সেই ফন্ট দেখবে, ক্যম্ব্রিয়া নয়; তৃতীয়ত, কেউ সিস্টেম ফন্ট দিলে তার সেখানে বাংলার ফন্ট না থাকলে ক্যাম্ব্রিয়াতে বাংলা ফন্ট বেশ দৃষ্টিকটু লাগবে। আমি জানি না তুমি পরীক্ষা করে দেখেছো কী না, বললাম আর কি। :) — [[User:Wikitanvir|তানভির]] • ১৩:২০, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:::{{ping|Wikitanvir|label=তানভির ভাই}} সাক্ষর থেকে বাংলাদেশ সময় সরিয়ে দিয়েছি। তবে একটা বিষয় হল সাক্ষর আসলে দৈর্ঘ্যে বড় হলে এমন কোন সমস্যা করে না। বিশেষত কিছু ব্যবহারকারী নাম আছে ৪ শব্দের। তাদেরটা এমনিই বড় হয়ে যায়। যাই হোক, বিএসটি সরিয়ে দিয়েছি। আর পাতার স্টাইলটির বিষয়টা ভুল ছিল আমার। Siyam Rupali এর বদলে ভুলে Cambria দেয়া ছিল। আমি আসলে চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম ওটা। আমার ব্রাউজার তো বাংলার জন্য স্বয়ংক্রিয়ভাবে সিয়াম রূপালি ফন্ট ব্যবহার করে, তাই আসলে আমি পরিবর্তন ধরতেই পারি নি। আপনি এখন একবার দেখে আমাকে জানাবেন যে ঠিক আছে নাকি? --<span style="font-family:Siyam Rupali">'''[[ব্যবহারকারী:Pratyya Ghosh|<span style="color:#082567">প্রত্যয়</span>]]&nbsp; · &nbsp;[[ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh|<span style="color:#0070BB">আলাপ</span>]]'''</span>&nbsp; ১৩:৩৪, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:::: অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেসকল ব্যবহারকারীর নাম বড়ো তাদের ক্ষেত্রে তো বিষয়টি এড়ানো সম্ভব হয় না, যেটি তোমার ক্ষেত্রে সম্ভব আর কী। আর আমারও মনে হয়েছিলো যে তুমি Cambria-তে দেখছো না তাই সেটি ধরতে পারো নি। এখন সিয়াম রুপালিতেই সব দেখাচ্ছে। :) &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৩:৫০, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)