উইকিপিডিয়া:ব্যবহারকারী অধিকার স্তর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মুহাম্মাদ আলী (আলাপ)-এর সম্পাদিত 4801995 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
উইকিপিডিয়ার সাধারণ কর্মগুলো যেকেউ সম্পাদন করতে পারে, এমনকি যদিও তারা অ্যাকাউন্ট তৈরি বা অ্যাকাউন্টে প্রবেশ না করে।
যদি না বাধাদান করা হয়, উইকিপিডিয়ার বেশিরভাগ পাতা সবাই সম্পাদনা করতে পারে। অ্যাকাউন্টে প্রবেশ করা ব্যবহারকারীকে বেশকিছু সুবিধা দেয়, যেমন নিজের [[আইপি ঠিকানা]] লুকানো। এছাড়া অ্যাকাউন্টটি নির্দিষ্ট সময় ও সম্পাদনা সংখ্যা অতিক্রম করলে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী দলের সদস্য হবেন।
 
== পর্যালোচনা ==
এই সাইটের সব ব্যবহারকারী যারা অ্যাকাউন্ট তৈরি করেননি তারা [[#Unregistered|অনিবন্ধিত ব্যবহারকারী দলের]] সদস্য এবং যারা অ্যাকাউন্টে প্রবেশ করেছেন তারা [[#user|নিবন্ধিত ব্যবহারকারী দলের]] সদস্য। স্বয়ংনিশ্চিতকৃত অধিকার ছাড়া অন্য অধিকারগুলো স্বয়ংক্রিয় নয়, সেগুলো সাধারণত আবেদনের ভিত্তিতে দেওয়া হয়। যেমন রোলব্যাকার অথবা বট অধিকার দেওয়া হয়, যদি ব্যবহারকারীর সেই অধিকারের প্রয়োজন পড়ে। ([[উইকিপিডিয়া:অধিকারের আবেদন]] ও [[উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ]] দেখুন)। প্রশাসক, ব্যুরোক্র্যাট এর মত ব্যবহারকারী দলগুলোর সদস্য হতে সম্প্রদায়ের আলোচনা ও ঐক্যমতের প্রয়োজন হয়। ([[উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন]] দেখুন)। এছাড়া ব্যবহারকারী পরীক্ষক, গোপন পর্যবেক্ষক অধিকারপ্রাপ্ত হওয়ার জন্য সম্প্রদায়ের ঐক্যমতের পাশাপাশি উইকিমিডিয়া ফাউন্ডেশনের "অপ্রকাশ্য তথ্যের গোপনীয়তা চুক্তি"তে স্বাক্ষর করতে হয়।
 
একটি ব্যবহারকারী দলের সদস্যদের অ্যাকাউন্টে এক বা একাধিক অধিকার যুক্ত থাকে। যেমন - আইপি বাধা রহিতকরণ দলের সদস্যদের 'ipblock-exempt' ও 'torunblocked' অধিকার রয়েছে। একটি ব্যবহাকারী দলের যেসব অধিকার রয়েছে তার তালিকা রয়েছে [[Special:ListGroupRights]]-এ। অধিকার, ফ্লাগ, বিট ইত্যাদি শব্দগুলো ব্যবহারকারী দল এবং পৃথক অধিকারসমূহ উভয়ই বুঝাতে ব্যবহৃত হতে পারে।
 
বাংলা উইকিপিডিয়ায় আবেদনের মাধ্যমে শুধুমাত্র স্থানীয় ব্যবহারকারী দলের সদস্য হওয়া যায়। বৈশ্বিক ব্যবহারকারী দলের সদস্যরা উইকিমিডিয়া ফাউন্ডেশনের সব উইকিতে তাদের অধিকার অনুযায়ী কর্ম সম্পাদনে সক্ষম। অবশ্য কখনো কখনো স্থানীয় উইকি নীতিমালার কারণে এই বৈশ্বিক অধিকার ব্যবহারের অনুমতি থাকে না। স্থানীয় ও বৈশ্বিক অধিকারসমূহ [[Special:CentralAuth]]-তে দেখা যায়।
 
== ব্যবহারকারী দলসমূহ ==