উইকিপিডিয়া:ব্যবহারকারী অধিকার স্তর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
উইকিপিডিয়ার সাধারণ কর্মগুলো যেকেউ সম্পাদন করতে পারে, এমনকি যদিও তারা অ্যাকাউন্ট তৈরি বা অ্যাকাউন্টে প্রবেশ না করে।
যদি না বাধাদান করা হয়, উইকিপিডিয়ার বেশিরভাগ পাতা সবাই সম্পাদনা করতে পারে। অ্যাকাউন্টে প্রবেশ করা ব্যবহারকারীকে বেশকিছু সুবিধা দেয়, যেমন নিজের [[আইপি ঠিকানা]] লুকানো। এছাড়া অ্যাকাউন্টটি নির্দিষ্ট সময় ও সম্পাদনা সংখ্যা অতিক্রম করলে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী দলের সদস্য হবেন।
 
== বৈশ্বিক অধিকার ==
[[Wikipedia:Global rights policy|স্থানীয় উইকির নীতিমালা]]র কারণে কোনো বাধা না থাকলে বৈশ্বিক অধিকার সব প্রকাশ্য [[উইকিমিডিয়া]] উইকিতে ব্যবহার করা যায়। বৈশ্বিক অধিকারের একটি স্বয়ংক্রিয় তালিকার জন্য [[Special:GlobalGroupPermissions]] দেখুন এবং বৈশ্বিক দলসহ ব্যবহারকারীর তালিকার জন্য [[Special:GlobalUsers]] দেখুন।
 
{{anchors|steward}}
==== স্টুয়ার্ড ====
স্টুয়ার্ড একটি বৈশ্বিক ব্যবহারকারী দল। তারা সব প্রকাশ্য উইকিমিডিয়া উইকিতে কাজ করেন।
 
স্টুয়ার্ডগণ কোনো ব্যবহারকারীকে যে কোনো অধিকার প্রদান বা অপসারণ করতে সক্ষম। সাধারণত যখন কোনো উইকিতে প্রয়োজনীয় ব্যবহারকারী দল পরিবর্তনে সক্ষম কোনো ব্যবহারকারী থাকেন না, তখন তারা সেটি করেন। এর মধ্যে রয়েছে স্থানীয় ব্যুরোক্র্যাট নেই এমন উইকিতে কোনো ব্যবহারকারীকে প্রশাসক বা ব্যুরোক্র্যাট ফ্লাগ প্রদান করা। তারা ব্যবহারকারী পরীক্ষক, গোপন পর্যবেক্ষক ফ্লাগও প্রদান করেন, কারণ ব্যুরোক্র্যাটগণ এই ফ্লাগগুলো প্রদান করতে পারেন না। পদত্যাগ করা, ক্ষতিকর আচরণ করা বা অন্য কোনো কারণে এই ফ্লাগগুলো অপসারণ করার প্রয়োজন হলে স্টুয়ার্ডগণ তা করেন।
 
স্টুয়ার্ডগণ প্রশাসক, ব্যবহারকারী পরীক্ষক বা গোপন পর্যবেক্ষক হিসেবেও কাজ করতে পারেন যেসব উইকিতে ঐ দলের কোনো সক্রিয় সদস্য নেই। উদাহরণস্বরূপ কোনো উইকিতে যদি একটি সম্পাদনা অদৃশ্যমান করা জরুরি হয়, একজন স্টুয়ার্ড নিজেকে ওই উইকিতে [[#oversight|গোপন পর্যবেক্ষক]] অধিকার দিতে পারেন এবং প্রয়োজনীয় কাজ শেষে তার গোপন পর্যবেক্ষক অধিকারটি অপসারণ করতে পারেন।
 
স্টুয়ার্ডদের অন্যান্য কাজ সম্পর্কে জানতে [[meta:Stewards]] দেখুন। বেশিরভাগ স্টুয়ার্ড কার্যের লগ থাকে [[meta:Special:Log/rights]] অথবা [[meta:Special:Log/gblrights]] তে। (কিছু লগ [[meta:Stewards/Additional log for global changes]]-এ যায়)। স্টুয়ার্ডদের তালিকার জন্য [[Special:GlobalUsers/steward]] দেখুন।
 
==== অন্যান্য বৈশ্বিক ব্যবহারকারী দলসমূহ ====
{{main|Wikipedia:Global rights policy|meta:User groups}}
 
অন্যান্য বৈশ্বিক ব্যবহারকারী দলসমূহের মধ্যে রয়েছে WMF staff, সিস্টেম প্রশাসক, ন্যায়পাল (ombudsmen), [[Wikipedia:Volunteer Response Team|OTRS সদস্য]], বৈশ্বিক বট, বৈশ্বিক রোলব্যাকার, বৈশ্বিক প্রশাসক, বৈশ্বিক ইন্টারফেস সম্পাদক ইত্যাদি। এগুলোর সম্পর্কে তথ্যের জন্য [[meta:User groups]] দেখুন।
 
== টেবিল ==
২৬টি

সম্পাদনা