উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৮৫ নং লাইন:
* আরেকটা হালনাগাদ: নজরে এলো, [[:meta:Grants talk:Project/Rapid/Marajozkee/Wikipedia 20th celebration the way I & my family feels|উইকিপিডিয়া ২০ গ্রান্ট আলাপ পাতায়]] [[User:jayantanth|জয়ন্তদা]] এই আলোচনার কথা উইকিমিডিয়া ফাউন্ডেশনের র‍্যাপিড গ্র্যান্ট দলকে জানিয়েছেন। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ০৬:৩২, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
* আরেকটি হালনাগাদ: আমি [[:meta:Talk:Wiki World Heritage User Group/User Group election 2021-2023/Nominations|উইকি বিশ্ব ঐতিহ্য ব্যবহারকারী দলের নির্বাচনী পাতায়]] এই বিষয়ে জানিয়েছি, যেখানে তিনি বোর্ড সদস্য হিসেবে নির্বাচনে গতকাল [[:meta:Wiki World Heritage User Group/User Group election 2021-2023/Nominations##Rajeeb_Dutta_(Marajozkee_(talk_·_contribs))|নিজের মনোনয়ন দাখিল করেছেন]]। আমার মনে হয়েছে ব্যাপারটা সম্পর্কে ব্যবহারকারী দলের সদস্যদের ওয়াকিবহাল থাকা প্রয়োজন। — [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ১৯:০৮, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
* আরেকটি হালনাগাদ: যে গ্র্যান্টটি নিয়ে আলোচনার সূত্রপাত, সেটির আলাপ পাতায় বিষয়টি জানানো হয়েছে: [[m:Grants talk:Project/Rapid/Marajozkee/South Asia Regional Virtual Prioritization Workshops]] — [[User:Wikitanvir|তানভির]] • ১৯:৩০, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
*{{মন্তব্য}} বাংলা উইকিপিডিয়ার একজন সাধারণ অবদানকারী ও শুভার্থী হিসাবে প্রাথমিক ভাবে আমার মনে হয়েছে আফতাবউজ্জামান ভাই এর অভিযোগ গুলি অত্যন্ত সুনির্দিষ্ট, যা হল খরচের হিসেব। যার উত্তর আসা জরুরী। অভিযুক্ত ব্যক্তি তার জবাবে এখনো অব্দি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি, কবে দেবেন তাও জানাননি। উইকিমিডিয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উইকি সম্প্রদায়ের অভিজ্ঞ উইকিমিডিয়ানদের অন্ধকারে রেখে যে অনুদান নেওয়া হয়েছে তা কারো ব্যক্তিগত টাকা নয়। সারা পৃথিবী জুড়ে উইকি মুভমেন্টের জন্য সাধারণ মানুষের দানের টাকা। সেই টাকা কিভাবে খরচ হবে সেটা জানাতে দায়বদ্ধ। আমাদের পারস্পরিক বিশ্বাস আর স্বচ্ছতা আছে বলেই মনে করি। যারা প্রতিনিয়ত কিছুমাত্র পারিশ্রমিকের প্রত্যাশা না করে উইকিতে অবদান রাখছেন অন্তত তাদের স্বার্থে সমগ্র বিষয়টির মীমাংসা হওয়া জরুরী। যে পরিমান টাকা Marajozkee নিয়েছেন তার কোন যৌক্তিক ব্যাখ্যা উনি দিতে পারেন নি, এড়িয়ে গেছেন। যে জবাব এসেছে তাতে কোন খাতে কিভাবে কত টাকা খরচ হল সেসবের নামগন্ধও নেই। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হোক, কিন্তু দোষী প্রমানিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। [[ব্যবহারকারী:Pinakpani|Pinakpani]] ([[ব্যবহারকারী আলাপ:Pinakpani|আলাপ]]) ১৭:৪৬, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)