বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৮ নং লাইন:
::::::: [[User:Wikitanvir|তানভির]] ভাই, এই সমস্যার একটা সমাধান হয়ত প্রস্তাব করতে পারি। ফ্লাড জাতীয় একটা নতুন ফ্ল্যাগ/অধিকার এই উইকিতে প্রস্তাব করা যেতে পারে। তাহলে এরকম অবস্থায় ব্যবহারকারীরা সাময়িক সময়ের জন্য ওই অধিকার নিয়ে কাজ করতে পারবে। তাতে করে সাম্প্রতিক পরিবর্তন পাতায় ফ্লাড হবে না, তবে অধিকার প্রদানকারী প্রশাসক ফ্লাড লগ থেকে বিষয়টা পর্যবেক্ষন করতে পারবেন। আর আরেকটা প্রস্তাব হচ্ছে, আমাদের উইকিতে অউব্রা এর কোন নীতিমালাই নেই বলতে গেলে। চেক পেজও নাই। আমার মনে হয় সেটি একটু গুছালে এই ধরণের সমস্যা অনেকটাই কমে যেতে পারে। শুধুমাত্র বিশ্বাসযোগ্য ব্যবহারকারীগণই এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। আর কালকে একগাদা নীতিমালা অজান্তে ভঙ্গ করে ফেলার জন্য অত্যন্ত দুঃখিত। আফতাব ভাইয়ের উত্তরে যা বলেছি, সেটাই আসলে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতদিনের কাজ একবারে হওয়ায় সমস্যা হয়েছে। প্রতি মাসে হলে সর্বোচ্চ ৪ টি সম্পাদনায় সব হয়ে যেত। কিন্তু এত দিনের কাজ একেবারে হওয়ায় যা হয়েছে। তাও আমি অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতের জন্য একটা ওয়ার্নিং হয়ে থাকলো। -- <span style="font-family:Siyam Rupali">'''[[ব্যবহারকারী:Pratyya Ghosh|<span style="color:#082567">প্রত্যয়</span>]]&nbsp; · &nbsp;[[ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh|<span style="color:#0070BB">আলাপ</span>]]'''</span>&nbsp; ২২:৩৯, ৬ জানুয়ারি ২০২১ (বাংলাদেশ সময়)
:::::::: ধন্যবাদ। মূল ব্যাপার হল বটের মত সম্পাদনা না করা। যদি বটের মত সম্পাদনা করতে হয়, কোন বট পরিচালককে বল (কিংবা চাইলে নিজে বট চালানোর আবেদন কর)। যতই বিশ্বাসযোগ্য ব্যবহারকারী হোক না কেন যদি বটের মত সম্পাদনা করা হয়, তবে নিয়ন্ত্রণ পাতা যে কোন কাজেই আসবে না। অন্যদিকে আমার মনে হয় না উইকিতে ফ্লাড অধিকার দেয়া উচিত। যদি বটের মত সম্পাদনার চিন্তা থাকে তবে বট আবেদন করা হবে সবচেয়ে উত্তম। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৬:৫২, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== স্বাক্ষরে বাংলাদেশ সময় যোগ করা প্রসঙ্গে ==
 
প্রত্যয়, বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় সকল স্থানে স্বাক্ষরে ইউটিসি সময় ব্যবহার করা হয়। রেকর্ডের স্বার্থে সকল স্থানে একই সময় ব্যবহার করা জরুরী। তুমি স্বাক্ষরে বাংলাদেশ সময় কীভাবে যুক্ত করছো জানি না, তবে অনুরোধ করবো স্বাক্ষরে ইউটিসি সময় ব্যবহার করতে। বিভিন্ন ব্যবহারকারী যদি যার যার পছন্দের সময় অঞ্চল হিসেবে স্বাক্ষর করা শুরু করে তবে তাতে বিশৃঙ্খলা তৈরি হবে। আশা করি বিষয়টি ঠিক করে নেবে। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৯:৪৯, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)