উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
Jayantanth (আলোচনা | অবদান)
৪৭৪ নং লাইন:
* প্রথমত, আপনি ব্যস্ততার অযুহাত দিয়ে পুরো ব্যাখ্যা দিতে চাইলেন না। </br><code> Now coming back to your allegations, I don’t have time to clarify about all your allegations right now (FYI : “South Asian Regional Prioritization Workshops” report is submitted the other two projects are still on and I will submit the report where I need to) .This is about your first allegation and will reply about the others at an earliest time.</code></br>প্রথম কথাটিই হচ্ছে, আপনি সম্প্রদায়ের জন্য এতকিছু করছেন, সেই সম্প্রদায় যখন আপনার কাছে জবাব চায় আপনি কিভাবে ব্যস্ততার দোহাই দিয়ে সেটিকে একরকম পাশ কাটিয়ে যান? এই সম্প্রদায়টি তিলে তিলে একধরণের বিশ্বাস, ভরসা, স্বচ্ছতা ইত্যাদি দিয়ে গড়ে উঠেছে। সেটি পুরাতন অনেকেই খুব ভালভাবে জানেন। সেখানে যখন এরকম একটা গুরুতর অভিযোগ ওঠে, তখন আপনাকে এই ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু আপনি এই সম্প্রদায়কে নিয়ে ভাবেন বলে ধারণা করা হচ্ছে। তাই প্রশ্নটি থাকছে এরকম গুরুতর অভিযোগ ওঠার পর আপনার ব্যস্ততা দেখানোটা কতটা যৌক্তিক?
* দ্বিতীয়ত, এটি বাংলা উইকিপিডিয়া, মেটা উইকি নয়। এটি তৈরিই হয়েছে বাংলা ভাষার জন্য। এখানে আমরা সবাই বাংলাভাষাভাষী। তাই বাংলার প্রশ্নের উত্তর ইংরেজিতে দেয়াটা কতটা যৌক্তিক? আপনি তো আবার অনুবাদের জন্যেও অর্থ নিয়েছেন দেখা যাচ্ছে। এখানে একটু যোগ করে দেয়া যেতে পারে, আপনার যদি মনেই হয় সব ভাষাভাষীর জন্য লেখা প্রয়োজন, তাহলেও আপনি বাংলাতেই লিখতে পারতেন। কারণ সেই বাংলাকে সঠিকভাবে সঠিক জায়গায় অনূদিত করে দেয়ার মত মানুষ এই সম্প্রদায়ে আছে। তাই আপনার (''ভিত্তিহীন'') যুক্তিটি কিন্তু প্রযোজ্য হতে পারে না। দাবী থাকবে আপনি বাংলায় আপনার ব্যাখ্যা প্রদান করবেন। ধন্যবাদ! -- <span style="font-family:Siyam Rupali">'''[[ব্যবহারকারী:Pratyya Ghosh|<span style="color:#082567">প্রত্যয়</span>]]&nbsp; · &nbsp;[[ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh|<span style="color:#0070BB">আলাপ</span>]]'''</span>&nbsp; ২০:৪৭, ৮ জানুয়ারি ২০২১ (বাংলাদেশ সময়)
 
 
{{মন্তব্য}}'''দাবিত্যাগ: এখানে আমি সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে কথা বলছি, কোন সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়। '''
আপাতত মূল অভিযোগগুলি সবাই বলে দিয়েছেন। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখানে তার ব্যাখ্যা দেবার সময় খুঁজে পাচ্ছেন না। উনি রোমান লিপিতে কিছু একটা লিখেছেন, ইংরেজি বা স্প্যানিশ হতে পারে। আমি ঠিক জানি না। আমি কিছু বুঝতেও পারিনি। কারণ ইংরেজি ও স্প্যানিশ আমি জানি না। বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের কেন অন্ধকারে রেখে তিনি এই কাজগুলি করেছেন, তিনি সেটা উনি ব্যাখ্যা করবেন না। কয়েক বছর উইকিমিডিয়া আন্দোলনে থাকার ফলে কিছু তো অভিজ্ঞতা হল। এখানে অনেক মানুষকে আসতে ও যেতে দেখেছি। বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে। সবাইকেই ধরে নেওয়া হয়, তিনি [[WP:AGF|আন্দোলনের ভাল]] করবেন, এই আদর্শেই কাউকেই সেই ভাবে কোন কিছু করতে বাধা দেওয়া হয় না। উইকিমিডিয়া ফাউন্ডেশনও [[WP:AGF|আস্থা রাখুন (good faith)]] উপর নির্ভর করে অনেক ফান্ড অনুমতি দেয়, সব দিক বিচার করা হয়তো তাদের সম্ভব হয় না, বিশেষত ভারতের আর্থ-সামাজিক অবস্থা নাই জানতে বা বুঝতে পারেন, তাই উইকিমিডিয়া ফাউন্ডেশন কাউকে কোনো অর্থ অনুমোদন করেছে মানেই, সব ঠিক আছে, সেটা স্বতসিদ্ধ নয় । ১,০৯,৭২১ টাকা একটি অন লাইন আলোচনায় লাগতে পারে সেটা আমার মাথায় কিছুতেই আসছে না। আমি [[w:en:Wikipedia:Meetup/Kolkata/W10 Kolkata|উইকিপিডিয়া ১০]] অনুষ্ঠান করেছি ২০১১ সালে। সবটাই লোকাল ফান্ড থেকে করা হয়েছে ও সর্বাধিক ৩,৫০০ টাকা খরচ হয়েছিল। উইকিপিডিয়া ২০ জন্য উনি $710 (প্রায় ৫২,০০০) টাকার বাজেট দিয়েছেন। আমরা যারা প্রায় ১২ বছর ধরে এই উইকিমিডিয়া আন্দোলনে আছি, তারা জানি কোন অনুষ্ঠানে ঠিক কত অর্থ লাগতে পারে। আমরা সবাই জানি সারা বিশ্বের অনেক স্বেচ্ছাসেবক, অনেক কাজ করে যাচ্ছে কোনো প্রকার অর্থ না নিয়েই। সেই মানুষ জনকে দেখি, আর এনাকে দেখছি। তাই এই ভাবে আর্থিক অস্বচ্ছতা বেশিদিন যে করা যাবে না, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কে অন্ধাকারে রেখে, সেটা ওনাকে এবার বোঝাবার সময় এসেছে। এই সম্প্রদায়টি তিলে তিলে একধরণের বিশ্বাস, ভরসা, স্বচ্ছতা ইত্যাদি দিয়ে আমি ও আমার সমমনস্ক উইকিমিডিয়ানদের নিয়ে আজ পশ্চিমবঙ্গে গড়ে তুলেছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একজনের অস্বচ্ছ কর্মকান্ডের জন্য বদনাম হচ্ছে ,সেটা কোনও ভাবেই মেনে নিতে পারছি না। ওনার কর্মকান্ড সম্প্রদায়ের কাছে এক বড় বিশ্বাসভঙ্গের উদাহরণ হয়ে থাকবে। যদি না উনি ওনার এই সব কর্মকান্ড গুলির যথাযত ব্যাখ্যা দেন। যদি উনি ব্যাখ্যা না দেন, ওনাকে বাংলা উইকিমিডিয়া সম্প্রদায় ( সকল প্রকল্প ) থেকে ব্যান ও ব্লক করার অনুরোধ করি। --[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ১৭:১৩, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== [[ব্যবহারকারী: ZI Jony]]-র বিষয়ে তদন্ত ==