বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৪ নং লাইন:
:ভাই আমি নিজেই ওটাকে একটু পরিবর্তন করব ভাবছি। বাংলাদেশের সময়টাকে সুপারস্ক্রিপ্ট/সাবস্ক্রিপ্ট/স্মল করে দিয়ে ইউটিসিরটাকেও অ্যাড করব (আপডেটঃ উত্তর লিখতে লিখতেই মনে হল এই ব্যাপারে ঘেটে দেখা উচিৎ। আমার কাছে মনে হল সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট দিলে, আগের লাইন বা পরের লাইনে একটু বেশি ফাঁকা দেখাবে। তাই স্মল করে দিলাম)। সাক্ষরে আসলে মিডিয়াউইকি পার্সার ফাংশন ব্যবহার করেই সময় যোগ করা যায়। আর ৪ টিল্ডার বদলে ৩ টিল্ডা ব্যবহার করলে টাইমস্ট্যাম্প যোগ হয় না। --<span style="font-family:Siyam Rupali">'''[[ব্যবহারকারী:Pratyya Ghosh|<span style="color:#082567">প্রত্যয়</span>]]&nbsp; · &nbsp;[[ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh|<span style="color:#0070BB">আলাপ</span>]]'''</span>&nbsp;<small>[১৪:২৪, ১২ জানুয়ারি ২০২১ (বাংলাদেশ)</small>]&nbsp; ০৮:২৪, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:: তুমি এখন যেভাবে স্বাক্ষর দিচ্ছো (বাংলাদেশ সময়টি ছোট অক্ষরে দেওয়া) — একটি স্বাক্ষরে দুটি সময় এক সাথে দেওয়া — আমার মতে দৃষ্টিকটু ও অপ্রয়োজনীয়। ইউটিসির সাথে ৬ ঘণ্টা যোগ করলেই বাংলাদেশ সময় পাওয়া যায় যা খুব-ই সোজাসাপ্টা একটি বিষয়। এভাবে দুটো সময় প্রদর্শন করাটাই বিভ্রান্তিকর। তাছাড়া এতে স্বাক্ষরটি অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যাচ্ছে, যেখানে স্বাক্ষর তুলনামূলকভাবে ছোট রাখার নির্দেশনা রয়েছে। তাছাড়া পুরো সম্প্রদায়ের প্রায় সবাই বাংলাদেশ ও ভারত থেকেই অবদান রাখা ব্যবহারকারী। আমি এতো দিন কোথাও এমন স্বাক্ষর দেখিনি, প্রয়োজনও আসেনি। আমি তোমাকে আন্তরিকভাবে অনুরোধ করবো শুধু একটি সময় রাখতে যা সব জায়গায় গ্রহণযোগ্য ও সহজে বোধগম্য। বাংলা উইকিপিডিয়ায় সবস্থানে কিন্তু ইউটিসি সময়-ই ব্যবহার হয়, সুতরাং বাংলাদেশ বা ভারতের সময়ের ব্যবহারিক প্রয়োগ বেশ কম। আমি আশা করি তুমি বিবেচনা করবে। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৩:১৩, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:: আরেকটি বিষয়, শুধুমাত্র অবগত করার জন্য যে, তোমার [[ব্যবহারকারী:Pratyya Ghosh/Userpage/3.0/Pagestyle|পাতার স্টাইলে]] ফন্ট ফ্যামিলি ক্যাম্ব্রিয়া দেওয়া যা বাংলার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেবে। প্রথমত, যদি তোমার ব্রাউজার সেটিংসে অন্য কোনো ফন্ট থাকে তব তুমি ক্যাম্ব্রিয়া দেখবে না; দ্বিতীয়ত, কেউ উইকির ডিসপ্লেতে অন্য ফন্ট দিলে সেও সেই ফন্ট দেখবে, ক্যম্ব্রিয়া নয়; তৃতীয়ত, কেউ সিস্টেম ফন্ট দিলে তার সেখানে বাংলার ফন্ট না থাকলে ক্যাম্ব্রিয়াতে বাংলা ফন্ট বেশ দৃষ্টিকটু লাগবে। আমি জানি না তুমি পরীক্ষা করে দেখেছো কী না, বললাম আর কি। :) &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৩:২০, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)