উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৭৪ নং লাইন:
সম্প্রতি "বাংলাদেশে কৌশল আলোচনা" নামে অনলাইনে রাজীব দত্ত একটি আলোচনার আয়োজন করেন। পরে উইকিমিডিয়া বাংলাদেশকে অন্ধকারে রেখে তাঁদের নাম ব্যবহার করে কৌশল আলোচনার প্রতিবেদন প্রস্তুত করা হয়, পরে প্রতিবাদ সাপেক্ষে<ref>[[:meta:Talk:Wikimedia 2030/Transition/Reports/Bangla Wikipedia Community]]</ref> প্রতিবেদনে "বাংলা উইকি" লেখা হয়, অথচ ইভেন্ট পাতায় লেখা হয় "বাংলাদেশে কৌশল আলোচনা"। বাংলা উইকি তো শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়। অর্থাৎ আলোচনা কাদের পক্ষ থেকে হয়েছে সেটা সম্বন্ধেই আয়োজনকারী ব্যক্তিরা নিশ্চিত ভাবে জানতেন না। আলোচনাগুলোর আয়োজক [[ব্যবহারকারী:Marajozkee|রাজীব দত্ত]] কিংবা তার সহ-আয়োজক কেউই উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য নন। এছাড়া পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলকে অন্ধকারে রেখে “বাংলা উইকিপিডিয়ার” নামে সামগ্রিক কৌশল আলোচনা হয়।
 
পরে, এই সকল (এটি ও আরও কিছু) আলোচনা দেখিয়ে ব্যবহারকারী:Marajozkee ফাউন্ডেশনের কাছে অস্বাভাবিক রকমের বেশি অর্থসাহায্যের (১৯৫০ মার্কিন ডলার বা আনুমানিক <s>১,০৯,৭২১.৪৮</s> ১,৪০,০০০ ভারতীয় টাকার) আবেদন করেন।<ref>[[:meta:Grants:Project/Rapid/Marajozkee/South Asia Regional Virtual Prioritization Workshops]]</ref> আমার জানামতে, এই ব্যাপারে তিনি কোন দক্ষিণ এশীয় সম্প্রদায়কে জানান নি। এই টাকা তিনি কীভাবে খরচ করেছেন তাও আমরা জানি না (বাসায় বসে অনলাইন আলোচনায় এত টাকা লাগার কথা না)। এই টাকার পরিমাণ অস্বাভাবিক। যেমন, এই অনুদানে অনুবাদ করতে ৪x১০০ (৪০০) মার্কিন ডলার নিয়েছে। কিসের অনুবাদ? অনুবাদগুলি কোথায়? অনুবাদ করতে তো এত টাকা লাগার কথা নয়। তহবিল বিষয়ক কোনো প্রতিবেদনই তিনি প্রকাশ করেননি, এমনকি "বাংলাদেশ" শীর্ষক আলোচনায় তার সাথের অপর আয়োজকও কিছু জানতেন না এ ব্যাপারে।
 
দেখে মনে হচ্ছে, তিনি সকল সম্প্রদায়, অধ্যায় ও ব্যবহারকারী দলকে উপেক্ষা করে এবং তাদেরকে অবগত না করে, কিছু ব্যক্তিদের মধ্যে আলোচনা করে দক্ষিণ এশিয়ার কৌশল নির্ধারণ করার চেষ্টা করে চলেছেন এবং নিজেদের দক্ষিণ এশিয়া আঞ্চলিক হাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা হিসেবে দেখানোর চেষ্টা করে চলেছেন ([[:meta:Special:Contributions/Marajozkee|মেটাতে তার অবদান দেখুন]], তিনি বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নের জন্য ইভেন্ট তৈরি ও নাম যোগে ব্যস্ত; অথচ তিনি বাংলা উইকিতে এই সময়ে বাংলা উইকির উন্নতিতে অবদান রাখার সময় পান নি!)। এই সব করে পরে তিনি <u>উইকিমিডিয়াকে কোন রকম বুঝ দিয়ে অস্বাভাবিক হারে টাকা অনুদান চাচ্ছেন</u>।